নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরদৌসা রুহী

আমার সম্পর্কে আসলে বলার কিছুই নেই। আমি অতি সাধারণ একজন মানুষ

ফেরদৌসা রুহী › বিস্তারিত পোস্টঃ

শুভেচ্ছা সবাইকে

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

এই ব্লগের লেখা পড়ি আজ প্রায় পাঁচ বছর যাবত। কিন্তু ব্লগের সদস্য হয়ে উঠা হয়নি। হাতে সময় পেলেই এই ব্লগের অনেকের লেখা পড়ি। তারপর একসময় এখানে রেজিষ্ট্রেশন করেছি। কিন্তু এই ব্লগের নিয়ম কানুন কিছুই না জানার কারনে মন্তব্য করতে পারিনি। একদিন লগ ইন করে দেখি লেখা এসেছে ‘আপনি নিরাপদ ব্লগার’। নিরাপদ আর অনিরাপদ ব্লগার বলতে এখানে কি বুঝানো হয় আমি তাও জানিনা। এক ব্লগার বন্ধুর কাছে জেনে নিলাম।

আজ আমার প্রোফাইলের দিকে তাকিয়ে দেখি এরমধ্যে সাত মাস পার হয়ে গিয়েছে আমার ব্লগে পদার্পণের। মাঝে এত ব্যস্ত সময় গেল যে ব্লগ পড়ার ও সময় ছিলনা। এখন আমার এত বেশি সময় যে হাতের কাছে যা পাই তাই পড়ি। এমনকি আমার ছেলের গল্পের বইও বাদ যায়না। এখানে এত এত ব্লগারের লেখা পড়ি কিন্তু কেমন লেগেছে লেখা তা যদি না বলি সেই লেখা পড়াটা কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। সেই চিন্তা থেকেই এখানে রেজিস্ট্রেশন করেছিলাম। আশা করি এখন থেকে আপনাদের সাথে নিয়মিত থাকবো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ব্লগিং হোক আনন্দের।

মন্তব্য ৯৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা ভইন।
ভালা লাগল দেখে।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

ফেরদৌসা রুহী বলেছেন: বাব্বাহ সবার আগে আমার দেশি ভাইজান দেখি শুভেচ্ছা জানাইছে।

প্রথম পোস্টে প্রথম আপনার মন্তব্য পেয়ে আমিও আনন্দিত।

২| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ব্লগিং।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ব্লগিং হোক আনন্দের।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০০

রক্তিম দিগন্ত বলেছেন: শুভকামনা আপনাকে। লেখা পড়তে পড়তে আপনিও লিখা শুরু করবেন - এটাও কিন্তু আশা করছি। শুধু যে পড়েই যাবেন - সেটা কিন্তু হচ্ছেনা, আমাদেরকেও পড়তে দিতে হবে। :)

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭

ফেরদৌসা রুহী বলেছেন: দেখি সবার লেখা পড়তে পড়তে এক সময় হয়ত কিছু লেখার আইডিয়াও আসবে।
তবে আমি তো নিজের কথা ছাড়া আর কিছু লিখতে পারিনা।
অবশ্য বড় বড় ব্লগ রত্ন যারা আছেন সবাই বলেন '' নিজের কথা সবাই লিখতে পারেনা, আপনি পারেন'।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

তারছেড়া লিমন বলেছেন: আধুনিক পাগলাগারদে স্বাগতম...........................

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ।
আমি পাগল ভয় পাই।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

একটি ব্লগে আপনি ছিলেন জনপ্রিয় এবং সুপার-একটিভ একজন ব্লগার। ব্লগটি আজ বন্ধ - অনেক ব্লগার ছড়িয়ে আছে।

প্রবাসী জীবনের বিভিন্ন ঘটনা শেয়ার করে সহব্লগারদেরকে আনন্দ দিয়েছেন।

সামু'র পাঠকরাও আশা করছি আপনার বন্ধুত্বপূর্ণ ব্লগিং থেকে বঞ্চিত হবে না।

ব্লগিং আপনার জন্যও শুভ হোক, ফেরদৌসা রুহী আপা... :)

