নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন কারখানা

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায়

কাকপাখী

Better to reign in Hell than to serve in Heaven"

কাকপাখী › বিস্তারিত পোস্টঃ

সরদার মোবরক আলীর সততা !

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৪







সরদার মোবারক আলী ।বয়স ষাট বছর ।দীর্ঘদিন কেরানীর চাকরি করার সুবাদে চেহারায় "চাকর" ভাবটা স্থায়ী হয়ে গেছে ।মোড়ের পান দোকানদার পানের মধ্যে সুপুরি কম দিলেও তিনি আবার চাইতে সংকোচ বোধ করেন ।আড্ডায় চেয়ারের শর্ট পড়লে আপনাতেই নিজের চেয়ার ছেড়ে উঠে দাড়ান । ছত্রিশ বছর চাকরী জীবনে তিনি পুরটাই সৎ ছিলেন।এদেশের বেশীর ভাগ মানুষ সুযোগের অভাবে সৎ থাকে ।তারপর বৃদ্ধ বয়সে সেই "সততার" মার্কেটিং করে মসজিদ কমিটির সভাপতি হয় ।মোবারক আলী তেমন না ।তিনি শখ করে সৎ থাকেননি থেকেছেন তার বাবা সরদার মোশারফ আলীর মৃত্যু কালিন কড়া নির্দেশে ।আমাদের দেশে মৃত্যু কালিন নির্দেশ গুলোকে আমলনামার মতোই শিরোধার্য ভাবা হয় ।তাছাড়া হাদিসে আছে "দুনিয়াতে যার সম্পদ কম আখেরাতে তার হিসাব সহজ হবে।আখিরাতের ব্যালেন্স শীট সংক্ষিপ্ত করতেই মোবারক আলী কখনও অসৎ হবার সাহস করেননি ।

স্ত্রী মোমেনা বেগম আর শুদ্ধ, মুগ্ধ দুই ছেলে নিয়ে তার সংসার ।যদিও ভোটার আইডি কার্ডে মোমেনা বেগম নামের জায়গায় মোমেনা খাতুন চলে এসেছে ।তবে এনিয়ে স্বামী স্ত্রী কারোরই তেমন মাথা ব্যাথা নেই ।গরীবের বউ খাতুনও যা বেগমও তাই ।মোবারক আলী আর মোমেনা বেগমের ছেলেদের নাম আলাল দুলাল থেকে বড়জোর আকাশ সাগর হওয়াটাই সাভাবিক ছিল ।তা না হয়েছে মুগ্ধ আর শুদ্ধ ।রিকসাওয়ালার নাম রাজা,সম্রাট পর্যন্ত মেনে নেয়া যায় কিন্তু কোনমতেই যুবরাজ কিংবা রাজকুমার নয় ।আসলে নামের এই বদনাম ঘটিয়েছে মুগ্ধের আমেরিকা প্রবাসী ছোট মামা ।বিদেশ থেকে পত্র মারফত এমন অত্যাধুনিক দুটি নাম পাঠিয়েই সম্ভবত মামা তার দায়িত্ব শেষ করে ফেলেছেন ।আর কখনও খোজ খবর নেননি ।বউ পুতুলের সংসার ফেলে পয়ত্রিশ বছর আগে মোমেনা বেগম সেই যে মোবারক আলীর রান্নাঘরে ঢুকেছেন আজ এতগুলো বসন্ত চলে গেল,মোমেনা খাতুনের আর ঘর থেকে বের হয়ে কৃষ্ষচুড়া দেখা হলো না ।

চাকরী থেকে অবসরের পর থেকে মোবারক আলীর একমাত্র কাজ হয় বড় ছেলের জন্য একটা চাকরির তদবির করা ।এদেশের সবারই চাকরির সুপারিশের জন্য দু একজন মন্ত্রী/ মিনিষ্টার/এমপি থাকে ।মোবারক আলীর তা নেই ।দীর্ঘ চাকরি জীবনে সততার সুনাম ছাড়া তার হাতে আর কিছু নাই ।সেই সুনামের উপর ভর করেই তিনি প্রতিদিন সকাল বিকাল বড় সাহেব ছোট সাহেবদের দরজার সামনে কাচুমাচু মুখ করে দাড়ান ।ভিতরে ঢোকার সাহস পাননা ।হয়ত কোন একদিন সাহেব নিজেই তাকে ডেকে নিবেন এই আশায় ।ঘন্টার পর ঘন্টা বসে থাকেন সাহেবের একটু ক্ষুদ্র অবসরের জন্য ।অবসরে বড় সাহেব চা দিয়ে বিস্কুট ভিজিয়ে খান,এসি ছেড়ে টেলিভিশনে রিমোট চাপেন ।ইদানিং সব অফিসেরই বড় সাহেবদের রুমে টেলিভিশন থাকে ।কি কারন কে জানে !

