নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাবেদারী মুক্তির ইতিহাস

ফেনী বুলবুল

ফেনী বুলবুল › বিস্তারিত পোস্টঃ

আগামী বাংলাদেশ হবে কর্পোরেট বাংলাদেশ !

১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬

রাজনীতি করবে রাজনীতিবিদরা নমিনেশন পাবে ব্যাবসায়ীরা, বলি রাজনৈতিক দলের আর দরকার কি?

আগামী বাংলাদেশ হবে কর্পোরেট বাংলাদেশ !
আজকের দিনে প্রত্যেকটি কর্পোরেট গ্রুপ অব কোম্পানী রাজনৈতিক দলগুলোকে নিজেদের করে নিচ্ছে, ফলে তারা প্রত্যেকে এখন এক বা একাদিক ব্যাংক, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, এফএম মিডিয়া, অনলাইন পোর্টালের মালিক হয়ে ব্যবসা এবং রাজনীতি দুইটাকেই নিজেদের স্বার্থে ব্যবহার করছে। অনেক মন্ত্রী এবং অনেক গ্রুপ অব কোম্পানী এখন দুজন দুজনার মতো।

অদুরভবিষ্যতে বসুন্ধরা, যমুনা, এসআলম, বেঙ্গল, মেঘনা,পারটেক্স, গ্রামীণ ফোন, বাংলালিংক ও রবির মতো কোম্পানীরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের স্পন্সরশীপ নিয়ে তাদের ক্রয়কৃত নেতাদের মাধ্যমে রাজনৈতিক দলগুলো গঠন করে জাতীয় সংসদের নির্বাচনকে একটি বানিজ্যিক গেমে রূপান্তরিত করবে। T20 ক্রিকেটের আসর BPL(Bangladesh Premier League) এর আদলে ৩০০ আসনের সংসদ নির্বাচন এর গেম MPL (Member of Parliament League)হবে। যাদের দল জিতবে তাদের দল হতে সরকার হবে মন্ত্রী হবে। মন্ত্রীরা কোম্পানির ব্যবসার স্বার্থে রাষ্ট্রনীতি ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করবে তথা তাদের পাওয়ার কোম্পানির লাভ মাথায় রেখে বিদ্যুতের দাম নির্ধারন করবে, পাম অয়েলকে সয়াবিনের ধরে বিক্রি করবে, পঁচা চাল পঁচা গম আমদানি করবে, পিয়াঁজের এলসি বন্ধ করে স্টকের পিয়াঁজ চারগুণ দামে বিক্রি করবে। নদী বিহীন ব্রিজ, রাস্তা বিহীন কালভার্ট, উড়াল নামে জ্যামের সেতু নির্মান করে উন্নয়নের নামে কোম্পানির উন্নতি আর নেতাদের দূর্নীতি অব্যাহত রাখবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: এই কর্পোরেট মানূষের সব কেড়ে নিবে।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

কামরুননাহার কলি বলেছেন: কিছু বলার নাই এদের ।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯

তারেক_মাহমুদ বলেছেন: সঠিক বলেছেন, রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.