নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরদৌসা রুহী

আমার সম্পর্কে আসলে বলার কিছুই নেই। আমি অতি সাধারণ একজন মানুষ

ফেরদৌসা রুহী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার আপার রান্না

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১০



ব্লগে অনেকেই খাবার দাবার নিয়ে ছবি পোস্ট করে। আর ছবির মজার মজার খাবার দেখে আমরা ভার্চুয়াল স্বাদ নেই। অনেকের মুখেই লালা ঝরে। আমরা অনেকেই আবার জানি যে এই জীবনে উনার হাতের রান্না খাওয়া সম্ভব না তাও মজার মজার খাবার দেখে বলি ‘’অনেক মজা হয়েছে, কবে দাওয়াত দিবেন’’। আরো নানা কথা।





কিন্তু শুধু ছবি দেখে ভার্চুয়াল খাবারের স্বাদ নেওয়ার মানুষ আমি না। অনন্ত জলিল না হয়েও অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ।এই ব্লগের কামরুন নাহার বীথি আপাকে যারা নিয়মিত ব্লগিং করেন, অনেকেই চেনেন। উনার সাথে আমার ভার্চুয়াল পরিচয় অনেক বছরের।একবার আমার বাসায় অনেক ব্লগার ভাইবোন নিয়ে আড্ডা দিয়েছিলাম।কামরুন নাহার আপা তখন উনার নিজ হাতে বানানো চিকেন ফ্রাই আর পায়েস নিয়ে প্রথমবার ভার্চুয়াল লাইফ থেকে রিয়েল লাইফে পদার্পন করেছিলেন।সেই পায়েস নিয়ে ব্লগার ভাইবোনের মধ্যে কাড়াকাড়ি লেগে গিয়েছিল। আহা কি আনন্দ হয়েছিল সেদিন। এই সামু ব্লগের ব্লগ রত্ন ওরফে আমার ব্লগ বন্ধু সেদিন কি সারপ্রাইজ ই না দিয়েছিল আমাকে। যাক সেই কথা আরেকদিন হবে।



নাহার আপার বাসা আমার বাসার খুবই কাছে। কিন্তু যাব যাব করে যাওয়া হয়নি। অবশেষে আমি যখন আবার দেশের বাইরে চলে আসার সিদ্ধান্ত নিলাম তখন উনি উনার বাসায় আমি সহ আরো কয়েকজন ব্লগারকে রাতে খাওয়ার ও আড্ডার দাওয়াত দিলেন। আমার তখন অবস্থা খুবই খারাপ। দুইদিন পর চলে আসবো তাই অনেক কাজ আবার দাঁতেও সমস্যা। দাওয়াতে যাওয়ার আগে গেলাম আমার ডেন্টিস্টের কাছে, বললাম ‘’ডাক্তার সাহেব আজকে দাওয়াতে যাব, কিছু কি খাওয়া যাবে’’। ডাক্তার সাহেব বললেন অবশ্যই।



তারপর গেলাম নাহার আপার বাসায়। গিয়ে দেখি খাবার নিয়ে এলাহি কারবার। নানা রকম আইটেমে টেবিল ভর্তি। হাল্কা নাস্তা করে উনার বাসা দেখলাম।সবচেয়ে ভালো লেগেছে উনার বাসায় অনেক লোকজন দেখে। উনার শাশুড়িও উনার সাথেই থাকেন।উনার শাশুড়ির রুমটা অনেক সুন্দর। দক্ষিণের বারান্দা দিয়ে শো শো করে বাতাস আসে। সেদিন আমার দাঁতে সমস্যা থাকার জন্য সব খাবার টেস্ট করতে পারিনি।তবে এরপর দেশে যখনি যাব অবশ্যই উনার মজার মজার খাবার খেতে বার বার উনার বাসায় যাব।



মেইন ডিশের পর আরো অনেক রকম ডেজার্ট ছিল। যেমন জর্দা, পায়েশ,দই, মিষ্টি আরো যেন কি কি। ছবি তুলতে মনে ছিলনা। আসল কথা বলতেই ভুলে গেছি। নাহার আপার বর মানে ভাইয়ার হাতে বানানো বুরহানিটা ছিল অসাধারণ।

মন্তব্য ৯৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩

বিজন রয় বলেছেন: কোন ব্লগার আপা?

