নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরদৌসা রুহী

আমার সম্পর্কে আসলে বলার কিছুই নেই। আমি অতি সাধারণ একজন মানুষ

ফেরদৌসা রুহী › বিস্তারিত পোস্টঃ

একটি বারবিকিউ পার্টি

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২



নিজের বাসায় যদি একই দিন কাউকে দাওয়াত না দেই, আমি অন্যদের বাসার দাওয়াত অবশ্যই গ্রহণ করি। আর দেখা গেল কেউ দাওয়াত দিল কিন্তু সেদিন আমাদের নিজেদের কোন পরিকল্পনা আগেই করা অথবা আমার বাসায় কারো দাওয়াত আগেই ঠিক করা, তখন প্রচন্ড মন খারাপ হয় দাওয়াতে যেতে না পারার কারনে।

এক বাসায় দাওয়াত দিল সারাদিনের জন্য। দুপুর থেকে খাওয়া দাওয়া, আড্ডা, গান বাজনা আর বিকেলে বারবিকিউ পার্টি।এদের পার্টিতে এত জোরে গান বাজানো হয় যে আমাদের সমস্যা হয় দীর্ঘ সময় বসে থাকতে। আবার সবাই গানের তালে তালে নাচতে থাকে। আমার যেহেতু নাচার অভ্যাস নাই তাই চুপচাপ বসে বসে দেখি। তাই চিন্তা করলাম বিকেলেই যাব। অল্প সময় থেকে বারবিকিউ পার্টিতেই যোগ দিব।




আমরা গেলাম ৫টার দিকে। শুভেচ্ছা বিনিময়ের পর আমাদের টেবিলে গিয়ে বসলাম। বসার সাথে সাথেই বিভিন্ন ব্র্যান্ডের এলকোহলের বোতল আমাদের সামনে দিয়ে গেল। সবাই যার যার টেবিলে বসে একটু পর পর এলকোহল পান করে আর সাথে বিভিন্ন শুকনা খাবার খায়। যেমন চিপস, বাদাম আরো অনেক কিছু। আমরা এলকোহল পান করিনা। বললাম জুস আর সফট ড্রিংক্স দিতে।



আমরা বসে বসে এইসব শুকনা খাবার চিবাই

আমার ছেলের আবার চিকেন বারবিকিউ খুব পছন্দ। সে আগেও এসেছে এই বাড়িতে তাই তার জানা আছে কোথায় বারবিকিউ করা হয়। সে আমাকে বলল ‘’মা চলেন দেখে আসি বারবিকিউ হয়েছে কিনা’’।আমি আর ছেলে গিয়ে দেখি বিরাট আয়োজনে চিকেন আর মাছের বারবিকিউ হচ্ছে। কেউ উল্টে দিচ্ছে চিকেন আর ফিস, কেউ তেল মাখাচ্ছে, কেউ সালাদ কাটছে। আমাদের পেছনে পেছনে যে বাসায় দাওয়াত সেই বাসার মালিক মিস্টার গডউইন ও গেল। যে টেবিলে সালাদ কাটা হচ্ছে সেই টেবিলে দেখলাম রেড ওয়াইনের বোতল। গডউইন গিয়েই বোতল খুলে চিকেন বারবিকিউ উপরে রেড ওয়াইন ঢেলে দিচ্ছে আর আগুনে পড়ে দাউদাউ করে আগুন আরো উপরে উঠছে।



দেখে মনে মনে বললাম এই সেরেছে, হয়েছে আর আমাদের বারবিকিউ খাওয়া। আমি আরো কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম দেখার জন্য মাছের মধ্যেও রেড ওয়াইন ঢালে কিনা।কিন্তু মাছে দেইনি। ছেলে বলে ‘’মা আমরা তো চিকেন বারবিকিউ খেতে পারব না, উপরে তো ওয়াইন ছিটিয়ে দিচ্ছে’’। আমি বললাম থাক বাবা তাদের অনুষ্ঠান, তারা তাদের মত করুক। আমি বাসায় গিয়ে তোমাকে চিকেন বারবিকিউ বানিয়ে দিব।



