নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাবেদারী মুক্তির ইতিহাস

ফেনী বুলবুল

ফেনী বুলবুল › বিস্তারিত পোস্টঃ

মান বাঁচিয়ে চলার এক নীরব যুদ্ধ

২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭

গত দুইদিন গ্রামের বাড়ি ছিলাম। ২০০১ সালে বিএনপি ক্ষমতা আসার পর হতে আমি দল হতে পরিত্যক্ত, বাড়িতে এবং এলাকার রাজনৈতিক লোকজনের সাথে অনিয়মিত। নতুন উঠতি তরুনদের সাথে আমার কোন পরিচয় নেই এবং অতীত অভিজ্ঞতার আলোকে পরিচিত হওয়ার কোন আগ্রহও হয় না।গত দুইদিনের একদিন বাজারে ঘুরলাম একদিন বিয়ের দাওয়াত খেলাম (দাওয়াত ছাড়াই)। এখনও পরিচিতদের সাথে দেখা হলে সবাই আগের মতোই মায়া মমতা এবং আবেগ দেখায় যা সত্যিই আন্তরিক। সমাজের বেশিরভাগ লোক সত্যিই ভালো মানুষ।টুকটাক যেটুকু কথা হল সবার সাথে তাতে বুঝলাম রাজনীতির দোহাই দিয়ে রাজনৈতিক দলগুলো বিশেষ করে সরকার দলের বিভিন্ন অঙ্গ সংগঠন তথা ছাত্রলীগ-যুবলীগের সীমিত সংখ্যক প্রোডাক্টের নেতৃত্বে সমাজ আজ অসভ্য, মাস্তান এবং মাদকের অভয়ারন্যে পরিনত হয়েছে। জনপ্রতিনিধিরা, রাজনৈতিক নেতারা যেখানে শিশু, কিশোর এবং তরুনদেরকে আদব-কায়দা, নীতি-নৈতিকতা, সততা-সামাজিক মুল্যবোধ শিক্ষা দেয়ার কথা সেখানে আজ তার শুধু বিপরীত চিত্রই নয় বরং তথাকথিত নেতাদের সাথে থাকে কিছু অসভ্য জানোয়ার স্থানীয় ভাষায় তাদেরকে বলে “স্কারাপ”।এই স্কারাপদের ব্যবহার করেই তথাকথিত নেতাদের কামাই রোজগার।স্কারাপরাই আঞ্চলিক নেতা তাদের কাজই হচ্ছে সাধারণ মানুষকে হয়রানি করে, বিপদে ফেলে, ফাঁদে ফেলে টাকা নেয়া। তাদের কাছেই জিম্মি হয়ে গেছে সমগ্র সমাজ ব্যাবস্থা।দুঃখজনক হলেও সত্য কিছু শিক্ষিত এবং ভালো মানুষ হিসেবে পরিচিত লোকজনও এই তথা কথিত নেতা এবং স্কারাপগুলোকে সমর্থন দেয় শুধু মাত্র রাজনৈতিক বিবেচনায়। অন্যদিকে সাধারণ মানুষগুলোর চলছে মান বাঁচিয়ে চলার এক নীরব জীবনযুদ্ধ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯

মোস্তফা সোহেল বলেছেন: বর্তমানে রাজনৈতিক ক্ষমতা কতটু প্রভাব ফেলছে সমাজে তা হয়তো অনেকের কল্পনার বাইরে।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২

বিজন রয় বলেছেন: মান বাঁচানো খুব কঠিন আজকাল।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:



আপনাদের সময়, আপনারা ভালোদের জন্য স্হান প্রস্তুত করেছিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.