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭

ফেরদৌসা রুহী বলেছেন: কামরুন নাহার বীথি আপা

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

বিজন রয় বলেছেন: কামরুন নাহার বীথি ??

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯

ফেরদৌসা রুহী বলেছেন: হুম

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

ফারিহা নোভা বলেছেন: আপু আমি কবে খাব :(
ইস কি লোভনীয় পোস্ট

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২১

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা এসব রান্না আমি করিনি। এই ব্লগের সবার পরিচিত ব্লগার আপা ''কামরুন নাহার বীথি'' আপার রান্না এসব।

উনার বাসায় গিয়ে হাজির হন, উনি মজার মজার রান্না খাওয়াবেন অবশ্যই।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭

শায়মা বলেছেন: হাও মাও খাও
খানা পিনার গন্ধ পাও.......

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২২

ফেরদৌসা রুহী বলেছেন: খালি গন্ধ পেলে হবে???? খাবার খেয়ে যাবেন কিন্তু ;)

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭

রাজসোহান বলেছেন: থ্রিডি প্রিন্টারের বিশ্বব্যাপী বাজারজাত হইলেই এইসব সমস্যা হয়ে যাবে।

তখন খালি খাবার প্রিন্ট করবো আর খাবো B-))

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪

ফেরদৌসা রুহী বলেছেন: থ্রিডি প্রিন্টারের বিশ্বব্যাপী বাজারজাত হইলেই এইসব সমস্যা হয়ে যাবে।

তখন খালি খাবার প্রিন্ট করবো আর খাবো
=p~

কবে আসবে সেদিন, অপেক্ষায় রইলাম।

এসেছেন যখন অবশ্যই খেয়ে যাবেন।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪

শায়মা বলেছেন: একটু খাবার কি দিয়েও যাবো?

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা সব একা খাবেন না, কিছু অন্যদের জন্য রেখে যাবেন। আর আপনার হাতে তৈরী স্পেশাল কোন খাবার থাকলে দিয়েও যেতে পারেন।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: মাত্র খাই আসলাম। এখন এগুলা দেখি আবার খাইতে মুঞ্চায়।।
কিতা করাম কন! :-P

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৩

ফেরদৌসা রুহী বলেছেন: খাওয়ার পর ডেজার্ট খাওয়া যায়। একটু পায়েস খেয়ে যাবেন।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

শায়মা বলেছেন:

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫

ফেরদৌসা রুহী বলেছেন: ওয়াও আপনিও দেখি নাহার আপার মত পাকা রাঁধুনি

৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

শায়মা বলেছেন:

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩

ফেরদৌসা রুহী বলেছেন: এগুলি না খেয়ে কিভাবে বলব কেমন হয়েছে।

দাওয়াত দেন খেয়ে তারপর বলব স্বাদ কেমন :P

১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

সাহসী সন্তান বলেছেন: রুহিপু, বীথি আপুর বাসার ছাদে না ফুল বাগান আছে? সেইটার কথা তো কিছু কইলেন না?