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮

ফেরদৌসা রুহী বলেছেন: আসলেই সেইসব ব্লগিং দিনের কথা মনে হয়।

আর সেই ব্লগ থেকেই আপনিসহ আরো অনেকের সাথেই পরিচয়। প্রিয় অনেক অনেক ব্লগার এখানে, যাদের সাথে খুব ভাল একটি সম্পর্ক হয়ে গিয়েছে।

তাই সবার টানেই আবার নতুন করে এখানে চলে আসা।

ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

// নীলসাধু বলেছেন: শুভেচ্ছা ভইন। //

আমি বলি: স্বাগতম ভান্দবি :P

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

ফেরদৌসা রুহী বলেছেন: আমিও বলি ''শুভেচ্ছা বন্ধু''।

এসেই ভাই বন্ধু দুজনকে একসাথে পেয়ে আমি ধন্য ।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

নাবিক সিনবাদ বলেছেন: স্বাগতম

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

টেক সমাধান বলেছেন: 'ব্লগিং হোক আনন্দের' শ্লোগানটা দারুণ!

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ ।

তাই, নিজের টাকা খরচ করে সবাই ব্লগিং করি। তাই ব্লগিং তো অবশ্যই আনন্দের হওয়া উচিত ।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

গেম চেঞ্জার বলেছেন: ভইন এন্ড ভইন =p~

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০০

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা এখানে আমার ভাই আছে, বন্ধু আছে, আপা আছে, অনেক ব্লগার ভাই/ বন্ধু আছে।

একসময় আমরা ব্লগে দারুণ সময় পার করেছি সবাই মিলে। এখনো অবশ্য ব্লগের বাইরে আমরা আড্ডা দেই।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

গেম চেঞ্জার বলেছেন: এত এত ব্লগারের লেখা পড়ি কিন্তু কেমন লেগেছে লেখা তা যদি না বলি সেই লেখা পড়াটা কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়। সেই চিন্তা থেকেই এখানে রেজিস্ট্রেশন করেছিলাম। আশা করি এখন থেকে আপনাদের সাথে নিয়মিত থাকবো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ব্লগিং হোক আনন্দের।


চরমভাবে একমত আপু!

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০১

ফেরদৌসা রুহী বলেছেন: চরমভাবে একমত প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

ব্লগিং হোক আনন্দের।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৩

আমিনুর রহমান বলেছেন:


সুস্বাগতম। নিয়মিত থাকার প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

ফেরদৌসা রুহী বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ।

হুম ব্লগে তো মন্তব্য করেও পাশে থাকা যায়।

১২| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২২

নীলসাধু বলেছেন:

প্রথম পোষ্টের জন্য অভিনন্দন।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩২

ফেরদৌসা রুহী বলেছেন: আমিও আরো ভেবেছিলাম আপনাকে বলব ছবি দেওয়ার জন্য।

এত সুন্দর জায়গায় ঘুরছেন ছবি তো নিশ্চয় অনেক আছে।

এই ছবিটাও অনেক সুন্দর।

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

আমিনুর রহমান বলেছেন:



সে কাজটা আমি গত ৮ বছর ধরেই করে আসছি :)
পাঠক না থাকলে লেখক লেখার উৎসাহ পাবে কিভাবে। আমি ব্লগের একজন নগন্য কমেন্টার মাত্র :)

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৯

ফেরদৌসা রুহী বলেছেন: হুম ব্লগ পোস্টের ক্ষেত্রে মন্তব্য অনেক বড় একটা ব্যাপার।

মন্তব্য না পেলে লেখার উৎসাহ থাকেনা।

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সামহোয়্যারইন ব্লগে আপনাকে স্বাগতম। আপনার ইতিবাচক ব্লগিং আশা করি সবাইকে উৎসাহ যোগাবে। শুভেচ্ছা জানবেন। :)

শুভ ব্লগিং।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৩

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

প্রায় দেড় বছরের মত গ্যাপ দিয়ে এখন আবার ব্লগ জগতে এলাম। অনেকের ভাল ভাল লেখাগুলিতে মন্তব্য করার লোভ সামলাতে পারিনি, তাই চলে আসা।

১৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫২

কামরুন নাহার বীথি বলেছেন:
ফেরদৌসা!!!! খুব ভাল লাগছে তোমাকে পেয়ে!!!
একদিন বলেছিলাম, মনে আছে তোমার? 'তুমি দেশের বাইরে থাকলেই আমাদের পাশে থাক!!'

