নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরিদুর রহমান

ফরিদুর রহমান

ফরিদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

তালেবানে বাংলা

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭

কোথা আফগান কোথায় ইরান

কে বলে তা বহুদূর

আমাদেরও বুকে তালেবানি জোশ

দু চোখে জেহাদী নূর!



ঈমানী ঝাণ্ডা ইরাকে মিশরে

উড়িয়ে এসেছি বাংলার ঘরে

আমার স্বপ্নে শহীদি ওফাত

সম্মুখে শত হুর!



দেশে হয়ে যাবে ফরমান জারি

‘বেদ্বীন বেলাজ বেপর্দা নারী

তোমার জন্যে রন্ধনশালা

নিভৃত অন্তপুর!’



রবি নজরুল জীবনানন্দ

সবার শরীরে কুফরি গন্ধ

আমরা এনেছি বুলন্দ আওয়াজ

কণ্ঠে দাওয়াতী সুর।



খোকা ও জাফরÑ মোশারফ মখা

আমাদেরও আছে তৌহিদী সখা

সাথে বড় পুঁজি হেফাজতে হুজি

রাজাকারে ভরপুর।



কলা রুটি আর দেদার বিরানী

স্বৈরাচারের সুশীতল পানি

হাত বাড়ালেই মেহমানদারী

পথে পথে বন্ধুর।



চাচা ও মামাতে শিবিরে জামাতে

যেখানে যা পাই দু হাতে কামাতে

সব মিলে মিশে একাকার হয়ে

হেফাজতী চানাচুর।

নাচিয়ে লাঙুল চুষেছে আঙুল

সরকার বাহাদুর!

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

স্বাধীন জামিল বলেছেন: ভালোই বলছেন।

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: Click This Link

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: দু:খজনক। এভাবে আর লাই দেয়া যাবে না। দেশের প্রশ্নে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮

কাফের বলেছেন: চরম! হইছে

জিহাদের পথে হাটা মানে বেহেসতের পথে হাটা দেওয়া
অতএব দৌড় দেন

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

তনুদ্‌ভব বলেছেন: সুন্দর খুব সুন্দর। দায়িত্ববান নাগরিকের সাথে সহমত।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

সত্য কথা বলি বলেছেন: শাহবাগী বিরিয়ানি আর বাদর নাচানাচি
আর বেশী দূর নয় পতন কাছাকাছি ।
মদ আর নারী নিয়ে চলছে খেলা
শাহবাগে বসেছে এক রঙের মেলা ।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৯

সত্য কথা বলি বলেছেন:



শাহবাগী বিরিয়ানি আর বাদর নাচানাচি
আর বেশী দূর নয় পতন কাছাকাছি ।
মদ আর নারী নিয়ে চলছে খেলা
শাহবাগে বসেছে এক রঙের মেলা ।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: তাই আজি আওয়াজ
যত বাঙ্গালির মুখে চুন কালি বজ্র নিনাদে
পুড়ে খাক হয়ে যাক অন্তর খানি
ময়লা হাসিতে চক্ষু লজ্জায় কাঁদে

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮

তনুদ্‌ভব বলেছেন: এক পুঁটির তিন ফাল। মানুষের ভক্তি উঠে গেছে আলেমদের ওপর থেকে। বলে- আল্লাহর কসম, আমাদের সাথে কোন জামাত শিবির নাই। কি মিথ্যুক! ছি ছিছি! বমি আসে এদের দেখলে এখন। আর এদের সমর্থকরা কেমন করে এদের সহ্য করে, যারা নিজেদের টাকার কাছে বিক্রি করে দেয়!

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

হোমারদা বলেছেন: অসাধারন। দারুন লিখেছেন।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭

ফরিদুর রহমান বলেছেন: যাঁরা মন্তব্য করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ। @ সত্য কথা বলি: সত্য কথা বলার সাহস থাকলে স্বনামে বলাই ভাল নয় কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.