আমার জান্টুস 'কইতরি'রে নিয়ে উনার বাসায় কিন্তু হানিমুন করার কথা বার্তা আছে? ফটোগ্রাফার হিসাবে থাকবেন সামুর বিখ্যাত ব্লগার 'বোকা মানুষ বলতে চায়' ভাই! কথাবার্তা কিন্তু আগের থেকেই ফাইনাল? তবে সেইটা অবশ্য বিয়ের পর..... ;)

এখন কন, হানিমুন হিসাবে বীথিপুর ছাদ কি পারফেক্ট হবে? ওহ, উনি ছাদে আমাদের বসার জন্য একটা দোলনা না কি জানি সেট করতে চাইছিল, সেইটার খবর কি? :P

আপনার খানা পিনার পোস্ট এবং গল্প ভাল্লাগলো! শুভ কামনা জানবেন!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬

ফেরদৌসা রুহী বলেছেন: আমরা যখন উনার বাসায় গিয়েছিলাম তখন রাত। আর উনার বাসার ছাদে তখন কাজ চলছিল। তাই বাগান দেখতে পারিনি।

তবে আপার বারান্দায় দেখেছি অনেক রকম গাছ।

ভাল বুদ্ধি। আপনার বাসায় হানিমুনের চিন্তাটা ভালো। আর আমার বাসা যেহেতু আপার বাসার কাছেই তাই আমার বাসায় নতুন বউ নিয়ে চা নাস্তার অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। ;)

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

দূরত্ব বলেছেন: এ সব দেখিয়ে লোভ লাগিয়ে লাভ নাই আমি এ সব খাব না তোমার পুদিনা পাতার চা খাব। একদিন সবাইকে পুদিনা পাতার চা এর দাওয়াত দাও।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০১

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা এত কষ্ট করে আমার ব্লগ বাড়িতে আসছো, না খেয়ে কেন যাবে। কিছু একটা খেয়ে যাও।

আচ্ছা একদিন পুদিনা চা পার্টির আয়োজন করবো ভাবছি।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০১

সাহসী সন্তান বলেছেন: চায়ের দাওয়াত গ্রহণ করলাম। তবে আগেই বলে রাখি, আমার জন্য রং চা (লিগার কম, চিনি কড়া), আর কইতরির জন্য দুধ চা। সাথে হালকা পাতলা টা হইলেও কোন সমস্যা নেই! ;)

বীথিপুরে ব্লগে অনেক মিস করি। ইদানিং তো উনাকে আর ব্লগে দেখাই যায় না। হয়তো ব্যস্ত আছেন সেজন্য, তবে আসলেও বীথিপু খুউউউউউউউব ভাল!

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

ফেরদৌসা রুহী বলেছেন: তবে আগেই বলে রাখি, আমার জন্য রং চা (লিগার কম, চিনি কড়া), আর কইতরির জন্য দুধ চা। সাথে হালকা পাতলা টা হইলেও কোন সমস্যা নেই!

হা হা হা আচ্ছা সমস্যা নাই।রং চা, দুধ চা , চায়ের সাথে টা সবই থাকবে। তার আগে বিয়ের দাওয়াত যেন পাই।

আপা মনে হয় ব্যস্ত। দেখি আপার সাথে কথা বলব। হুম উনি আসলেই অনেক ভালো মানুষ।

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

ফরিদ আহমাদ বলেছেন: ব্যাচেলরদের জন্য এই পোষ্টটা বিশেষ উপযোগী।

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

ফেরদৌসা রুহী বলেছেন: ব্যালেচরদের পোস্টের চেয়ে দাওয়ার জরুরী ;)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: বীথি আপা আমারে দাওয়াত দেয় নাই..... :(( ক্ষুধা লাগছে.....

শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ফেরদৌসা রুহী বলেছেন: বীথি আপা আমারে দাওয়াত দেয় নাই

তখন হয়ত আপনাকে চিনতো না, এখন তো চিনে। আবার ব্লগারদের দাওয়াত দিলে অবশ্যই দাওয়াত পাবেন।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০

প্রামানিক বলেছেন: নাহার আপার বাসায় যে যায় সেই নাক ডুবায়ে খায়, অথচ নাহার আপা আমারে দাওয়াত দেয় না।

