নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি এক মানবিক আবেগহীন বৃক্ষমানব। স্বপ্নের দলা পাকানো বাসি কবিতা। আমি এক নষ্ট গান!\"

ফয়সাল সোহাগ

একজন সাধারণ মানুষ। যার মাঝে অসাধারণ কিছু নেই।

ফয়সাল সোহাগ › বিস্তারিত পোস্টঃ

তোমার শহরে একদিন

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৯

তোমার শহরে একদিন যাবো।
শহরের অলি-গলি আমি চিনি না।
আমি কোনো অন্ধ গলিতে হারাবো।
তোমায় খুঁজতে খুঁজতে হয়রান হবো।
বিকেলের আভা মুছে গিয়ে আমার দু:খ দেখে মেঘ হবে পেরেশান।
ভীষন টেনশনে পরে যাবে শহরের আকাশ।
হঠাৎ ঝড়বে অঝড়।
আমাদের মাঝে তখন কিছুই থাকবে না বাকি। কিচ্ছু না।
তবু কোথা হতে এক দমকা বাতাস তোমায় ছোঁবে। বৃষ্টির ছাঁট লেগে তোমার টিপ মুছে যাবে।
তুমি অকারণে অস্থির হয়ে খুঁজবে আমায়।
কিন্তু সমস্ত মেঘ জড়ো হয়ে তোমায় কোট করে শোনাবে অমীয় চক্রবর্তী-"কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।"

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৮

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: সত্যি অসম্ভব সুন্দর লাইনটি - "কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলাধারে" ।।সুন্দর লিখেছেন।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪১

ফয়সাল সোহাগ বলেছেন: লাইনটি আমারও খুব প্রিয়।ল
ভালো থাকুন সবসময়।

২| ২০ শে মার্চ, ২০১৮ রাত ২:০১

ওমেরা বলেছেন: ইচ্ছে করে না হারালে তো খুঁজে পাবেই না । কবিতা সুন্দর লাগছে ।ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮

ফয়সাল সোহাগ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.