নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরদৌসা রুহী

আমার সম্পর্কে আসলে বলার কিছুই নেই। আমি অতি সাধারণ একজন মানুষ

ফেরদৌসা রুহী › বিস্তারিত পোস্টঃ

প্রচার থেকে যদি ভাল কিছু হয়, প্রচার খারাপ কিছুনা

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫




মানুষ মানুষের জন্য। মানুষ যদি মানুষের বিপদে এগিয়ে না আসে তাহলে তো সে অমানুষ। শুধুমাত্র যে অর্থ দিয়েই মানুষকে সাহায্য করা যায়, তার পাশে থাকা যায়, এমন না। অনেক সময় কারো সমস্যায় তার পাশে থেকে বলা যে আমি আছি তোমার পাশে, এতেই অনেক কিছু।

আমি আমার নিজের সামর্থ্য অনুয়ায়ি ব্যক্তিগতভাবে অসহায় মানুষের জন্য সব সময় কিছু করার চেষ্টা করি। তারপর যখন বিভিন্ন ব্লগ ও অনেক ফেসবুক গ্রুপেও অনেক সামাজিক কাজ অনেকে হাতে নেই তাতেও অংশ গ্রহণের চেষ্টা করি। এবার রোজার আগে একটি ফেসবুক গ্রুপ থেকে পথ শিশুদের সাথে ফল উৎসবের একটি কাজে অংশ গ্রহণ করেছিলাম সরাসরি। দেশের বাইরে থাকার কারনে সামান্য কিছু অর্থ সাহায্য করেই আমার কাজ শেষ, আর অর্থের যথাযথ ব্যবহার করতে বলে দেই আমার মাকে।
এবার পথশিশুদের সাথে ফল উৎসবের সময় দেশে ছিলাম বলে, এই আনন্দ থেকে নিজেকে দূরে রাখতে চাইনি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পিকআপে ঘুরে ঘুরে আমরা অনেকেই ফল বিতরন করেছিলাম। আমার সাথে আমার ছেলেও ছিল। এসব ছবি ফেসবুকে দিয়েছিলাম, প্রচারের জন্য নয়, যাদের ভেতর মানুষকে নিয়ে কিছু করার ইচ্ছা আছে, তারা যেন এসব দেখে নিজের ইচ্ছাকে কাজে লাগাতে পারে তাই।

এই ছবি দেখে আমার এক ফেসবুক বন্ধু আমার কাছে অনেক কিছু জেনে সেও নিজে একটি গ্রুপ তৈরী করেছে। আমি বেশির ভাগ কাজ করি ব্যক্তিগতভাবে। তাই সব গ্রুপের সাথে জড়িত হতে পারিনা নিজের আর্থিক সীমাবদ্ধতার কারনে। আমার সেই ফেসবুক বন্ধু তার ইউনিভার্সিটির আরো কিছু ছেলেমেয়ে নিয়ে এই পর্যন্ত বেশ কিছু সামাজিক কাজ করে ফেলেছে। শীত আসার আগেই তারা শীতের জন্য কাজ শুরু করে দিয়েছিল। পঞ্চগরের ৩০০ জনকে তাদের ৩০০কম্বল বিতরণের ইচ্ছে ছিল। যার জন্য ৮৫হাজার টাকার দরকার ছিল।আমি তাদের সাথে সামান্য অর্থ দিয়ে যুক্ত ছিলাম, অবাক হয়ে দেখলাম তারা ঠিকই তাদের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে,কম্বল কিনে বিতরণও করে এসেছে। মানুষের জন্য কিছু করার ইচ্ছে মন থেকে নিলে তা সফল হয়ই।

ফেসইবুকে ছবি দেখে অনেক নিন্দুকেরাই এসব নিয়ে হাসাহাসি করে। কিছু করে এটা প্রচারের কি আছে, এসব শুধুই লোক দেখানোসহ আরো অনেক রকম নিন্দাই করে। কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে ঠিকই ভাল কাজ গুলি সফল হয়ে যায়। প্রচার থেকে যদি ভাল কিছু হয়, অবশ্যই আরো বেশি বেশি করে প্রচার করা উচিত। অনেকেই ব্লগে, ফেসইবুকে এসব ছবি দেখে নিজে কিছু করার তাড়না অথবা কোন গ্রুপের সাথে মিলে কিছু করার তাড়না অনুভব করে। অনেকেই একা অনেক কিছুই করতে পারেনা, এসব দেখে বুঝে, জানে যে সে একা নয়, তারমত আরো অনেকের অল্প অল্প সহযোগিতায় অনেক কিছুই করা সম্ভব।

