নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফকির আবদুল মালেক

ফকির আবদুল মালেক

আমি এক উদাস ফকির তারা দানা তসবী গুনিপ্রাণীসম দেহ মাঝে মানুষ নামে স্বপ্ন বুনি

ফকির আবদুল মালেক › বিস্তারিত পোস্টঃ

ছোট ছোট কথামালা-৪

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০১

এক.
ফ্যাশনের ক্যাটওয়াক থেকে টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা। হ্যাঁ, এভাবেই এগিয়ে যাচ্ছেন পাকিস্তানের হিজড়া মারভিয়া মালিক। প্রথম কোনো হিজড়া হিসেবে তিনি পাকিস্তানের কোহিনূর টেলিভিশনে সংবাদ উপস্থাপন করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।



পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে যেমন ভারত, বাংলাদেশে হিজড়াদের ওপর আক্রমণ করা হয়। তাদেরকে হত্যা করা হয়। ধর্ষণ করা হয়। যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হয়। নর্তকী বানানো হয়। না হয় ভিক্ষা করতে বাধ্য করা হয়।


দুই.

গুলিতে আহত হবার পর প্রথমবারের মতো নিজ দেশ পাকিস্তানে ফিরলেন নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী মালালা ইউসুফজাই।



তখন তার বয়স মাত্র ১১। তখনি তালিবান শাসনে তার জীবন কেমন চলছে তা নিয়ে বিবিসি উর্দু সার্ভিসে লেখা শুরু করেন তিনি।
নারী শিক্ষা ও জঙ্গিদের নিপীড়ন নিয়ে সোচ্চার ছিলেন তিনি।
তালেবান জঙ্গিরা ২০১২ সালে স্কুল থেকে ফেরার পথে তার মাথায় গুলি করে হত্যার চেষ্টা চালায়। ঐ ঘটনা তাকে বিশ্বজোড়া পরিচিতি এনে দেয়। ভয়াবহ ওই হামলার পরে প্রাণে বেঁচে যান মালালা।
পরে যুক্তরাজ্যে চিকিৎসা নেন এবং পরিবারের সঙ্গে সেখানেই বসবাস করতে শুরু করেন।সুস্থ হওয়ার পর শিশুদের শিক্ষা ও অধিকার নিয়ে কাজ শুরু করেন তিনি। পিতা জিয়াউদ্দিনের সাথে শিশুদের জন্য কাজ করতে মিলে গঠন করেন মালালা তহবিল।
২০১৪ সালে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার পরে পাকিস্তানে এখনো সক্রিয় আছে তালিবান।
স্কুল ও কলেজে অনেকগুলো হামলার জন্য তাদেরকেই দায়ী করা হয়।
মালালা বহুবারই পাকিস্তানে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন বিশেষ করে তার এলাকা সোয়াতে- যেটি তার ভাষায় “পৃথিবীতে একটি স্বর্গ”। কিন্তু পাকিস্তান ধর্মীয়ভাবে চরম রক্ষণশীল একটি দেশ।

তিন.


বিউটির লাশটা যেখানে পড়ে ছিল তার চারপাশে সবুজ ঘাস, আর বিউটির গায়ে লাল জামা। সবুজের বুকে লাল, যেন প্রিয় স্বদেশের প্রতিচ্ছবি! ধর্ষিতা বিউটি বিচার পায়নি, তাই তাকে পুনরায় ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। স্বাধীনতার মাসে যখন উন্নয়নশীলতার উৎসব করছি আমরা তখন বিউটির এ ঘটনা বড্ড বেমানান।

চার.



সম্প্রতি বিভিন্ন দেশে রাজনীতি, ব্যবসা, শিল্প-সংস্কৃতির জগতের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে যৌন অত্যাচারের অনেকগুলো ঘটনা প্রকাশ্যে নিয়ে এসেছেন বেশ কয়েকজন নারী এবং পুরুষ। হলিউডের শীর্ষ একজন প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছিল নীরবতা ভাঙার পালা।


বিভিন্ন পেশায় যৌন নির্যাতনের বা হয়রানির প্রতিবাদে ‘মি টু’ হ্যাশট্যাগ দিয়ে জনপ্রিয় ক্যাম্পেইন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশেও অভিযোগ উঠেছে যে, পারিবারিক পরিবেশ, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র কোনো অঙ্গনেই নারীর প্রতি যৌন সহিংসতা থেমে নেই।
মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্র বলছে, ২০১৭ সাল জুড়ে ধর্ষণের ঘটনার সংখ্যা যেমন বেড়েছে, সেই সাথে বেড়েছে যৌন সহিংসতায় নিষ্ঠুরতা ও ভয়াবহতা।

কিন্তু বাংলাদেশে কেন জোরালোভাবে গড়ে ওঠেনি কোন ক্যাম্পেইন?