যে লোক বারবিকিউ করছিল সে আমাদের কথা শুনে বলল তোমাদের জন্য আলাদা করে ওয়াইন না দিয়ে করে দেই। কিন্তু আমার আর ইচ্ছেই হলনা। গডউইন তো আর জানেনা যে আমরা এলকোহল পান করিনা। আমরা মাছের বারবিকিউ খেয়েই চলে এসেছি। তারপর বাসায় এসে ছেলেকে চিকেন বারবিকিউ করে দিয়েছি।




মন্তব্য ৭০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

অন্ধবিন্দু বলেছেন:
গ্রহন বর্জনের এই সত্য গল্পটি বেশ চাঙ্গা করলো। এভাবে যদি আমরা সকলেই আমাদের মধ্যে সংযমের চেষ্টা করতে পারতেম। খুব ভাল হত। খুব ভাল।

ধন্যবাদ আপনাকে, ফেরদৌসা রুহী।
আপনি ও আপনার পরিবার ভাল থাকুক।

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

ফেরদৌসা রুহী বলেছেন: গ্রহণ বর্জনের এই সত্য গল্পটি বেশ চাঙ্গা করলো। এভাবে যদি আমরা সকলেই আমাদের মধ্যে সংযমের চেষ্টা করতে পারতেম। খুব ভাল হত। খুব ভাল।

অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।

আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রায়ই বলে '' আমি তো খেতে চাইনি, আমাকে জোর করে খাইয়েছে অথবা সবাই খাচ্ছে তাই মানা করতে পারিনি''।
যারা এসব বলে তারা মিথ্যায় বলে। নিজের ইচ্ছে না থাকলে কেউ জোর করে কিছু করতে পারেনা এসব ক্ষেত্রে। আর এরা এত অসভ্য নয় যে কাউকে জোর করবে বা অনুরোধ করবে এলকোহল পান করতে।
আপনিও ভাল থাকুন।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

সুমন কর বলেছেন: ওয়াইন না খাওয়াটাই ভালো কিন্তু প্রোগ্রামে একটু খেলে ক্ষতি কি ??

ছবি আর লেখা মিলিয়ে ভালো পোস্ট।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

ফেরদৌসা রুহী বলেছেন: আমরা এলকোহল এড়িয়ে চলি। যদিও আমার বাসায় কার্টুন কার্টুন এলকোহল গিফট আসে। সেসবও আমরা অন্যদের দিয়ে দেই।

যারা খায় সেটা তাদের ব্যাপার :)

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

কোলড বলেছেন: Red wine has 15% alcohol (max). Alcohol evaporates rapidly when heated. At the end of the cooking what you have is chicken/fish with flavor coming from the wine and it impacts the taste too in a subtle way.
So whats the rationale of not eating chicken/Fish cooked with red wine?

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমরা এলকোহল এড়িয়ে চলি। আর কোন খাবারে যদি ওয়াইন মেশানো হয় তাও আর খেতে ইচ্ছে হয়না।

যারা খায় সেটা তো তাদের ব্যক্তিগত ইচ্ছে। আর আমরা এভয়েড করি তাও নিজের ইচ্ছেতেই।

একটা ভিন্ন সংস্কৃতি নিয়ে আমার পোস্ট।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ফেরদৌসা! পরিচয় করিয়ে দিলে পরদেশীয় সংস্কৃতির সাথে!
ভাল থেক সব সময়!

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫

ফেরদৌসা রুহী বলেছেন: আকিফের তো মন খারাপ সে খেতে পারবেনা বলে।

সে বলে যদি আপনি না দেখতেন তাহলে তো খেয়ে ফেলতেন :D
আমি বললাম হুম না জেনে খেলে সমস্যা নাই। জেনেশুনে তো আর খেতে পারিনা।

অনেক ধন্যবাদ আপা। ব্যাপার কি আপনাকে এখন দেখিনা কেন

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ৫ম ভালোলাগা।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

ফেরদৌসা রুহী বলেছেন: ৫ম ভালোলাগার জন্য ধন্যবাদ।

অনেক ভালো থাকুন।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

জেন রসি বলেছেন: আমি হলে বোধহয় একটু পরখ করেই আসতাম।

আপনাদের জন্য শুভকামন। :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা অনেকেই তো পরখ করে। কিন্তু আমাদের ইচ্ছেই হয়না।

আমার বাসায় কার্টুন কার্টুন এলকোহল গিফট আসে। আমরা এসব ছুঁয়েও দেখিনা। যারা খায় তাদের দিয়ে দেই।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পরদেশীয় সংস্কৃতির সাথে পরিচিত হতে পেরে ভালো লাগলো ............ তবে মাই পরখ করবো না... খাইতে মুঞ্চায় না!