এখন তোমার অফুরন্ত সময়, আশা করছি সব সময় পাশেই থাকবে!!
স্বাগতম এই ব্লগে!!! শুভ ব্লগিং!!!

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৬

ফেরদৌসা রুহী বলেছেন: হুম মনে আছে আপা আপনি বলেছিলেন।

আগে আসলে সময় হয়ে উঠত না, আর এখন সময় কাটে না, তাই ভাবলাম আবার শুরু করি।

ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ । আমি কিন্তু এখন বাগান করা শুরু করেছি। এখানে আমাদের অনেক জায়গা, বাগানের সাথে আরো অনেক কিছুই করছি।

১৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৫

সাদরিল বলেছেন: ব্লগের এই দুর্দিনেও মানুষ সাত মাস অপেক্ষা করতে পারে জেনে খুবই ভালো লাগলো।ব্লগিং এর প্রতি আপনার এই ধৈর্য্য দেখে খুবই ভালো লাগলো।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আমি তো রেজিস্ট্রেশন করার ৭ দিন পর থেকেই এখানে নিরাপদ ব্লগার। কিন্তু আমি তখন খুব ব্যস্ত ছিলাম তাই আসা হয়নি।

১৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫০

প্রবাসী পাঠক বলেছেন: সুস্বাগতম।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

ফেরদৌসা রুহী বলেছেন: বাহ আপনিও প্রবাসি পাঠক আমিও।

অনেক ধন্যবাদ আপনাকে।

১৮| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২

জুন বলেছেন: অনেক শুভেচ্ছা রইলো আর আমাদেরও আপন ভাববেন সেই প্রত্যাশায় :)
শুধু মাইনুদ্দিন মইনুল্কেই নয় #:-S
:)

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা

মানুষের সাথে মানুষের যে সম্পর্ক তার মূল্য আমার কাছে অনেক আপা।

প্রতিটা মানুষ, প্রতিট সম্পর্ক অনেক মূল্যবান, যদি সেই সম্পর্ক আমরা ধরে রাখি। নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে আমার খুবই ভাল লাগে।
আপনাদের আপন করতেই তো এখানে আশা।
অনেক ধন্যবাদ আপা।

১৯| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

অগ্নি সারথি বলেছেন: এখন আমার এত বেশি সময় যে হাতের কাছে যা পাই তাই পড়ি। - পড়েন। আপনার পড়ার ইচ্ছাটাকে সাধুবাদ জানাই। শুভ কামনা রইল।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

ফেরদৌসা রুহী বলেছেন: হুম অনেক বই কেনা আছে কিন্তু ব্যস্ততার জন্য খুলেও দেখা হয়নি।

এখন থেকে পড়ব।

ধন্যবাদ।

২০| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

কমরেড ওমর ফারুক বলেছেন: অভিনন্দন।।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ

২১| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৬

গোর্কি বলেছেন:
আপনার নিকটি খুব চেনা লাগছে। খুব সম্ভবত শব্দনীড় ব্লগে অনেক পোস্ট পড়েছি আপনার। এখানে দেখে ভাল লাগছে। আপনাকে অনুসরণে নিলাম। আপনাকেও স্বাগতম এবং শুভেচ্ছা। শুভ ব্লগিং।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার ফেসবুকের যে নাম সেই নামের সাথে আমিও পরিচিত মনে হচ্ছে, শব্দনিড় ও আরো ব্লগে হয়ত সেই নিক থেকেই লিখেছেন।

পাশে পেয়ে আনন্দিত।

অনেক ধন্যবাদ।

২২| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেউ ভইন , কেউ ভান্দবি ! আমি কি কইতাম ?