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:


পাকিস্তানী সংবাদ পাঠক যে হিজড়া, এটা প্রকাশ করার কি দরকার ছিলো?

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২১

ফকির আবদুল মালেক বলেছেন: কিছু ক্ষেত্রে পাকিস্তানীরা বেশ এগিয়ে। ওদের মারবিয়া মালিক আছে, আছে মালালা ইউসুফজাই। আমাদের এলজন ছিলেন যিনি উগ্র র্মবিরোধী এবং দেশ থেকে নির্বাসিত।

২| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আইন তার নিজস্ব গতিতে চলবে। হাউকাউ করে লাভ নাই।

আর একটি কথা বলতে চাই। বাংলাদেশের বিচার ইংরেজ আমলের বিচার। আল্লাহর মর্জি যদি সিভিল কোর্টে কেস পড়ে, সেই মামলা শেষ হতে লাগে ২০ বছর। আমি যদিউকিল হই আমার জামাইকে উকিল বানিয়ে কেস দিয়ে যাই। ঐ মামলার ফয়সালা হয় না। আর যদি ক্রিমিনাল কেস হয়, তিন বছর, চার বছরের আগে শেষ হয়ে না। এই বিচার বিভাগকে নতুন করে গড়তে হবে। থানায় ট্রাইবুনাল করবার চেষ্টা করছি। সেখানে যাতে মানুষ এক বছর, দেড় বছরের মধ্যে বিচার পায়, তার বন্দোবস্ত করছি। আশা করি সেটা হবে।


কার কথা???
কত সালের???

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৩

ফকির আবদুল মালেক বলেছেন: কার??? কত সালের??

৩| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শেখ সাহেব,
১৯৭৫ সালের বাকশাল ভাষনে।

যা দেশে আজো হয় নি:(:(:(

লেখা ছাড়া, আমরা এর চেয়ে বেশী কিই বা করতে পারি?? হতাশ ভাই। দেশের এই খবরগুলো শুনলে লজ্জায় মরে যাই:(:(

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪০

ফকির আবদুল মালেক বলেছেন: উন্নয়নের ব্যাপক প্রচারে বড় বেমানান বিচার ব্যবস্থার চিত্র, বড় করুন।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৫

ফকির আবদুল মালেক বলেছেন: সে অন্ন যখন কেহ কাড়ে,
সে প্রাণে আঘাত দেয় গর্বান্ধ নিষ্ঠুর অত্যাচারে,
নাহি জানে কার দ্বারে দাঁড়াইবে বিচারের আশে--
দরিদ্রের ভগবানে বারেক ডাকিয়া দীর্ঘশ্বাসে
মরে সে নীরবে। এই-সব মূঢ় ম্লান মূক মুখে
দিতে হবে ভাষা-- এই-সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে
ধ্বনিয়া তুলিতে হবে আশা-- ডাকিয়া বলিতে হবে--
মুহূর্ত তুলিয়া শির একত্র দাঁড়াও দেখি সবে,
যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমা চেয়ে,
যখনি জাগিবে তুমি তখনি সে পলাইবে ধেয়ে;
যখনি দাঁড়াবে তুমি সম্মুখে তাহার, তখনি সে
পথকুক্কুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে;
দেবতা বিমুখ তারে, কেহ নাহি সহায় তাহার,
মুখে করে আস্ফালন, জানে সে হীনতা আপনার
মনে মনে।

৪| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো লাগলো।চলুক....

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৭

ফকির আবদুল মালেক বলেছেন: ভালো লাগার উপর কথা নাই। তবে চলুক, আশা করি আপনাকে পাব আমার ছোট ছোট কথাগুলিতে।

আপনিও কিছু বলুন।

৫| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: ধর্ষন জিনিসটা আমাকে ভাবায়। ক্ষমতা থাকলে আমি ধর্ষকদের সাথে সাথে মৃত্যুর ব্যবস্থা করতাম, মানবধিকারের কথা ভাবতাম না।

৩১ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৪৪

ফকির আবদুল মালেক বলেছেন: ধর্ষণের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থাগ্রহন না করা পর্যন্ত এই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আপনার চিন্তাভাবনা সঠিক বলে মনে করি।

৬| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৬

শামচুল হক বলেছেন: ভালো লাগল, পোষ্টের জন্য ধন্যবাদ

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৮

ফকির আবদুল মালেক বলেছেন: ভালো লাগলে তাহার উপর কথা নাই। আপনাকেও ধন্যবাদ।

ছোট ছোট কিছু কথা আপনিও বলুন।

৭| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪১

বিএম বরকতউল্লাহ বলেছেন: সচিত্র অর্থবহ লেখা। পড়ে ভাল পাইলাম।
শুভেচ্ছা রইল।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:০২

ফকির আবদুল মালেক বলেছেন: ধন্যবাদ। ছোট ছোট করে আপনিও কিছু বলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.