নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফকির আবদুল মালেক

ফকির আবদুল মালেক

আমি এক উদাস ফকির তারা দানা তসবী গুনিপ্রাণীসম দেহ মাঝে মানুষ নামে স্বপ্ন বুনি

ফকির আবদুল মালেক › বিস্তারিত পোস্টঃ

ছোট ছোট কথামালা-৭

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮

এক.


ওয়ারীতে 'বন্দুকযুদ্ধে' কিশোর নিহত

রাজধানীর ওয়ারী এলাকায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রাকিব হাওলাদার নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, ১৯ বছর বয়সী রাকিব পেশাদার ছিনতাইকারী। সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র খন্দকার আবু তালহা হত্যার প্রধান সন্দেহভাজন।

সমকালে শনিবার, ০৭ এপ্রিল ২০১৮,২৪ চৈত্র ১৪২৪ প্রকাশিত খবরটি আমার অশ্রু জড়ালো।

দুই.



আল জাজিরা খবরটি কাভার করেছে, এছাড়া নিউ ইয়র্ক টাইম কভার করেছে। সেখানে তারা স্বীকার গ্যাছে, ৭০ থেকে ১০০ জন আফগান বিমান হামলায় মারা গ্যাছে যার মধ্যে বড় অংশ শিশু এবং কিশোর হাফেজ।
প্রথম আলোর প্রথম পাতায় খবরটি আসে নাই।

পশ্চিমা মেইন স্ট্রিম মিডিয়া গুলোর অবস্থান হচ্ছে, হামাস টেররিস্ট তাই, গাজাতে যে কাউকে মেরে হামাস বলে অভিযুক্ত করলে সেই খানে আর অপরাধ থাকেনা ।

রোহিঙ্গাদের উপরে গন হত্যা হয়েছে, তাদের মধ্যে অনেককে মেরে জ্যান্ত আগুনে পোড়ানো হয়েছে, সেইটা ফাঁস করেছে রয়টারের এক্ সাংবাদিক- সারা বিশ্ব রোহিঙ্গাদের উপরে এই গন হত্যা ;নীরব সম্মতি দিয়েছে কারন, রোহিঙ্গারা মুসলমান।

আমরা যারা মুসলমান আমাদেরকে এখন প্রতি মুহূর্তে প্রমান করতে হয় আমরা সন্ত্রাসি না।
কিন্ত আমরাই সন্ত্রাসি হামলার সব চেয়ে বড় শিকার।

তিন.



খালেদাকে জড়িয়ে ধরে কাদলেন হাসিনা শিরোনামে ফেসবুকে ছবিটি ছড়িয়ে পরলে আমি ভাবলাম ছবিটি হয়ত সত্যি নয়, ফটোসপের কারসাজি। কিন্তু না ছবিতে না আছেন হাসিনা, না আছেন খালেদা। এ ধরনের ছবির প্রতি মানুষের এত লাইক!! এখনও। এক সময় ভাবা হতো, দুই নেত্রী এক হলে বাংলাদেশে অনেক পজেটিভ কিছু ঘটতে পারে।

চার.



৪ ফেব্রুয়ারি ২০১৬ সালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক "বাংলাদেশ ব্যাংকের" অ্যাকাউন্ট থেকে ১০ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ৮০৮ কোটি টাকা ( আটশত আট কোটি টাকা) ডিজিটাল পদ্ধতিতে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা হয় যা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত ছিল। ফেডারেল রিজার্ভ ব্যাংকের বাংলাদেশ একাউন্ট থেকে চুরি হওয়া ১০০ মিলিয়ন ডলার ফিলিপাইনের জুয়া বাজারে পাওয়া গেছে। এ অর্থ পাচার ফিলিপাইনের ইতিহাসে সর্ববৃহ অর্থ পাচার ঘটনা। ফেডারেল রিজার্ভ ব্যাংক ৮৭০ মিলিয়ন ডলার লেনদেন অবরোধ করে।

আচ্ছা এই যে ব্যাংকের টাকা লুট হচ্ছে এতে আমার টাকা আছে কি? আপনার?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রথম ছবিটি কার??

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

ফকির আবদুল মালেক বলেছেন: Click This Link

২| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৪

নতুন বলেছেন: দেশের সব রাজনিতিক নেতাই অস্রধারী সন্ত্রাসী.... তাদের বড় বড় নেতাদের আমরা এমপি,মন্ত্রী বানিয়ে দেশ চালাতে পাঠাই....


দেশই যখন তারা দেখাশুনা করে... তখন বাংলাদেশ ব্যাংকের টাকা কার এটা আর জিঙ্গাসা না করলেও চলে।

০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৩

ফকির আবদুল মালেক বলেছেন: নেতাপ্রজাতন্ত্র সরকার!

আমার আর আপনার নয় তো? ওকে ফাইন, তাহলে চলুক চলছে যেমন।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৫

নতুন বলেছেন: নেতাপরিবারতন্ত্রী সরকার।

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৪

ফকির আবদুল মালেক বলেছেন: আপনারটা সঠিক অর্থবোধক হয়েছে।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফটোশপের কারসাজিতে খালেদা জিয় ও শেখ হাসিনা এক হয়ে গেছেন।

আর আমরা তাই নিয়ে পড়ে আছি!

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৬

ফকির আবদুল মালেক বলেছেন: এটা অবশ্য ফটোশপের কারসাজি নয়। এই ছবিটি সত্যি কিন্তু খালেদা হাসিনা কেউ নেই। আছে অন্য কেউ।

মানুষ কি এক অদ্ভুত কারণে এখনও দুজনকে একসাথে দেখতে ভালোবাসে। আশ্চর্য!!

৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
ফটোশপে দেশ থেকে শাপ ও সাপ দুটোকে বিতাড়িত করা গেলে দেশটা কত সুন্দরই না হতো!!!

০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৮

ফকির আবদুল মালেক বলেছেন: সুন্দরের শেষ নাই। আবার কোন গায়ক না গেয়ে উঠেন- আগে কি সুন্দর দিন কাটাইতাম।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০১

শাহিন বিন রফিক বলেছেন: সুন্দরের শেষ নাই। আবার কোন গায়ক না গেয়ে উঠেন- আগে কি সুন্দর দিন কাটাইতাম।

আমাদের দেশে এরকম বকগায়কদের অভাব নাই। তাদের জন্য দেশটা আজ বারোর ঘরে।

০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

ফকির আবদুল মালেক বলেছেন: নতুন শব্দ পেলাম। বকগায়ক। আমি ভাবলাম বক গায়ক।

দেশটা এগুচ্ছে বলে জোর প্রচারণা চলছে। উন্নয়ন কি তবে বারতো!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.