তারপর হটাত একদিন বড় সাহেবের চোখ পড়ে মোবারক আলীর সর্বশান্ত মুখের উপর।ঘাড়ে হাত দিয়ে কুশলাদি জানতে চায় ।বড় সাহেব তার ঘাড়ে হাত দিয়ে কথা বলছেন !বাকী জীবন গল্প করার জন্য এমন একটি ঘটনাই যথেষ্ট ।বিগলিত হয়ে বলেন;

; স্যার আমার ছেলের চাকরীটা ?

- ও হ্যা ।ফাইলটা পাঠিয়ে দিয়েছি ।হয়ে যাবে ।

ফাইলের গতি প্রকৃতি মোবারক আলীর ভালোই জানা আছে ।বিনয়ে গলে গিয়ে বলেন

; স্যার যদি খরচ টরচ কিছু লাগে বইলেন !পেনশনের দুই লাখ টাকা জমা করে রাখছে ।যদি বলেন আপনার হাতে তুলে দেই !

: ছি:ছি মোবারক সাহেব ।আপনি একজন সৎ নিষ্ঠাবান মানুষ ।আপনি আমাকে ঘুস অফার করছেন !

আপনি নিশ্চিন্তে বাড়ী যান ।আপনার ছেলে নিশ্চয়ই আপনার মতোই সৎ হবে ।হয়ে যাবে



মোবারক আলীর ক্ষীনকার বুকটা গর্বে ভরে ওঠে ।সারা জীবনের সততার পুরস্কার আজ তিনি বড় সাহেবের কাছ থেকেই পেলেন ।কর্মজীবনে উপেক্ষিত মানুষেরা পারিবারিক জীবনে রগচটা হয় ।মোবারক আলীও তার ব্যাতিক্রম নন ।তবে আজ তিনি বিগলিত ।বাড়ীতে গিয়ে দেয়া বক্তৃটাও মনে মনে ঠিক করে ফেললেন ।তবে স্ফীত হওয়া বুকটা চুপসে যেতে বেশী সময় লাগেনি ।সপ্তাহ খানেক পরেই জানতে পারেন তার ছেলের চাকরীটা হয়নি ।যার হয়েছে তাকে দু লাখ টাকা ঘুস দিতে হয়েছে ।অতি সৎ বলেই হয়ত মোবারক আলীর কাছে বড় সাহেব ঘুস চাইতে পারেননি ।"সততা" তার ছেলেকে বেকারত্ত্ব দিয়েছে আর তিনি হয়েছেন পুত্রদায়গ্রস্থ পিতা !

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সর্বনাশ! এত দিন পর দেখি ভাই এ ব্লগে আসল!!

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৯

কাকপাখী বলেছেন: মাঝে মাঝে আসি ।অভ্যাস বলে কথা ।লগ ইন করা হয় না ।অনেক দিন পর মনে হলো গল্পটা পোষ্ট করি ।সংকলনও হলো লেখা যাচাই করাও হলো :)

২| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৫

ডি মুন বলেছেন: খুবই প্রাণবন্ত ও ঝরঝরে লেখা। অহেতুক দুর্বোধ্যতা নেই। ভীষণ ভালো লাগল। তবে ছোট্ট গল্প বলে কিছুটা অতৃপ্তি রয়ে গেল।

আর আমাদের সমাজে সততার মূল্যায়ন হোক। হীন দৃষ্টিভঙ্গির পরিবর্তন হোক। এটাই কামনা।

শুভকামনা।

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০০

কাকপাখী বলেছেন: এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই ।আমিও চাই সমাজে সততার পজেটিভ মুল্যায়ন হোক ।

৩| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৯

কলমের কালি শেষ বলেছেন: দুঃখজনক হলেও সত্য সৎ মানুষের মূল্য সমাজে নেহাতই কম ।

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০২

কাকপাখী বলেছেন: মতামত প্রকাশের জন্য ধন্যবাদ ভাই ।

৪| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৪

কাক ??? বলেছেন: ধন্যবাদ ভাই। প্রাণবন্ত +++++

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৭

কাকপাখী বলেছেন: ধন্যবাদ কাক

৫| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৪

আপেল ডু বলেছেন: অসৎ হতে হতে সততার মূল্যও ভুলে গেছি!

