নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরিদুর রহমান

ফরিদুর রহমান

ফরিদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

একটি চুম্বন দিয়ে চালাকি করো না: সিলভিয়া প্লাথ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

একটি চুম্বন দিয়ে কখনো আমার সাথে করো না চালাকি

পাখিদের এখানে আবাস- এমনই তো করেছিলে ভান

মৃত্যুপথযাত্রী তার ঘৃণা ও অবজ্ঞা দেবে ধরে ফেলে ফাঁকি।



পাথরও মুখোশ হতে পারে, হৃদয়ে না থাকে যদি মন

ভেনাসের কামার্ত শয্যায় হতে পারে কুমারীর আশ্চর্য উত্থান

চালাকির করো না চেষ্টা কখনো আমাকে দিয়ে একটি চুম্বন।



রোগিদের যন্ত্রণাও নিজেরই করেন দাবী মহান ডাক্তার

আহত মানুষ যখন সত্যি তার মতামত জেনে নিতে চায়

মৃত্যুপথযাত্রীটিও ঘৃণা আর উপহাসই দেবে উপহার।



প্রত্যেক অকৃতদার সক্ষম পুরুষই করে পক্ষাঘাতে ভয়

বৃদ্ধা সেবিকা সারাদিন চিলেকোঠা চিৎকারে মাতায়

একটি চুম্বন দিয়ে চালাকির চেষ্টা আর কখনোই নয়।



ভদ্রবেশী সনাতন সাপেরা শপথ করে দেবে স্বর্গসুখ

নশ্বর মানব শিশুকে, যারা আছে আনন্দের দীর্ঘ প্রতীক্ষায়

মৃত্যুপথযাত্রীটিও তাতে ঘৃণায় ফিরিয়ে নেবে মুখ।



আজ হোক কিংবা কাল কিছু তো যাবেই চলে বিভ্রান্তির হাতে

গানের পাখিরা সব সংসার গুছিয়ে নিয়ে দূরে উড়ে যায়

সুতরাং করো না চেষ্টা একটি চুম্বন দিয়ে আমাকে ভোলাতে

মৃত্যুপথযাত্রীটিও ঘৃণা ও বিদ্রুপই দেবে তাতে।



অনুবাদ: ফরিদুর রহমান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.