নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি এক মানবিক আবেগহীন বৃক্ষমানব। স্বপ্নের দলা পাকানো বাসি কবিতা। আমি এক নষ্ট গান!\"

ফয়সাল সোহাগ

একজন সাধারণ মানুষ। যার মাঝে অসাধারণ কিছু নেই।

ফয়সাল সোহাগ › বিস্তারিত পোস্টঃ

ধার করা শিরোনামে.....

২২ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩৭

১.
নিষেধাজ্ঞা

তোমায় দেখতে মানা
লিখতে মানা
ছুঁতেও মানা হাজার
তাই বলে কি ভাবতে মানা আছে?
কল্পনাতে প্রেম করেছে
এই দোষে কি কেউ কখনো
জেল খেটেছে? জেল খেটেছে?

২.
তবু তোমার মন গলেনি

আমাদের পাড়ায় লোডশেডিংয়ের
মৌসুম চলছে
হরদম বাড়িতে বাড়িতে ফ্রিজে জমানো
বরফ গলছে
তোমার-আমার ভালোবাসার লোডশেডিংও চলছে কি কম?
তবু তোমার মন গলেনি মন গলেনি!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: ভালই লিখেছেন শিরোনামহীন কবিতা দুটো। তবে উপযুক্ত দুটো শিরোনামও দেয়া যেত বৈকি!

২২ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৭

ফয়সাল সোহাগ বলেছেন: মাথায় আসছিল না! আপনি কি দুটো শিরোনাম ধার দিতে পারেন? অবশ্য ফিরিয়ে দিতে পারবো কিনা এ নিয়ে ঘোর সন্দেহ আছে! অশেষ ধন্যবাদ আপনাকে। ভালোথাকুন সবসময়!

২| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: ধার নয়, একেবারে শর্তহীন দান করে দিলাম। কবিতার জয় হোক!
১। নিষেধাজ্ঞা
২। তবু তোমার মন গলেনি

২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৯

ফয়সাল সোহাগ বলেছেন: এডিট করি তাহলে....!

৩| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:


নতুন শিরোনামে লেখাটি বেশ মানিয়েছে! ভাল লাগল!

২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৬

ফয়সাল সোহাগ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা ভাই!

৪| ২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৩

ওমেরা বলেছেন: নামের সাথে কবিতা খুব সুন্দর মানিয়েছে । দুজনকেই ধন্যবাদ ।

২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৮

ফয়সাল সোহাগ বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ ওমেরা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.