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৮

কাকপাখী বলেছেন: ঠিকই বলেছেন

৬| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন: গল্প ভাল্লাগছে। কিন্তু মোবারক আলীও তো সৎ না। উনি নিজেও তো টাকা খরচ মানে ঘুষ দিতে চাইছিলেন।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:২১

কাকপাখী বলেছেন: ফাইলের গতি প্রকৃতি মোবারক আলীর ভালোই জানা আছে ।তাই যে কোন কিছু বিনিময়েই সুযোগ হাতছাড়া করতে চান নাই ।

৭| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৮

সুমন কর বলেছেন: গল্প ভাল লাগল।

৮| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৫

আলী আকবার লিটন বলেছেন: বর্তমান পরিস্থিতিই মানুষকে অসৎ হতে বাধ্য করে ।

৯| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

আব্বাস বলেছেন: দারুণ লেখা। সমাজে মোবারক আলীরা দিনে দিনে বিরল হয়ে উঠছে। আমরা সততা অন্যের থেকে সততা আশা করি, কিন্তু সততাকে ব্যক্তিজীবনে উতসাহিত করি না। গল্পের মোবারক আলি হয়ত হেরে গেল, বাস্তবে সততা সব সময় হারে না, শেষ পর্যন্ত জয়ীই হয়।

১০| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪২

কিং ফাহিম বলেছেন: বস,আমাকে সকল পোষ্ট থেকে সরিয়ে আনা হয়েছে।আমি কি আর কখনই সকল পোষ্ট এ লিখতে পারব না?আর নির্বাচিত পোষ্টেও তো আমার লেখা পোষ্ট করছেন না।
কেউ আমাকে হেল্প করেন আমি নতুন।

১১| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:০১

আজকের বাকের ভাই বলেছেন: এটা দেশের নিত্য ঘটনা

১২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: ঘুসখোর, দুর্নীতিবাজরা সৎ মানুষকে ভয় পায়। কিন্তু সেটা প্রকাশ করে না। সেই ভয়টাই মোবারক আলীর জন্য কাল হয়েছে। সৎ মানুষদের পরিণতি যদি এই হয়, তবে মানুষ সৎ পথে চলার সাহস দেখাবে কী করে, উৎসাহ পাবে কী করে জানি না। তবে সৎ মানুষের সংখ্যা বেড়ে গেলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। বরং তখন অসৎ মানুষের অবস্থা হবে এই মোবারক আলীর মতো।
ছবি দেখে ভাবলাম সত্যি কাহিনী। কিন্তু বলছেন এটা গল্প। অবশ্য সত্য কাহিনী নির্ভর গল্পও হতে পারে। তবে যাই হোক প্রাঞ্জল ধারাবর্ণনায় গল্পটা ভালো লাগলো।

১৩| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:১০

হাইপারসনিক বলেছেন: দুষটা আসলে আমাদের না, আমারই....

১৪| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৪

যুগল শব্দ বলেছেন:
সততার মূল্যায়ন হোক এটাই চাওয়া।
গল্প ভালো লেগেছে ভাই। ++

১৫| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৩৩

জাফরুল মবীন বলেছেন: গল্পটা ভালো লাগল বেশ।

ধন্যবাদ আপনাকে।

শুভকামনা জানবেন।

১৬| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২৫

দ্য েস্লভ বলেছেন: আমার তো মনে হয় মোবারক আলীরাই বিজয়ী। তার যে সততার সাহস আছে ,তার বড় সাহেবের সেটা থাকা সম্ভব নয়। মানবীয় গুনাবলী ছাড়া টাকার কি দাম ?

১৭| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সাবলীল বর্ণনায় মোবারক আলীর গল্প তুলে ধরেছেন।++


সততার মূল্যায়ন হোক ।

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সততাই আসল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.