মন্তব্য ৬৩ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: নিন্দুকের মুখে ছাই দিয়ে ঠিকই ভাল কাজ গুলি সফল হয়ে যায়। প্রচার থেকে যদি ভাল কিছু হয়, অবশ্যই আরো বেশি বেশি করে প্রচার করা উচিত।

ভাল কাজে বাধা বেশি।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫

ফেরদৌসা রুহী বলেছেন: হুম ঠিক কথা।

তারা নিজেরাও কিছু করবেনা আবার অন্যের কাজের নিন্দা করবে।

ধন্যবাদ প্রামাণিক ভাই।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

সাহসী সন্তান বলেছেন: অনেক সুন্দর একটা সচেতনতা মূলক পোস্ট! প্রচারেই যে প্রসার সেটার প্রমাণ আপনার এই পোস্ট!



শুভ কামনা!

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮

ফেরদৌসা রুহী বলেছেন: প্রচারেই যে প্রসার সেটার প্রমাণ আপনার এই পোস্ট!

প্রচার না করলে তো অনেকেই উদ্বুদ্ধ হয়না, আবার অনেকে জানেও না। তাই ভাল কাজের জন্য প্রচার অবশ্যই দরকার।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সহমত পোষন করছি।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯

ফেরদৌসা রুহী বলেছেন: সহমত পোষণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫২

কল্লোল পথিক বলেছেন: সাধুবাদ শুভ কামনা রইল

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

লেখোয়াড়. বলেছেন:
সুন্দর বিষয়ের অবতারনা।
ধন্যবাদ আপনাকে।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫

ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ পড়ে মন্তব্যের জন্য।

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

রক্তিম দিগন্ত বলেছেন: ফেসবুকে এইগুলো নিয়ে হাসাহাসি কটু কথা বলার কারণটা আসলে আপু তাদের নিজেদের রূপটাই চিনিয়ে দেয়। অবশ্য যারা এইসব কাজে জড়িত তারা খুব কমই প্রচার করে তাদের কথা। তারা কাজটাই করে যায়। কী দরকার ফেসবুকের মানুষদের চিনিয়ে, শীতার্তরা চিনেছে, তারা শীতের প্রকোপ থেকে কিছুটা রক্ষা পেয়েছে - এইতো যথেষ্ট।

ভাল লাগলো পোষ্টটা।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক সময় প্রচারেই প্রসার। এই যেমন আমাদেরটা দেখে চোখের সামনেই আরেকটা গ্রুপ তৈরি হয়ে গেল, সামাজিক কাজ করতে।
অনেকের ভেতরেই কাজ করার ইচ্ছে থাকে কিন্তু কিভাবে শুরু করবে বুঝতে পারেনা।
আর নিন্দুকেরা কিন্তু অন্যের কাজের সামালোচনা ছাড়া আর কিছুই করেনা। এরা সমাজের আগাছার মত।
পোস্ট ভাল লেগেছে জেনে খুশি হয়েছি।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

অাপেল মাহমুদ বলেছেন: প্রচারতো অনেক ধরণের আছে । শুধু নিজেকে জাহির করার জন্যও অনেকে প্রচার করে । আবার অসংখ্য ভালো কাজ করেও প্রচারের পাদপ্রদীপের আলোয় আসতে অনেকে সংকোচ বোধ করেন । তবে আত্নমানবতার সেবায় করা মহৎ কাজের প্রচার খুবই ইতিবাচক ফল বয়ে আনে । এতে আত্নশ্লাগার কিছু নেই । বরং ভালো কাজগুলো অন্যদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে । আপনার সাথে আমি পুরোপুরি একমত ।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

ফেরদৌসা রুহী বলেছেন: তবে আত্নমানবতার সেবায় করা মহৎ কাজের প্রচার খুবই ইতিবাচক ফল বয়ে আনে । এতে আত্নশ্লাগার কিছু নেই । বরং ভালো কাজগুলো অন্যদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে ।