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

ফেরদৌসা রুহী বলেছেন: তবে মাই পরখ করবো না... খাইতে মুঞ্চায় না!

হা হা হা পরখ না করাই ভাল। একবার পরখ করলে নাকি রেগুলার অভ্যাস হয়ে যায় :)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
বারবিকিউ খুব প্রিয় :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

ফেরদৌসা রুহী বলেছেন: আমাদেরও প্রিয় কিন্তু আমরা খেতে পারিনি।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০১

আবু শাকিল বলেছেন: দেশের বাইরে থেকে বিদেশি সংষ্কৃতির সাথে বন্ধুত্ব স্থাপন না করতে পারা একটু কঠিন ই।
তবে এট্টু আট্টু মেরে দেয়া যায়।ভিত্রে ভিত্রে বাঙালি থাকলেই হইল।
আমি সিগারেট খাই না।বন্ধুদের সাথে যখন রাস্তায় দাঁড়াইয়া চা খাই।কখন যে বন্ধুর হাত থেকে ছিনিয়ে একটা সুখ টান হয়েই যায় :)
ভাল থাকবেন আপু।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

ফেরদৌসা রুহী বলেছেন: এখানে বন্ধুত্ত স্থাপন করাই তো সহজ। কোন কিছুতে কেউ কাউকে জোর করেনা।

আপনার ইচ্ছে হলে খাবেন, না হলে কেউ জোর করবেনা খেতে। আমার বাসায় কার্টুন কার্টুন এল্কোহল গিফট আসে, কিন্তু আমাদের কখনোই ইচ্ছে হয়না ছুঁয়ে দেখি। স্টোর করে রাখি তারপর যারা খায় তাদের দিয়ে দেই।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

জুন বলেছেন: আমিতো বাইরে থাকলে কোনটায় কি আছে করতে করতে সবাইকে বিরক্ত করে ফেলি ।
ভালোলাগলো আপনার লেখাটি :)
+

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

ফেরদৌসা রুহী বলেছেন: আমিও জিজ্ঞেস করি তবে মাঝেমাঝে।

ফিলিপিনে যেমন ডিম ভাজিতেও পিগ ইউজ করে এখানে আবার তা না। এখানে পিগ নেই বললেই চলে। তাই খুব বেশি জিজ্ঞেস করিনা।
তবে এল্কোহল এখানে পানির মতই তারা খায়।

আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে।

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি এখনো দ্বিধায় আছি। টেস্ট করতাম কি করতাম না? :)

বর্ণনায় ভালো লাগা জানবেন আপু।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

ফেরদৌসা রুহী বলেছেন: আমি এখনো দ্বিধায় আছি। টেস্ট করতাম কি করতাম না? =p~ যারা দ্বিধায় থাকে তারা টেস্ট করে বলেই মনে হয়।

আর আমার এক কথা আমি টেস্ট করব না ব্যস।

মন্তব্যের জন্য ধন্যবাদ

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আর আমার এক কথা আমি টেস্ট করব না ব্যস।


কথাটা আমার কাছে এমন লাগল যেন আমি আপনাকে ফোর্স করছি ওয়াইন মিক্সড বারবিকিউ খাওয়ার জন্য এবং আপনি আমাকে 'না' বলছেন। কিন্তু আমি মনে হয় সেরকম কিছু বলি নি।
আর দ্বিধান্বিত থাকাটা আপনার কাছে যেরকম সবার কাছে সেরকম নয়। ৩নং মন্তব্যটা দ্বিধাজড়িত করেছিল।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা এখানে কেউ কাউকে ফোর্স করেনা কোন কিছুর জন্য। আপনার সামনে এল্কোহল থাকবে, জুস থাকবে, সফট ড্রিঙ্কস থাকবে। আপনার ইচ্ছে আপনি কি খাবেন।
আমাদের দেশে যেমন অনেকেই বলে আরে একটু খান, টেস্ট করেন কিচ্ছু হবেনা। এখানে এসব কেউ বলবে না।
৩নং মন্তব্যে আমিও দ্বিধায় পরেছিলাম। আমার পোস্ট তো অন্য একটা কালচারের কথা বলা।

