নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফকির আবদুল মালেক

ফকির আবদুল মালেক

আমি এক উদাস ফকির তারা দানা তসবী গুনিপ্রাণীসম দেহ মাঝে মানুষ নামে স্বপ্ন বুনি

ফকির আবদুল মালেক › বিস্তারিত পোস্টঃ

তোমায় আমি চেয়েছিলাম সুন্দরী

২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪



তখন উঠেছিল অষ্টাদশীর চাঁদ
দেখেছিলাম পঞ্চম তলার ছাদ
তুমি ছিলে নিরিবিলি ছাদের উপর একা
ভুতের মতো হঠাৎ দিলেম দেখা
খল নায়ক নয়, এন্টি হিরো বলতে পারো, সরি
তোমায় আমি চেয়েছিলেম সুন্দরী!

জোর করে ধরেছিলেম তোমার নরম হাত
ভেঙ্গে ছিলো জমে থাকা না বলা কথার বাঁধ
বলেছিলেম তোমায় আমি বড্ড ভালবাসি
হেসেছিলে তাচ্ছিল্যের ক্রর এক হাসি
খল নায়ক নয়, এন্টি হিরো বলতে পারো, সরি
তোমায় আমি চেয়েছিলেম সুন্দরী!

আমার ছিল উরণচণ্ডী জট বাধানো চুল
তাতেই তোমার হয়েছিল মস্ত একটু ভুল
বলেছিলে আয়নায় আপন মুখ দেখতে
তুমি যদি চান্দ্রাবরণ হৃদয় রূপটা বুঝতে!
খল নায়ক নয়, এন্টি হিরো বলতে পারো, সরি
তোমায় আমি চেয়েছিলাম সুন্দরী!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫২

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০২

ফকির আবদুল মালেক বলেছেন: ধন্যবাদ।

২| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: বাহ, ভালই তো!
হেসেছিলে তাচ্ছিল্যের ক্রদ্ধ এক হাসি -- এখানে "ক্রদ্ধ" কথাটা বোধ হয় ক্রুর হবে।
বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!

২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ফকির আবদুল মালেক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫২

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর কবিতা, ভালো লাগলো

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৭

ফকির আবদুল মালেক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.