নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলার গান গাই

মোহাম্মদ ওমর ফারুক

আমি যে কি সেটা এখনও অনাবিষ্কৃত। কেউ এসে যদি আমায় আবিষ্কার করতো ! [email protected]

মোহাম্মদ ওমর ফারুক › বিস্তারিত পোস্টঃ

কবিতা - সবিতা

২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৭





একটি কবিতা লিখবো বলে-
যৌবন অবধি বসে আছি
আমার সুখের দাঁড়িতে পাক ধরেছে
জীবন থাকতেই জীবন চলে গেল।
অথচ কবিতা-ই আমার সব।

একদিন কবিতাকে বললাম-
আমি যদি কবি হই
তুমি কি কবিতা হবে ?
ভুবন †ভালানো অথচ নির্মম এক হাসিতে
কবিতা বললো - ‘আস্সালামু আলাইকুম
আমি আপনার ছােট বােনের মত’।

কবিদের অনেকেই নাকি প্রতিবাদী হয়।
কিন্তু, কবিতার সাথে কি প্রতিবাদ খাটে ?
আরে - কবিতা - ই - তাে আমার সব।

কবিতার স্বপ্নে স্বপ্নদোষী হয়েছি
একদিন কবি হব বলে-
সবিতা’র কাছেও অন্যায় আবদার করলাম।
সবিতা আমার কবি সত্ত্বায় আঘাত করল।
বলল ‘কবি হতে কবিতা লাগে না -
সরকারের তােষামোদি করেন -
দেখবেন অটোমেটিক.............’।

লালদীঘির মাঠে কবিতার ঢঙে
প্রায়ই কবিতা শােনা যায়।
ব্রিটিশ অবধি বাংলাদেশ
কবিতার নেইকো শেষ।
জনবহুল মাঠে কবিতা ছন্দ পায় না।

একটি কথা কবিতাকে আমি
এখনও বােঝাতে পারিনি যে -
নিরবতাই কবি’র একমাত্র অবলম্বন -
কবিতাকে সেখানেই মানায়।

অথচ জনারণ্যে কবিতা’র অপব্যবহার
আহ! কি নির্মম
আমি কবি হতে পারিনি
অথচ কবিতা - ই আমার সব।


মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:২৮

তাসনুভা তাবাসসুম নাবা বলেছেন: "ভুবন ভোলানো অথচ নির্মম এক হাসিতে
কবিতা বললো - ‘আস্সালামু আলাইকুম
আমি আপনার ছােট বােনের মত’।"

বাহ বাহ :-B

২| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এমন লিখলে সরকারের তোষামোদি লাগবেনা আমি বলে দিলাম, হা।

অনেক সুন্দর কথামালায় সাজানো 'কবিতাই আমার সব'

শুভকামনা রইল কবি ভাইয়ের প্রতি।

৩| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

জুনিয়ার ব্লগার বলেছেন: সুন্দর কবিতা

৪| ২৯ শে মে, ২০১৭ রাত ৮:১৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভালো লাগলো +++


বলল ‘কবি হতে কবিতা লাগে না -
সরকারের তােষামোদি করেন -
দেখবেন অটোমেটিক.............’।
সেই কবি হয়ে লাভ কি?!!

৫| ৩০ শে মে, ২০১৭ রাত ৮:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +

৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৯

ভূতুড়ে বাবু বলেছেন: মনের কোনে লাগলো, কবির ভাব-
কবির কবিতাই আজ
কবির বেদনার আহার।
তব কবি কবিতার জন্য লেখে-
লেখে মনের আকুতি
কত রঙে কত রূপে-
শেষ নেই তাহার....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.