নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কারখানা

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায়

কাকপাখী

Better to reign in Hell than to serve in Heaven"

কাকপাখী › বিস্তারিত পোস্টঃ

এসএমই ঋনের নামে এই রক্ত বানিজ্য আর মধ্যবিত্তের মেরুদন্ড ভাঙ্গার নৃসংস খেলা বন্ধ হোক !

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৪৪



কোন এক ব্যাংকের পরীক্ষাতে প্রশ্ন করেছিল দারিদ্রতা বিমোচনে বেসরকারী ব্যাংকের ভুমিকা কি ?বলেছিলাম কোন ভুমিকাই নেই ।প্রস্টিটিউটের সাথে প্রেম করার একমাত্র উদ্যেশ্য হল ফ্রি খাওয়ার ধান্দা ।তেমনি বেসরকারী ব্যাংকগুলো দারিদ্র বিমোচনের নামে যেটা করে সেটা হলো কালো টাকা সাদা করার একটা সহী ধান্দা ।একটা এস এম ই লোনের ইনটারেস্ট যদি ১৯ পার্সেন্ট হয় তবে সেটা কিভাবে দারিদ্র বিমোচন করবে আমি বুঝি না ।১ লক্ষ টাকা ইনভেস্ট করে তাকে ১৯শ টাকা শুধু ব্যাংকেই লাভ দিতে হবে তারপর নিজের শ্রম মেধা আর যোগ্যতার কি মুল্য তারা অর্জন করতে পারে ?এই ক্ষুদ্র ঋনগুলো সাধারনত নিম্নমধ্যবিত্ত মানুষগুলোই ভাগ্যের চাকা ঘোরাতে নিয়ে থাকে ।অথচ একসময় পারিপার্শিক সামাজিক অব্যাস্থাপনা ,রাজনৈতিক অস্থিরতা সর্বোপরি ক্ষুদ্র ব্যাবসায়ে মন্দার কারনে আর ব্যাংক চড়া সুদের জালে আটকা পরে অবশিষ্ট ভিটা বাড়ী জমি বিক্রি করে দেনা শোধে সর্বশান্ত হয় ।নিম্নমধ্যবিত্ত মানুষগুলো এই ঋনের মাধ্যমে সর্বশান্ত হয়ে দারিদ্র সীমার নিচে চলে যায় ।



দেশের মধ্যবিত্তের মেরুদন্ড এভাবেই ভেঙ্গে ফেলা হচ্ছে ।দেশের ৯০ ভাগ টাকা কেবল ৫ ভাগ মানুষের হাতে চলে গেছে ।বাদ বাকী যা আছে তা চড়া সুদে আমানত সংগ্রহ চলছে ।ব্যাংকে ১ লক্ষ টাকা আমনত রাখলে ব্যাংক আপনাকে প্রতি মাসে ১৩ শতাংশ (কোন কোন ক্ষেত্রে তার থেকেও বেশী ) হিসাবে ১৩০০ টাকা লাভ দিবে !তাহলে আর ব্যাবসার ঝুকি নিয়ে লাভ কি তাই মানুষ নিরাপদ ভেবে অতি লোভে কর্মবিমুখ হয়ে ,কোন ব্যাবসায়ে বিনিয়োগ না করে ব্যাংকে টাকা গচ্ছিত রেখে তার লাভ দিয়ে সংসার চালায় ।এতে একদিকে যেমন আমরা অলস হয়ে পড়ছি,ক্ষুদ্র বিনিয়োগ কমে যাচ্ছে অন্যদিকে সবথেকে বড় ক্ষতি হচ্ছে ৫০ ভাগ মধ্যবিত্ত জনসমস্টির উপর ।ব্যাংক আপনাকে এই ১৩শ টাকা তারা শশুর বাড়ী থেকে এনে দিচ্ছে না ।আপনার টাকাটাই অন্যপক্ষের কাছে ১৯ শতাংশ হারে ধার দিচ্ছে ।১৩ আর ১৯ এর মাঝখানের ৬ শতাংশ চলে যাচ্ছে ব্যাংকের কোষাগারে !প্রতিটি ব্যাংকে হাজার হাজার কোটি টাকা অলস পড়ে আছে ।বড় কোন বিনিয়োগ চোখে পড়ছে না ।গরীবের এই রক্তচোষা টাকা আবার হাজার কোটি হিসাবে উপর তলার মানুষ কোলবালিশে নিয়ে লুট করছে !খুব অবাক লাগে ।