B-)

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

ফেরদৌসা রুহী বলেছেন: এখানে যারা আছেন সবাই ই তো ব্লগার ভাই/বোন।
তাই আপনার চিন্তার কিছু নেই, আপনি সহব্লগার/ ব্লগার ভাই।

ধন্যবাদ আপনাকে

২৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

আহমেদ জী এস বলেছেন: ফেরদৌসা রুহী ,



আগেই স্বাগতম জানিয়ে রাখি ।
লেখা ও মন্তব্য পড়ে যা মনে হলো আপনি ব্লগে নতুন নন । "সামু"তে হয়তো নতুন ।
সময় অফুরান কি ব্যস্ততাময় , সেটা কোনও কাজের কথা নয় । প্রানের টানেই সাথে থাকুন আর লিখুন ।
শুভেচ্ছান্তে ।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

ফেরদৌসা রুহী বলেছেন: পড়ত,কিছু জানতে, নিজের কথা লিখতেই তো এখানে আসা।

আশা করি আপনাদের সবার সাথে এখানে সময় ভালো কাটবে।

হুম আমি এখানে নতুন কিন্তু ব্লগিং এ নতুন না। ব্লগিং এ অনেক ব্লগার ভাই / বোনের সাথেই পরিচিত।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

ধমনী বলেছেন: আবারো স্বাগতম নতুনভাবে।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ।

আপনার নিক তো অনেক সুন্দর।

২৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//শুধু মাইনুদ্দিন মইনুল্কেই নয়//

ওহে জুনাপা!!! ... আপনার এই কিম্ভুতকিমাকার বানানরীতির তীব্র প্রতিবাদ জানাই... X(

আমি জানি, এসময়ে কার ভয় দেখালে আপনাকে কাবু করা যাবে....
অবশেষে কিন্তু তা-ই করতে জাতি বাধ্য হবে... হুম! /:)


পেদচা আফার কাছে বিচার রেখে গেলাম।

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

ফেরদৌসা রুহী বলেছেন: কেডা কার কাছে বিচার দেই? :P

আমারে যে পেদসা আফা কন আমিও কিন্তু কিছু মনে করিনা ;)

আপন মানুষের সাথে বিচার সালিশ চলেনা।

২৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন: ফেরদৌসা তোমার বাগানের ছবি দেবে অবশ্যই!!! :)
দেখব ভিনদেশী ফুলের বাহার!!

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

ফেরদৌসা রুহী বলেছেন: আপা এখন পর্যন্ত যে কয়টা ফুলের গাছ এনেছি সব আমাদের দেশে আছে।

আলাদা কিছু এখনো চোখে পড়েনি। আচ্ছা আগে ছবি পোস্ট করা শিখি তারপর দিব।

২৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

কামরুন নাহার বীথি বলেছেন: তোমাকে ছবি পোষ্ট করা শিখতে হবে?!!!!
এখনই করতে পারবে, দেখ চেষ্টা করে!!

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

ফেরদৌসা রুহী বলেছেন: পেরেছি আপা কিন্তু ছবি এত ছোট হয় কেন

২৮| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

মামুন ইসলাম বলেছেন: সামহোয়্যারইন ব্লগে আপনাকে স্বাগতম।

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা জানবেন

২৯| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

ফেরদৌসা রুহী বলেছেন:

দেখি হয়েছে কিনা

৩০| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

খোলা মনের কথা বলেছেন: আমাগো সাথে রেগুলার থাকবেন শুনে খুব ভা’ল লাগলো আ’ফা :P আগামীর জন্য শুভকামনা রইল

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

ফেরদৌসা রুহী বলেছেন: খোলা মনের কথা আমারও অনেক ভাল লেগেছে।

ধন্যবাদ

৩১| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

উর্বি বলেছেন: Welcome

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ধন্যবাদ

৩২| ০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

অভ্রনীল হৃদয় বলেছেন: সুস্বাগতম। শুভ ব্লগিং! :)

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ

ব্লগিং হোক আনন্দের

৩৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪

প্রামানিক বলেছেন: ব্লগিংয়ে শুভেচ্ছায় স্বাগতম। ধন্যবাদ

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৬

ফেরদৌসা রুহী বলেছেন: শুভেচ্ছা জানানোর জন্য ও মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

৩৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

জুন বলেছেন: আমি ঘন্টা দুয়েক আগে গিয়ে তার একখান বানান ভুল ধরে আসছি। আপনি চেক কইরা দেইখা আস্তে পারেন @মাইনুদ্দিন মইনুল :`>

