নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাবেদারী মুক্তির ইতিহাস

ফেনী বুলবুল

ফেনী বুলবুল › বিস্তারিত পোস্টঃ

নষ্ট ইতিহাসের গল্প

১২ ই মে, ২০১৬ সকাল ১০:৩৪


যেখানে ক্ষমতা আছে সেখানেই আছে নষ্ট ইতিহাসের গল্প। ক্ষমতার অপপ্রয়োগের নিষ্ঠুর কষাঘাতে যে পড়েছে সেই জানে অধিনস্থদের রক্তক্ষরণের করুন চিত্র।ক্ষমতার সাথেই আছে স্বার্থান্ধদের অদ্ভুত স্বার্থপরতার লুকোচুরি। দু:খজনক চিরন্তন সত্য হলো ক্ষমতা চিরদিন থাকেনা। স্বার্থ দিয়ে সব অর্জন সম্ভব না। যখন মন ভেংগে যায় কোন ক্ষমতাই পারেনা মন জয় করতে। তবুও নিজ স্বার্থের কারনে মানুষ খুব কাছের মানুষের ক্ষতি করতে মানুষের বিবেকে বাঁধে না। অভিশাপ আর দীর্ঘশ্বাস কে অবজ্ঞা করলেও জীবনের কোন সময়ে কোন পথে কোন পরিচয়ে নিজ অস্তিত্বের জানান দিবে কেউ জানে না। চারিদিকে অজস্র স্বার্থপর আর বিবেকহীন গল্প যেমন ধৈর্যশীল করে তেমনি অনেক বড় পুরস্কারের পথ তৈরী করে দেয়। তাই চলার পথে স্বার্থপর, বিবেকহীন,লোভী, হিংসুটরা এগিয়ে যাওয়ার সব পথরোধ করতে পারে কিন্তু মহান সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত সৌভাগ্যের পথ পাথুরে করতে পারেনা।নশ্বর পৃথিবীর ক্ষনিকের জীবনে মানুষের প্রতি মানুষের ভালবাসা,সম্মান,সুন্দর বোধ গুলোই টিকে বাকি কিছু সময়ের গর্ভে হারিয়ে যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.