আজকে যদি কেবল আমানতের সুদের হার কমান হয় ।১৩ পার্সেন্ট থেকে ৫ পার্সেন্ট এ নামিয়ে দেয়া হয় তবেই যদি কিছু হয় !জনি অনেকে মেনে নিবেন না ।বলবেন তাহলে মানুষ তাদের টাকা রাখবে কোথায় ?আমি বলব রাখার দরকার কি ব্যাবসায়ে খাটান !ব্যাংকে থেকে বসে বসে সুদ নিচ্ছে ১৩০০ টাকা সেই টাকাটা ব্যাবসা করে উপার্জন করুন ।ক্ষুদ্র বিনিয়োগ শুরু হলো কর্মসংস্থান সৃস্টি হতে বাধ্য ।আপনাকে যখন ব্যাংক ৫ টাক লাভ দিবে তখন নিশ্চয়াই সে ১৯ পার্সেন্ট হারে ঋন দিবে না ।সর্বোচ্চ দিতে পারে ৮ শতাংশ হারে ।তবেই না একজন ঋনগ্রহীতা ব্যংকের দেনা শোধ করে ভাগ্যের চাকা ঘোরাতে পারবে ।আর দেশের ৬০ ভাগ মধ্যবিত্ত মানুষ যখন ব্যাংক নির্ভর কর্মবিমুখ না হয়ে অর্থনীতিতে ভুমিকা রাখতে শুরু করবে তবে সে দেশের মালএশিয়া কিংবা চীন হতে বেশী সময় লাগবে না ।



তাই সরকারের কাছে আমার দাবী হয় আমানতের উপর সুদের হার কমান নয়ত এসএমই লোনের নামে গরীবের রক্ত চুষে ধনীর গায়ে মখমলের চাদর বিছানোর ফর্মুলা বাদ দেন ।নয়ত দেশ থেকে কিন্তু একসময় মধ্যবিত্ত শ্রেনী বলে কিছু থাকবে না ।কিছু মানুষ বড়লোক আর সবাই গরীব হয়ে যাবে

মন্তব্য ৩২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই ভালো একটা ব্যাপার তুলে ধরেছেন। আসলে একটা দেশে যদি ইনভেস্টমেন্ট না হয়, সেই দেশ কখনও এগুতে পারে না। দিন দিন খালি মুদ্রাস্ফিতিই বাড়বে।

এই ব্যাপারে আরো তথ্য সংগ্রহন করুন। তাহলে ভালো একটা ফিচার হবে।

০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৫১

কাকপাখী বলেছেন: ধন্যবাদ ভাই !একবার ভাবুন তো কি চরম ভাবেই না ওরা আমাদের শোষন করছে যেন সেই মহাজনি ব্যাবস্থা ।ফলাফল সরুপ ধনীরা আরো ধনী হবে গরীবরা হবে আরো গরীব মাঝখান থেকে মধ্যবিত্ত পরিবারগুলো হারিয়ে যাবে ।

২| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৫৪

নিরব বাংলাদেশী বলেছেন: ১লক্ষ টাকার ১৯% ও ১৩% যথাক্রমে ১৯০০০ এবং ১৩০০০ টাকা হয় না?