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯

ফেরদৌসা রুহী বলেছেন: আপা আমি কিছুই বুঝতে পারছি না।

৩৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০

রুদ্র জাহেদ বলেছেন: এখানে এত এত ব্লগারের লেখা পড়ি
কিন্তু কেমন লেগেছে লেখা তা যদি না বলি
সেই লেখা পড়াটা কেমন যেন অসম্পূর্ণ থেকে
যায়। সেই চিন্তা থেকেই এখানে
রেজিস্ট্রেশন করেছিলাম। আশা করি এখন
থেকে আপনাদের সাথে নিয়মিত থাকবো।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ব্লগিং হোক
আনন্দের।

পুরোপুরি একমত।ব্লগিংয়ে সবাইকে শুভেচ্ছা। আপুনি আশাকরি তোমাদের সবাইকে সাথে পাবো,সাথে থাকতে পারব।আর জীবনমুখী অনেককিছুই দেখা-শেখা হবে।ভালো থাকুন অনন্তকাল

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২২

ফেরদৌসা রুহী বলেছেন: আমার কাছে ব্লগিং হচ্ছে শখ। সেই সাথে অনেকের অনেক রকম লেখার সাথে পরিচিত হওয়ার একটা জায়গা।

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।

৩৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৫

আরণ্যক রাখাল বলেছেন: ভাল কাম করছেন| পড়লেই তো হবে না, ক্যামন লাগল জানতেও হবে| এটাতেই ব্লগিং এর মজা

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৬

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা ভাল মন্দ বুঝতে পারছিনা, তাও চলে এসেছি আপনাদের পাশে।

ব্লগিং করতে হয় আনন্দ নিয়ে, আমি এটাই মনে করি।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৩৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১০

আরজু পনি বলেছেন:

বাহ্, আপনার ভাবনা জেনে ভালো লাগলো ।
আশা করি সুপার একটিভ একজন সহব্লগার পেতে যাচ্ছি ।
অনেক শুভকামনা রইল।
শুভব্লগিং !:#P

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

ফেরদৌসা রুহী বলেছেন: আমি প্রথম থেকেই আনন্দ নিয়ে ব্লগিং করি। অবশ্য মাঝে অনেক বড় বিরতি দিয়েছি।
তাই একটিভে ভাটা পড়ে গিয়েছে। এখন অবশ্য আর আগের মত ইচ্ছেও করেনা। যাদের লেখা পড়তে ভাল লাগবে পড়ব, মন্তব্য করবো, এইতো।
আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।


৩৮| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫

Kazi Tuhin বলেছেন: আমিও ব্লগে নতুন! দু সাপ্তাহ হল এসেছি ব্লগে,
যার ফলে নিয়ম কানুক পুরোপুরি জানা হয়ে উঠেনি।
ধীরে ধীরে হয়ে যাবে ইনশা আল্লাহ।

ধন্যবাদ আপনাকেও

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১১

ফেরদৌসা রুহী বলেছেন: তাই, তাহলে তো দেখি আপনি আমার থেকেও নতুন।

স্বাগতম আপনাকে ।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৯| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

শহুরে আগন্তুক বলেছেন: Happy Blogging .... কেবল পড়লেই হবে না, লেখাও চাই ।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনারা কত সুন্দর লিখেন, আর আমি মূলত পাঠক তবে ব্লগে যখন এসেছি অন্যদের দেখে দেখে নিজেও চেষ্টা করব মাঝেমাঝে।

৪০| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১১

মাহমুদ০০৭ বলেছেন: ব্লগে স্বাগতম :) ৫ বছর কম সময় নয়। আমি নিজে ২ বছর পড়ার পর এই নিক খুলেছি। পাঠক হিসেবে একটা আলাদা আনন্দ
থাকে , মানে নীরব পাঠক হিসেবে আরকি । আমার এটা মনে হয়। ওই সময়টা ইঞ্জয় করি।
আশা করি খুব তাড়াতাড়ি লেখাও পাবো আপনার কাছ হতে ।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার বাড়ি ঘুরে এলাম।