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২০

মনিরা সুলতানা বলেছেন: সেটাই ব্যক্তি স্বাধীনতা পুরোটাই
লেখা ভাল লাগলো আপু :)

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

ফেরদৌসা রুহী বলেছেন: হুম এখানে জোর করার কিছু নেই। কেউ জোর করেও না।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনি আমার মন্তব্যের সহজ কথাটা বুঝলেন না। আপনার পোস্টটা আমি পড়েছি। আর কালচার এর কথা যেটা বলছেন যেটা খুব সহজেই অনুমেয়।

আপনি আমার প্রথম মন্তব্যের প্রতিউত্তরে বলেছেন যে-
আর আমার এক কথা আমি টেস্ট করব না ব্যস।

আর একবার দেখে আসুন আপনার প্রতিমন্তব্যটা।

এইকথাটা আপনি কেন বললেন আমার বোধগম্য নয়। ব্যস শব্দটা ভালো লাগে নি।

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

ফেরদৌসা রুহী বলেছেন: আর আমার এক কথা আমি টেস্ট করব না ব্যস। এটা মজা করে বলা। আপনি এইটুকুও বুঝতে পারেন নি |-) এটা তো আমার কথা বললাম। অনেকেই বলে একটু টেস্ট করলে কি ক্ষতি , খেলে কি ক্ষতি। এখানে আমি আমার অবস্থানটা বললাম আপনাকে। এটা আমার নিজের জন্য বলা।

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: আসলে আপু ওই লাইনটার আগে পড়ে একখান ইমোটিকন দেওয়া উচত ছিল। তাইলে বুঝতে সুবিধা হতো। B:-/

তবু এক্ষেত্রে আমি আমার খটাশ করে কথা ধরা অভ্যেসরেই দায়ী করছি। :|

ভালো থাকবেন আপু। সতত।

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

ফেরদৌসা রুহী বলেছেন: যাক এখন তো বুঝেছেন, এতেই চলবে।

আপনিও ভাল থাকুন রাজপুত্র।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বহুদিন পর ফেরদৌসার একখানা চমৎকার লেখা পড়লাম। ওয়াইন ছাড়া বার বি কিউ হলে এক পেট খেতে পারি।

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

ফেরদৌসা রুহী বলেছেন: ওয়াইন ছাড়া বার বি কিউ হলে এক পেট খেতে পারি।

হা হা হা এজন্য আমরাও না খেয়েই এসেছি।

আপনি কি আমাদের প্রিয় হেনা ভাই? ফেসবুকে তো খবর নাই আপনার।

আমিও অনেক দিন পর আপনাকে দেখে আনন্দিত।

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

এস এম. আজিম বলেছেন: এভাবে আমাদের সবার উচিত সংযম ধরে রাখা। যদিও একবার আমি সেটা পারিনি কৌতূহল মেটাতে গিয়ে কিন্তু আর নয়। ভালো থাকবেন আপু।

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: সব ক্ষেত্রেই নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করা উচিত।

আরেকজন খাচ্ছে আমি কেন খাব না, আমি এই তত্ত্বে বিশ্বাসী না।

নিজের থেকে যা ভাল মনে হয় তাই করা উচিত।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটু চেখে দেখতেন রুহী !
পরে না হয় মুজতবা আলীর মত বলতেন ,
'' আমার এ পাপ মন বলে , না জেনে খেলে শুকরের মাংস খেতে ভালই লাগে ।'' :P

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

ফেরদৌসা রুহী বলেছেন: আমি জেনেশুনে খেতে পারব না।

অবশ্য না জেনে খেলে তো সমস্যা নাই :)

মুজতবা আলীর কথা শুনে হাসলাম।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

অর্বাচীন পথিক বলেছেন: দেশের বাইরে যারা থাকে তাদের এই সমস্যার কথা প্রায় শুনি যে খাবারে ওয়াইন ব্যবহারের কারনে অনেকে অনেক লোভনীয় খাবার খেতে পারে না। তবে কিছু মানুষের কথা ও শুনি যারা "চামে চামে ওয়াইন ঝেড়ে দেয় :P "

বাবা টার জন্য মন খারাপ হল "ছেলেটা চিকেন বারবিকিউ ওখানে খেতে পারলো না"