হুম অন্য একজনও যদি এসব দেখে উদ্বুদ্ধ হয় এতেই সমাজের অনেক লাভ।

পড়ে মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫

গেম চেঞ্জার বলেছেন: ফেসইবুকে ছবি দেখে অনেক নিন্দুকেরাই এসব নিয়ে হাসাহাসি করে। কিছু করে এটা প্রচারের কি আছে, এসব শুধুই লোক দেখানোসহ আরো অনেক রকম নিন্দাই করে। কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে ঠিকই ভাল কাজ গুলি সফল হয়ে যায়। প্রচার থেকে যদি ভাল কিছু হয়, অবশ্যই আরো বেশি বেশি করে প্রচার করা উচিত। অনেকেই ব্লগে, ফেসইবুকে এসব ছবি দেখে নিজে কিছু করার তাড়না অথবা কোন গ্রুপের সাথে মিলে কিছু করার তাড়না অনুভব করে। অনেকেই একা অনেক কিছুই করতে পারেনা, এসব দেখে বুঝে, জানে যে সে একা নয়, তারমত আরো অনেকের অল্প অল্প সহযোগিতায় অনেক কিছুই করা সম্ভব।


সহমত....

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

ফেরদৌসা রুহী বলেছেন: সহমতের জন্য অনেক ধন্যবাদ

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৭

গেম চেঞ্জার বলেছেন: আপুনী ঐ গ্রুপের কাজ কি এখনো চলছে? লিংক/এড্রেস দিন। আমিও অংশ নিতে চাই। যতদূর সম্ভব সহযোগীতা করব।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০

ফেরদৌসা রুহী বলেছেন: ঐগ্রুপের ওরা গতকাল পঞ্চগড়ে কম্বল বিতরণ করে চলে এসেছে।

এখন আরেক গ্রুপের শীতের ইভেন্ট চলছে। এই গ্রুপ এখনো টাকা সংগ্রহ করছে, আমি নিজেও আছি এই গ্রুপে।

https://www.facebook.com/groups/ekrongaekghuri/ এই গ্রুপের জন্য এখনো কাজ চলছে, প্রতিবছরই বিভিন্ন সামাজিক কাজ করে এই গ্রুপ।
এই ব্লগের নীল সাধু ভাই আছেন এই গ্রুপের দায়িত্তে।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রচার থেকে যদি ভাল কিছু হয়, অবশ্যই আরো বেশি বেশি করে প্রচার করা উচিত।

লাইনখানি শুনে যেটা
মাথায় আসে চট;
এক লাইনেই বলি
''হোয়াট এ্যান ডিলাইটফুল থট''

ভুলিনিকো আজো আপু
প্রিয় ফেরদৌসা রুহী;
ফ্রিজে আরো আছে নাকি
সেই বাটি ভরা দহি। ;) :-B

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০

ফেরদৌসা রুহী বলেছেন: বাব্বাহ এত সুন্দর করে কিভাবে মিলিয়ে ফেলেন :-B

সেই দই কবেই শেষ । গতকাল আবার কিনে এনেছি।

অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার ছড়ার জন্য।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সে কি ভায়া তুমি দেখি
বিনয়ের অবতার;
মিছিমিছি করলে কত
প্রশংসা ঠিক আমার। :)

কসম খেয়ে বলছি ভায়া
কথা জেনো সত্যি;
ছড়া লিখি স্রেফ ফাঁপরে
নেই কোনো ভিত্তি। :P

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

ফেরদৌসা রুহী বলেছেন: দই খাওয়ার দাওয়াত রইল।

তবে প্লেন ভাড়া কিন্তু আপনার।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ঘন ঘন খাও দই
এত দই পাও কই
যা এনেছ তাই সই
দাওনা খানিক,রোজা নই।;)

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

ফেরদৌসা রুহী বলেছেন: হাই আল্লাহ আপনি দেখি ছড়ার বক্স :#)

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দই খাওয়ার দাওয়াত রইল।
তবে প্লেন ভাড়া কিন্তু আপনার।


প্লেনে চড়ে দই খাওয়া
বাহ,,,সে কি বুদ্ধি;
আমারে পাইস নাকি
হাবা সলিমুদ্দি।

নাকি দই পেতেছ
বাঘের দুধ দিয়ে;
প্রতি ঘরা লাখ টাকা
ক্ষীর জমে ছানা ঘি-য়ে।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

ফেরদৌসা রুহী বলেছেন: :D

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: প্রচার থেকে যদি ভাল কিছু হয়, অবশ্যই আরো বেশি বেশি করে প্রচার করা উচিত। অনেকেই ব্লগে, ফেসইবুকে এসব ছবি দেখে নিজে কিছু করার তাড়না অথবা কোন গ্রুপের সাথে মিলে কিছু করার তাড়না অনুভব করে। অনেকেই একা অনেক কিছুই করতে পারেনা, এসব দেখে বুঝে, জানে যে সে একা নয়, তারমত আরো অনেকের অল্প অল্প সহযোগিতায় অনেক কিছুই করা সম্ভব। ---------- অসাধারণ ভাবনা!!