বাব্বাহ আপনি তো পাকা লেখক। হুম ৫ বছর দীর্ঘ সময়। তবে অন্য ব্লগে ব্লগিং করতাম এবং আনন্দ নিয়েই ব্লগিং করেছি। মাঝে অনেক দিন ব্লগিং থেকে দূরে ছিলাম, সময়ের অভাবে।
আমার পড়তেই ভাল লাগে। আর মাঝে মাঝে নিজের চারপাশের নিত্যদিনের ঘটনাগুলিই আমি লিখে রাখার চেষ্টা করতাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪১| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

শামছুল ইসলাম বলেছেন: স্বাগতম।

ভাল থাকুন। সবসময়।

১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।


৪২| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: আপনার ভাবনা ভালোলাগলো। পড়ে গেলে জানিয়ে যাওয়া অবশ্যই ভালো। তাতে পোস্টদাতা উৎসাহ পান। ব্লগের সময় আনন্দময় হোক আপনার। :)

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

হুম যেহেতু ব্লগে অনুভূতি প্রকাশের জায়গা আছে, আর যেহেতু পড়ি তাই ভাল মন্দ অথবা নিজের কথা বলা থেকে বঞ্চিত হওয়া

ঠিক না।

৪৩| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

মাধব বলেছেন: সময় বহমান। ৫ বছর লম্বা সময়। শুভেচ্ছা রইলো।

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

ফেরদৌসা রুহী বলেছেন: এই ৫ বছর এখানের লেখা পড়তাম রেজিস্ট্রেশন করা হয়নি কিন্তু অন্য ব্লগে ব্লগিং করতাম।

ধন্যবাদ আপনাকে।

৪৪| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩

মাধব বলেছেন: মাধবের ব্লগে ঘুরে আসবেন আশা করি।

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

ফেরদৌসা রুহী বলেছেন: অবশ্যই

৪৫| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০

খায়রুল আহসান বলেছেন: এই ব্লগে আপনি আমার চেয়ে পুরাতন, তথাপি আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানাচ্ছি। আশাকরি ব্লগে আপনার বিচরণ আনন্দদায়ক ও ফলপ্রসূ হবে। এখানে দীর্ঘদিন থাকুন, স্বচ্ছন্দে থাকুন।
নিরাপদ আর অনিরাপদ ব্লগার বলতে এখানে কি বুঝানো হয় আমি তাও জানিনা। এক ব্লগার বন্ধুর কাছে জেনে নিলাম।
সেটাতো আমি এখনও জানিনা। বন্ধুর কাছ থেকে কী জানলেন, সেটা এখানে জানাবেন কি?

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

ফেরদৌসা রুহী বলেছেন: এখানে রেজিস্ট্রেশন করার পর ব্লগ কর্তিপক্ষ নাকি ব্লগারকে কিছুদিন নজরে রাখে। পোস্ট,মন্তব্য করা যায়না।
যখন থেকে নিরাপদ ট্যাগ দিয়ে দিবে তখন নাকি এসব করা যায়।
এই ব্লগে তো মাত্র ব্লগিং শুরু করেছি তবে অন্য আরো ব্লগে ব্লগিং করতাম।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

৪৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৯

বাংলার ফেসবুক বলেছেন: শুধু যে পড়েই যাবেন - সেটা কিন্তু হচ্ছেনা, আমাদেরকেও পড়তে দিতে হবে।

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা পড়তে পড়তে একসময় লেখাও চলে আসবে।

ধন্যবাদ আপনাকে

৪৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপু ব্লগে

:) :) :) :)

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

৪৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

নেক্সাস বলেছেন: আপনার সাত মাস আমার সাত বছর। ব্যাপার না লাকি সেভেন বলে কথা। ব্লগে স্বাগতম। পড়তে, লিখতে আর কমান্টাইতে থাকুন। টের পাবেন না কখন সাত মাস সাত বছর হয়ে গেছে

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

ফেরদৌসা রুহী বলেছেন: আসলেই ব্লগে এলে কিভাবে যে সময় পার হয়ে যায় টের পাওয়া যায় না।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

এহসান সাবির বলেছেন: শুভ ব্লগিং।

৫০| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৪

মুক্ত মনের বাক্য বলেছেন: এক কাপ শুভেচ্ছা খেয়ে নিলাম। আরেক কাপ দিয়ে গেলাম, সবাই মিলে খেয়ে নিয়েন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.