অনেক অনেক ভাল লাগলো আপু

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১

ফেরদৌসা রুহী বলেছেন: তবে কিছু মানুষের কথা ও শুনি যারা "চামে চামে ওয়াইন ঝেড়ে দেয়

হা হা হা এমনি বেশি। তবে আমার আমাদের এসবে আগ্রহ নেই।

সমস্যা নেই, আকিফও এখন জানে আমাদের কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত না।

বাসায় এসে করে দিয়েছি।

অনেক ধন্যবাদ

২০| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

অগ্নি সারথি বলেছেন: নিজের বাসায় কিভাবে বানালেন রেসিপিটা দিলেও মন্দ হত না।

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

ফেরদৌসা রুহী বলেছেন: আচ্ছা দেখি একদিন এই নিয়ে একটা পোস্ট দিয়েই দিব।

মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

২১| ২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

তার আর পর নেই… বলেছেন: বারবিকিউ আমার খুব ভাল লাগে। ছবি দেখেই খেতে ইচ্ছে করছিল।
তবে শুধু ওয়াইনের স্বাদ নিতে ইচ্ছে করে। কৌতুহল +++

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১২

ফেরদৌসা রুহী বলেছেন: ছবি দেখেই খেতে ইচ্ছে করছিল।
তবে শুধু ওয়াইনের স্বাদ নিতে ইচ্ছে করে।
:D

একবার এই স্বাদ নিলেই আরেকবার নিতে ইচ্ছে করে শুনেছি।

অনেক ধন্যবাদ আপনাকে পোস্টে মন্তব্যের জন্য।

২২| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

কল্লোল পথিক বলেছেন: চমৎকার অভিজ্ঞতা তুলে ধরার জন্য ধন্যবাদ।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১৮

ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ পোস্ট দেখে মন্তব্যের জন্য।

২৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

তানজির খান বলেছেন: বার বি কিউ নিয়ে সুন্দর পোস্ট।

আমরা ওয়াইন খাইনা। দারুণ বলেছেন। শুভেচ্ছা ও ভালবাসা নিবেন।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২০

ফেরদৌসা রুহী বলেছেন: হুম আমরা এলকোহল আছে এমন কিছু এড়িয়েই চলি।

আপনার জন্যও শুভকামনা রইল।

২৪| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২

সাহসী সন্তান বলেছেন: রোল নং ২৪! উপস্থিত স্যার (একটু আস্তে হবে, কারণ লেট ফি দেওয়া লাগতে পারে)! :`>



চমৎকার পার্টি, আর অসাধারন সব খানাপিনা! তবে শেষে কড়া এক কাপ চা হলে তৃপ্তির ঢেকুর তুলতাম আপু! আপনার চমৎকার অভিজ্ঞতার কাহিনি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু!

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৬

ফেরদৌসা রুহী বলেছেন: এখানে কেউ চা সিগারেট খায় না।

খালি লাল পানি নিয়েই থাকে :)

আর চা খেলে মনে হবে দুধ খাচ্ছেন। কত রকমের অভিজ্ঞতা হয় প্রতিদিন। ভালই লাগে, অভিজ্ঞতার ঝুলি লম্বা হয়।

কোন সমস্যা নাই দেরিতে আসছেন বলে, তারজন্য শরমিন্দা হওয়ার দরকার নাই :)

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


কোন দেশে?

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

ফেরদৌসা রুহী বলেছেন: নাইজেরিয়া

২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ইরাম একটা বারবিকিউ ফার্টিতে কেউ আমারে ফেলাইয়া আহে না ক্যারে :((

পেদুচা আফা, আমনে কই :(

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

ফেরদৌসা রুহী বলেছেন: ইরাম একটা বারবিকিউ ফার্টিতে কেউ আমারে ফেলাইয়া আহে না ক্যারে =p~ =p~

আইচ্ছা এরফর ইরাম ফার্টির দাওয়াত ফাইলে আমি আফনেরা ছাড়া যাইতাম না ;)

আমি কই তা কি এখনো জানুইন না :((

২৭| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮

ঘূণে পোকা বলেছেন: আপা আপনার বাসায় দাওয়াত চাই , পুরা সব সামুবাসী হজ্ঞলে মিল্যা যাইমু :-P

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১২

ফেরদৌসা রুহী বলেছেন: আচ্ছা হজ্ঞলে আসেন কিন্তু পাসপোর্ট ভিসার ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে :)

২৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৮

ঘূণে পোকা বলেছেন: আর যদি একলা আসি তাইলে কি পাসপোর্ট ভিসা লাগবে না ;)

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৫

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা একলা আসলেও লাগবে। এসব ছাড়া উড়াল দিবেন কেম্নে B-)

২৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

প্রামানিক বলেছেন: বারবি কিউ দেখে তো মুখে জল এসে গেল। চমৎকার পোষ্ট। ধন্যবাদ

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

ফেরদৌসা রুহী বলেছেন: হুম বারবিকিউ দেখে আমরাও খেতে চেয়েছিলাম কিন্তু খেতে পারিনি :(

অনেক ধন্যবাদ প্রামানিক ভাই মন্তব্যের জন্য।

৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২

নুরএমডিচৌধূরী বলেছেন: অনেক শুভেচ্ছা আপু! পরিচয় করিয়ে দিলেন পরদেশীয় সংস্কৃতির সাথে!
ভাল লাগা জানবেন
ভাল থাকবেন
লিখায়+++++

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭

ফেরদৌসা রুহী বলেছেন: হুম চেষ্টা করি পরদেশি সংস্কৃতির সাথে একটু পরিচয় করাতে।

অনেক ধন্যবাদ আপনাকে পোস্টে মন্তব্যের জন্য।

৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

তৌফিক মাসুদ বলেছেন: আপু, আপনার নাইজেরিয়ার অভিজ্ঞতাগুলো পুরনো দিনগুলি মনে করে দেয়। অনেক পছন্দের মানুষ আর পাইনা।

ভাল লাগল লেখা পড়ে।

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

ফেরদৌসা রুহী বলেছেন: আমি এখনো নাইজেরিয়াতেই আছি।

আসলেই আগে ব্লগে কি সুন্দর দিন কাটাইতাম, সেসব এখন ইতিহাস।

যাক এখন এই ব্লগে আমরা অনেকেই আছি।

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

আমিই মিসির আলী বলেছেন: যে উদ্দশ্য ছিলো ঐটা বৃথা গেল! তবে আপনার বাস্তবতার গল্প ভালো লাগছে! সংযম ঠিকাছে। পছন্দের জিনিস তো ঘরেও তৈরি করা যায়!


আমি একটা বুদ্ধি দিতে চাই! দাওয়াত গ্রহন করার আগে একটা শর্তযুক্ত লিস্ট হাতে ধরিয়ে দিবেন! =p~

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯

ফেরদৌসা রুহী বলেছেন: আমি একটা বুদ্ধি দিতে চাই! দাওয়াত গ্রহন করার আগে একটা শর্তযুক্ত লিস্ট হাতে ধরিয়ে দিবেন! :)

হা হা হা দারুণ বুদ্ধি দিয়েছেন। এরপর এই চিন্তাই করতে হবে।

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৩৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ইচ্ছে হলে খাবু, নালি খাবু না। এটাই বড় কথা। কিন্তু অনেকে জোরাজুরিও করে, যে কারণে সম্পর্কটাও তেতো হয়ে যায়।

৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

ফেরদৌসা রুহী বলেছেন: ইচ্ছে হলে খাবু, নালি খাবু না। এটাই বড় কথা। কিন্তু অনেকে জোরাজুরিও করে, যে কারণে সম্পর্কটাও তেতো হয়ে যায়।

হুম। আমাদের মত অনেকেই আছে সরাসরি মানা করি এবং কেউ জোর ও করবেনা খেতে।

আবার আরেক শ্রেণি আছে ওরা বলে ' আমি তো খেতে চাইনি, বন্ধুদের পাল্লায় পড়ে অথবা বেশি জোর করেছে তাই একটু টেস্ট করেছি'। আর এই শ্রেণীটা চান্সেই থাকে আসলে।

কিন্তু আসলেই যদি কেউ খেতে না চাই তাহলে অন্য কেউ জোর করে কিছুই করতে পারেনা।

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৩৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাগ্যিস চেখে দেখেন নাই :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা

হুম অবশ্য চেখে দেখার ইচ্ছাও নাই :)

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৩৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লাগল আপনাদের বার-বি-কিউ কাহিনী, শুভেচ্ছা। :)

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ২:৪৬

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমিও আনন্দিত।
ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.