অনেক অনেক শুভেচ্ছা ফেরদৌসা!!

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আপা।

ভালো থাকুন

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বিপদে স্বান্তনাদানকারীই প্রথম বন্ধু,পরে সাহায্যদাতা দ্বিতীয় বন্ধু ।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

ফেরদৌসা রুহী বলেছেন: বিপদে স্বান্তনাদানকারীই প্রথম বন্ধু,পরে সাহায্যদাতা দ্বিতীয় বন্ধু ।

হুম সান্তনাদানকারি বন্ধু পাওয়াও এই যুগে ভাগ্যের ব্যাপার।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

ফেরদৌসা রুহী বলেছেন: সহমতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

ধমনী বলেছেন: কাজের প্রচার হোক। প্রচারের জন্য কাজ নয়।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

ফেরদৌসা রুহী বলেছেন: কাজের প্রচার হোক। প্রচারের জন্য কাজ নয়।

এটাও ভাল বলেছেন।

কাজের প্রচার হলে অনেকেই দেখে শিখে।

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:



সহমত।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ :)

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

নুরএমডিচৌধূরী বলেছেন: ক্ষমা করবেন
সুন্দর লিখা
বেশ ভাল লাগল
লিখার প্রত্যাশা রইল

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭

ফেরদৌসা রুহী বলেছেন: ক্ষমা কিসের জন্য?

পোস্ট পড়ে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

নেক্সাস বলেছেন: ভাল কাজের প্রচার হওয়া দরকার। এতে অন্যদের মাঝে ভাল কাজ করার প্রেরণা জাগে। সেই সাথে মন্দ বিষয়গুলোর প্রচারো ডেকে যায়।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

ফেরদৌসা রুহী বলেছেন: যে শ্রেণিটার মানুষের জন্য কিছু করার মন মানসিকতা নেই তারা ভাল কাজগুলির মধ্যেও নানা খুঁত ধরে, কিন্তু নিজে কোন কাজ করবেনা।

আর অনেকে আছে ভাল কাজ দেখে নিজেও কিছু করতে চাই, কিছু শেখে। তাই প্রচার অবশ্যই দরকার।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১

কিরমানী লিটন বলেছেন: মেঘ দেখে করিসনারে ভয়, আড়ালে তার- সূর্য হাসে ...

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

ফেরদৌসা রুহী বলেছেন: ঠিক কথা।

যারা নিজে কিছু করতে পারেনা তারাই অন্যের কাজে বাঁধা হয়ে দাঁড়ায়। আর যারা ভাল কাজ করতে চাই তারাও এসব উপেক্ষা করেই এগিয়ে যায়।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২

আহমেদ জী এস বলেছেন: ফেরদৌসা রুহী ,



আপনার অভিজ্ঞতালব্ধ লেখাটি পড়ে শিরোনামের ছবিতে লেখা কথাটিই মনে হলো -----চিন্তায় স্বচ্ছতা আসুক , পাল্টে যাক নিজ নিজ পৃথিবী ।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১

ফেরদৌসা রুহী বলেছেন: চিন্তায় স্বচ্ছতা আসুক , পাল্টে যাক নিজ নিজ পৃথিবী ।

সবাই যার যার অবস্থান থেকে কাজ করলে অনেক কিছুই বদলে যেত।

আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।

২৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

খেয়া ঘাট বলেছেন: মানুষের জন্য কিছু করার ইচ্ছে মন থেকে নিলে তা সফল হয়ই। +++++++++++++++++++++

আপনার ফেসবুক আইডি কি???

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫

ফেরদৌসা রুহী বলেছেন: নিন্দুকেরা যত যাই বলুক, ভাল কাজ যারা করার তারা করবেই।

আপনার ফেসবুক আইডি দিন, আমি অ্যাড করে নিব।

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রথমে আপনাকে সেলাম জানাই। আপনার দৃষ্টান্ত অনুকরণীয়।

প্রচার সম্পর্কে ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি আপনি তুলে ধরেছেন। বিষয়টি অনেক পাঠকের চিন্তাকেও বদলে দেবে। একজন লোককেও যদি সাহায্য করা যায়, সেটি একটি অর্জন।


