নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলার গান গাই

মোহাম্মদ ওমর ফারুক

আমি যে কি সেটা এখনও অনাবিষ্কৃত। কেউ এসে যদি আমায় আবিষ্কার করতো ! [email protected]

মোহাম্মদ ওমর ফারুক › বিস্তারিত পোস্টঃ

হৃদয় বিষয়ক পদাবলী

১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪



১.
আমার যদি নাইবা থাকে কিছু,
তবে নিলা কেন পিছু ?
তোমার যদি থাকে একটা মন,
তবে ভালোবাসতে আর কী প্রয়োজন ?

২.
কিছু কি আর থেমে থাকে ?
যেমন থামেনা সৃষ্টি।
পেরেছ কী থামাতে তুমি -
আজ দুপুরের বৃষ্টি ?

৩.
যেদিন আমি বলব বিদায়
শুণ্যের হাটে তোমায়,
সেদিন তুমি খুঁজবে শুধু
জীবন ঘাটে আমায়।

৪.
আমি যদি তুমি হতাম,
তুমি হতে আমি
রাত গভীরে বুঝতে তুমি
আমার পাগলামী।

৫.
মাথা আমার কবিতায় ভরা,
হবে তুমি দিশেহারা।

৬.
নিষেধের ঘরে
ভালোবাসা, ভালোবাসি।
বিবেকের ঘরে
রেফারির বাঁশি।

৭.
শব্দগুলো যেমন তেমন,
ছন্দ এলোমেলো।
এত অন্ধকারের মাঝে -
যেন তুমি আলো।

৮.
খোলা ফোনে,
খোলা মনে,
খোলা হয়না সব।
খুলেই যদি দিলাম সব-ই,
খোয়া যাবে সব।

৯.
তুমি আসবে বলে -
সকালগুলো আসে না।
তুমি আসবে বলে -
রাতগুলো কাটে না।

১০.
এমন দুপুরে তুমি নাই,
তুমি ওই মেঘের ভেলায়।
এমন বর্ষায় তুমি নাই,
আমার দু’বুক ফেটে যায়।

১১.
দুই দেহেতে এক হৃদয়,
দুই জীবনের কষ্ট।
দুই মনেতে এক স্বপন,
দুই জীবন নষ্ট।

১২.
শুধু বন্ধু বলেই -
সব ভুল ভুল নয়,
সব ব্যথা ব্যথা নয়,
সব কথা কথা নয়,
কিছু তার ফুল হয়ে ফুটে রয়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪১

স্রাঞ্জি সে বলেছেন:




আহা! প্রেম কাব্য।

২| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১০

মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: ধন্যবাদ

৩| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০০

হাসান রাজু বলেছেন: যেদিন আমি বলব বিদায় শুণ্যের হাটে তোমায়,
সেদিন তুমি খুঁজবে শুধু জীবন ঘাটে আমায়।


:) :) :) ভালো লাগছে ।

৪| ১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০১

মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: ধন্যবাদ।

৫| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৩

মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: Thanks

৬| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪২

সনেট কবি বলেছেন: সুন্দর।+

১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৩

মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: Thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.