০৯ ই জুন, ২০১৩ রাত ১:০৪

কাকপাখী বলেছেন: হমমম

৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:০০

শিপু ভাই বলেছেন:
চমতকার পোস্ট!!! দারুন ভাবে নিদারুন বাস্তবতা ফুটে উঠেছে লেখায়!!!
++++++++++++


তাই সরকারের কাছে আমার দাবী হয় আমানতের উপর সুদের হার কমান নয়ত এসএমই লোনের নামে গরীবের রক্ত চুষে ধনীর গায়ে মখমলের চাদর বিছানোর ফর্মুলা বাদ দেন ।নয়ত দেশ থেকে কিন্তু একসময় মধ্যবিত্ত শ্রেনী বলে কিছু থাকবে না ।কিছু মানুষ বড়লোক আর সবাই গরীব হয়ে যাবে

০৯ ই জুন, ২০১৩ রাত ১:০৫

কাকপাখী বলেছেন: সেটাই ভাই !পড়ার জন্য ধন্যবাদ ।

৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:২৫

ভাল্লুক আকবর বলেছেন: +++++++

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:১৫

কাকপাখী বলেছেন: ধন্যবাদ ভাই ।

৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:৩৪

দিনমণি বলেছেন: চরম কাজের কথা লিখেছেন...
কিন্তু ভাই যাদের ঠিক করার কথা সেই সরকারের বড় বড় নেতাই তো প্রাইভেট ব্যাংকগুলোর মালিক।
বিষয়গুলো শুধু মাথায় রাখেন, আমি আপনি যখন সেই জায়গামত যাব আমদের-ই চেঞ্জগুলো আনতে হবে।
শুধু খোদার কাছে প্রার্থনা ততদিনে নিজেরাই যেন চেঞ্জ হয়ে না যাই...

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:১৭

কাকপাখী বলেছেন: যেদিন মনে হবে আমরা পারব ঠিক সেদিনই বাঙ্গালীর অর্থনীতির জাগরন হবে

৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:৫১

একজন বাংলার ছেলে বলেছেন: monthly its not 13%,it should be 1.3% per month according to you.

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:১৯

কাকপাখী বলেছেন: এসএমইর ইনস্টলমেন্ট বা ইএমআই মাসিক ভিত্তিতেই ইন্টেরেস্ট চার্য করা হয় ।যতদুর আমি জানি ।

৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:৫৩

একজন আরমান বলেছেন:
ভালো একটা বিষয় তুলে ধরেছেন ভাই।
সরকারের এই দিকে নজর দেওয়া উচিত।

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:১৯

কাকপাখী বলেছেন: জানি সরকার নজর দেবে না ।সরকারকে নজর দেয়াতে হবে

৮| ০৯ ই জুন, ২০১৩ রাত ২:০০

হৃদয় রিয়াজ বলেছেন: ভাল বলেছেন তবে আশাবাদী হতে পারছি না কারণ ভাল করেই জানি পলিসি মেকাররা জীবনেও এগুলো আমলে নিবে না।

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:২০

কাকপাখী বলেছেন: আপনার মতো আমিও আশাবাদী হতে পারছি না ।সত্যি বলছি ।

৯| ০৯ ই জুন, ২০১৩ রাত ২:১৫

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাললাগা পোস্টে।
তবে এগুলো নিয়ে ওরা কেউ কি ভাবে!

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:২১

কাকপাখী বলেছেন: মাত্র ৫ ভাগ লোক ভাবে না কিন্তু ৯৫ ভাগ মানুষ ভাবে ।অথচ কোন কিছু করার ক্ষমতা ঐ ৫ ভাগ লোকের হাতেই থাকে ।

১০| ০৯ ই জুন, ২০১৩ রাত ২:১৫

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাললাগা পোস্টে।
তবে এগুলো নিয়ে ওরা কেউ কি ভাবে!