ভালো কিছু করার ইচ্ছা ও উদ্যমটুকু অনেক সময় পারিবারিক বা বংশগত বলে মনে হয়। কখনও কাউকে কিছু দেই নি, ভাগাভাগি করি নি, অথবা পরিবারের গুরুজনকেও সেটি করতে দেখি নি.... এবার বলূন আমি কীভাবে সেটি করবো? তবু ব্যতিক্রম আছে। কেউ কেউ শিক্ষাজীবন অথবা কর্মজীবনে এসে নিজেকে সমাজের মূলধারার সাথে খাপ খাইয়ে নেয়।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

ফেরদৌসা রুহী বলেছেন: আমার পোস্টের চেয়েও ভাল বলেছেন আপনি।
আমার দারা যদি একজন মানুষেরও উপকার হয় এতেই অনেক কিছু।
ধন্যবাদ বন্ধু আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।

২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

কেউ নেই বলে নয় বলেছেন: খুবই ভালো কাজ। ফেসবুকের অনেক খারাপ দিকের বাইরে একটা ভালো ব্যাপার হচ্ছে অনেককিছুই এখন এর মাধ্যমে করা যায় আগে যেটা করা যেতো না। এমন অনেক মানুষ আছেন যারা অন্যের কষ্টে বথিত হন, মনটা অনেক বড়। তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিংবা এখনকার প্রযুক্তির উন্নতির ফলে তা সহজেই হয়। এখনো অনেক মানুষই আছেন যারা সুন্দর চিন্তা করেন, মানুষের জন্য কিছু করতে চান।

পোস্টে ভালোলাগা রইলো।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

ফেরদৌসা রুহী বলেছেন: ফেসবুকের ভাল দিকই বেশি।

যারা ফেসবুকের অপব্যবহার করে তারা আসলে ফেসবুক ব্যবহারের উপযুক্তই না।

আমি তো টাকা বিকাশ করাই শিখেছি ফেসবুক থেকে।

অনেকের না জানার কারনে অন্যকে সাহায্য করতে পারেনা। ফেসবুক থেকে এসব দেখে কিছু করার ইচ্ছে জাগে।

অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।

২৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

সুলতানা রহমান বলেছেন: হ্যাঁ আপু, নিন্দুকেরা যাই বলুক না কেন এসব প্রচার সচেতনতা বাড়ায়, যাদের সামর্থ্য আছে তারা আগ্রহী হয়।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: নিন্দুকের মুখে ছাই।

তারা শুধু অন্যের ভুল ধরতে পারে, নিজে কিছুই করেনা।

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০

সাকিব আনোয়ার কণক বলেছেন: চমৎকার

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ

২৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

দীপংকর চন্দ বলেছেন: গুরুত্বপূর্ণ লেখা!

শ্রদ্ধা জানবেন।

এবং শুভকামনাও।

শুভ হোক সব।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ধন্যবাদ দাদা। শুভেচ্ছা জানবেন।

২৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

খেয়া ঘাট বলেছেন: https://www.facebook.com/arif.mahmud.10888

৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৮

জুন বলেছেন: আমি আপনার বক্তব্যের সাথে সম্পুর্নই একমত ফেরদৌসী রুহী। পরের উপকার তা যেভাবেই হোক না কেন।
+

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সহমতের জন্য।

এটাই মানুষের উপকার করাই হল কথা, তা জানিয়ে হোক অথবা নিরবে।

৩১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

আবু শাকিল বলেছেন: সহমত পোষণ করলাম।
প্রচার থেকে যদি ভাল কিছু হয়, অবশ্যই আরো বেশি বেশি করে প্রচার করা উচিত ।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

ফেরদৌসা রুহী বলেছেন: হুম, ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রচার না করলে ভালো কাজীর সঙ্গী সামর্থ জোগাড় হবে কিভাবে? দশের লাঠি একের বোঝা, বড় আকারে ভালো কিছুকে ছড়িয়ে দিতে প্রচার অপরিহার্য তবে দেখানোর জন্য কাজ না হলেই হল। শুভেচ্ছা আপু।

৩৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০১

খায়রুল আহসান বলেছেন: আন্তরিক ধন্যবাদ, আপনার এ প্রেষণামূলক লেখাটার জন্য। ক্যাপশনের ছবিটা দারুণ এপ্রোপ্রিয়েট, আর শুরুর তিনটে বাক্য উদবুদ্ধকরণ আর আনুপ্রেরণার জন্য যথেষ্ট ও যথার্থ। লেখাটাতে "লাইক"।
১৫ নম্বর মন্তব্যে ডাঃ প্রকাশ চন্দ্র রায় এর অল্প কথা খুব বেশী ভালো লেগেছে। ওটাতেও "লাইক"।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.