১১| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:১১

বটের ফল বলেছেন: পোষ্টে ভালোলাগা।

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:২১

কাকপাখী বলেছেন: ধন্যবাদ ।

১২| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

পৃথিবীতে উন্নত দেশগুলোতে সাধারনত আমানতের উপর এত উচ্চ সুদ ধার্য করা হয় না অনেক ক্ষেত্রে কোথাও কোথাও সুদ না দিয়ে বরং তার আমানতের সুরক্ষা দেবার জন্য চার্জ নেয়া হয়।

বাংলাদেশের অর্থনীতির চরম বিপর্যয় হবে যদিনা বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে না উঠে। ব্যাংক গুলো তার অবাস্তব ব্যাংকিং সিস্টেমের কারনে নিজের লাভ ঠিকই করছে কিন্তু দেশকে করে তুলছে পঙ্গু। গড়ে উঠছে না কোন ইন্ডাস্ট্রি। মানুষ শুধু তার টাকা অলস ফেলে রেখে বসে বসে সুদ খাচ্ছে।

আমি বাংলাদেশের কিছু এন জিও ও আর্থিক প্রতিষ্ঠান দেখেছি যারা বিদেশ হতে অর্থ সহযোগিতা পেয়ে এবং মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে ব্যাংক গুলোতে অধিক হারে সুদ নিয়ে আমানত রেখে দিচ্ছে। যেখানে সেই অর্থ দিয়ে করার কথা কর্মসংস্থান সেখানে কোম্পানির লাভ গুনছে ব্যাংক থেকে সুদ খেয়ে। এখানে সেই সব বড় বড় প্রতিষ্ঠানের নাম সঙ্গত কারণেই নিলাম না।

এই ব্যাপারে চাই সঠিক এবং বাস্তব সম্মত নীতিমালা প্রণয়ন এবং চাই এর সঠিক প্রয়োগ।

আপনার এই পোস্টের জন্য ধন্যবাদ।

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:২২

কাকপাখী বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই ।তবে এ বিষয়ে আপনার বিস্তারিত পোস্ট চাই ।

১৩| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: চমতকার পোস্ট!!! দারুন ভাবে নিদারুন বাস্তবতা ফুটে উঠেছে লেখায়!!!
++++++++++++

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:২৩

কাকপাখী বলেছেন: ধন্যবাদ ভাই।

১৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:২৬

বিশ্বাস করি 1971-এ বলেছেন: জটিল সরল একটা লেখা। এসএমই ব্যাঙকারদের গদাম।

১০ ই জুন, ২০১৩ রাত ১২:৪৪

কাকপাখী বলেছেন: আমি নিজেই একজন ব্যাংকার !নিজের অসহায়ত্বের কথা এভাবেই বলছি ।আমাকে গদাম দিয়ে হবে কি !পলিসি মেকারদের গদাম দিন ।

১৫| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:২৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এই পোস্টে ঢোকার অন্যতম কারণ খুব মজার একটা কথা চোখে পড়ল, 'প্রস্টিটিউটের সাথে প্রেম করার একমাত্র উদ্যেশ্য হল ফ্রি খাওয়ার ধান্দা'। কিন্তু এর পরের লাইনের সাথে এমন কী পুরো লেখার সাথে এই কথার কোনো মিল পাইনি। হয়তো আমি বুঝিনি।

১০ ই জুন, ২০১৩ রাত ১২:৪৫

কাকপাখী বলেছেন: দারিদ্রে সাথে ব্যাংকগুলোর সম্পর্কের পিছনে ভালো কোন উদ্দেশ্য নেই কেবলই নিজের সার্থ হাসিল করা ছাড়া ।কথাটিতে আমি এটাই বোঝাতে চেয়েছি ।

১৬| ১০ ই জুন, ২০১৩ রাত ১:৩০

আশফাক সুমন বলেছেন: +++

১৭| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৭

দুঃখ হীন পৃথিবী বলেছেন: অনেক সুন্দর লিখেছেন, ধন্যবাদ

১৮| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:৩১

তুরাগ হাসান বলেছেন: আপনে কি বুঝেন ?? হ্যা?? আমি কইতাছি হুনেন।

সব টেকা আমারে দেন। দেশ ও দশের উন্নতি অচিরেইই অইব :D :p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.