চমৎকার পোষ্ট। ধন্যবাদ বোন ফেরদৌসা রুহী।

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

ফেরদৌসা রুহী বলেছেন: নাহার আপার বাসায় যে যায় সেই নাক ডুবায়ে খায়, অথচ নাহার আপা আমারে দাওয়াত দেয় না।

হা হা হা আমার দাঁতে সমস্যা ছিল তাই ভালমতো খেতে পারিনি তাই নাক ডুবানোর প্রশ্নই আসেনা।

আরেকবার আয়োজন করলে অবশ্যই দাওয়াত দিবে।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

এন.এ.আনসারী বলেছেন: নাহার আপা একা একা খেলে পেট কিন্তু ব্যথা করবে বলে দিলাম কিন্তু ;) B-) :)

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

ফেরদৌসা রুহী বলেছেন: রান্না করেছে নাহার আপা। খেয়েছি তো আমরা :)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুটো ইন্দ্রিয়ের মধ্যে নাক দিয়ে ঘ্রান নিলে নাকি অর্ধেক ভোজন হয়ে যায়, আর একটা ইন্দ্রিয় চোখ দিয়ে দেখলে কী এক চতুর্থাংশ ভোজন হয়ে যায়? তাহলে সবগুলো খাবারের চার ভাগের এক ভাগ খেয়ে গেলাম। ধন্যবাদ ফেরদৌসা।

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

ফেরদৌসা রুহী বলেছেন: দুটো ইন্দ্রিয়ের মধ্যে নাক দিয়ে ঘ্রান নিলে নাকি অর্ধেক ভোজন হয়ে যায়, আর একটা ইন্দ্রিয় চোখ দিয়ে দেখলে কী এক চতুর্থাংশ ভোজন হয়ে যায়? তাহলে সবগুলো খাবারের চার ভাগের এক ভাগ খেয়ে গেলাম।


ঢাকা এলে নাহার আপাকে শুধু একটু ইনফর্ম করবেন। তখন দেখবেন বাস্তবেই আরো মজার খাবার খেতে পারবেন, তাও নাহার আপার হাতের রান্না।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ হেনা ভাই।

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নাহ! এই ধরনের খাবার ছবি দেখে আমি হতাশ!

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা হতাশ হবেন না। সামনে আরো সুযোগ আসছে :)

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৮

রাবার বলেছেন: :(

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫

ফেরদৌসা রুহী বলেছেন: কি হয়ছে মন খারাপ কেন।

২০| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪

লালপরী বলেছেন: টেবিলের উপর এতশত খাবার দেখেতো জিভে পানি এসে গেল । আপনাকে মাইনাস দিলাম :(
শেষ ছবিটায় লাল ওড়না পরা কি আমাদের বাগান প্রিয় কামরুন্নাহার আপা ??
++++++++++

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

ফেরদৌসা রুহী বলেছেন: হুম ছবিতে যাকে এক ঝলক দেখা যাচ্ছে উনিই কামরুন নাহার আপা।

এত মজার খাবার আর দিলেন মাইনাস :( এটা অবিচার

২১| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: ফেরদৌসা, তুমি আমার বাসায় খাওয়ার ছবি দিলে, আর তোমার বাসার খাওয়ার ছবি কই?!?!? :)
অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য!!!!

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

ফেরদৌসা রুহী বলেছেন: আপা আজ তো আপনার রান্না নিয়ে পোস্ট তাই শুধুই আপনার রান্না।

অন্য সময় আবার আমার বিষয় নিয়ে পোস্ট দিমুনে।

কি হয়ছে আপনার, ব্লগে দেখা যায় না কেন আপা।

২২| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:



(একটা ক্ষুধা ক্ষুধা দৃষ্টিতে রাগের ইমো হবে)

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা রাগ করে আর কি হবে।

পরের বার কামরুন নাহার আপা অবশ্যই সবাইরে দাওয়াত দিবেন :)

২৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮

নেক্সাস বলেছেন: ক্ষুধা লাগছে। খাইতে দেন

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩

ফেরদৌসা রুহী বলেছেন: খাবার তো দেয়াই আছে। খেয়ে নিন :)

২৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭

আলভী রহমান শোভন বলেছেন: এত্ত এত্ত লোভনীয় খাবার কেন? :( ক্ষুধা লেগে গেছে। :'(

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬

ফেরদৌসা রুহী বলেছেন: অনেকেই খাবারের ছবি দেয়, তাই আমিও দিলাম আর কি।

আর এইসব খাবার আমাদের সবার প্রিয় ব্লগার কামরুন নাহার আপার হাতে রান্না করা।

২৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
খাইতে মঞ্চায়। :(

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

ফেরদৌসা রুহী বলেছেন: কত রকমের খাবার দিলাম, খেতে বসে যান ;)

২৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্ষিদা লাগিয়ে দেয়া পোস্টে মাইনাস :P

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০

ফেরদৌসা রুহী বলেছেন: আহারে এত কষ্ট করে ছবি তুলে এনে পোস্ট করলাম আর পাইলাম মাইনাস :((

২৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :(( :(( :((

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫২

ফেরদৌসা রুহী বলেছেন: কান্না বন্ধ করুন। এখনো অনেক খাবার বাকি আছে, তাড়াতাড়ি খেয়ে নিন :)

২৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪

ইমরাজ কবির মুন বলেছেন:
এইগুলা পোস্ট না দিলে কি হয়, হ্যাঁ? :|

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬

ফেরদৌসা রুহী বলেছেন: না দিলে তো বুঝতেই পারবেন না যে ব্লগের বাইরেও ব্লগারদের একটা জীবন আছে।

ব্লগার ও যে একজন ভালো রাঁধুনি হতে পারে এটাও জানা দরকার।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬

উল্টা দূরবীন বলেছেন: খাবারগুলা ডাইনলোড করন যাইবো? ক্ষিদা লাগলে খামু।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

ফেরদৌসা রুহী বলেছেন: এটাই সবচেয়ে ভালো বুদ্ধি। একা খাবেন না, অন্যদেরও কিছু দিয়েন :)

৩০| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: দাওয়াত পাইলে কতোই না ভালো হইতো!

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০১

ফেরদৌসা রুহী বলেছেন: আবার খাবারের আয়োজন করলে অবশ্যই দাওয়াত পাবেন :)

৩১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: এইবারে পাইছি, নিজের বাসার ছবি গোপন করে ফেরদৌসা রুহী আরেকজনের বাসার খাওয়ার ছবি দিছে, যাতে কেউ তার কাছে খাওয়া নিয়ে দাবি করতে না পারে। এতো দেখি কৃপণের স্বভাব।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯

ফেরদৌসা রুহী বলেছেন: এইবারে পাইছি, নিজের বাসার ছবি গোপন করে ফেরদৌসা রুহী আরেকজনের বাসার খাওয়ার ছবি দিছে, যাতে কেউ তার কাছে খাওয়া নিয়ে দাবি করতে না পারে। এতো দেখি কৃপণের স্বভাব।


হা হা হা আমার বাসার খাবারের পোস্ট তো দেইনি তাই গোপনের প্রশ্নই আসেনা।

যেদিন আমার বাসার খাবারের ছবি দিব তখন সবই প্রকাশ হবে।

৩২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২

আবু শাকিল বলেছেন: রুহীপু আমি এত খাবার একসাথে খেতে পারি না ত
=p~ =p~

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

ফেরদৌসা রুহী বলেছেন: একসাথে খেতে কে বলছে।

কিছু ফ্রিজে রেখে দিন। দিনে দিনে খাবেন =p~

৩৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩

তাসলিমা আক্তার বলেছেন: মাথাটাই দিলেন আউলা ঝাউলা কইরা। আজ রাতে আর ঘুমই আসবেনা। এই পোস্টে দেরি কইরা লাভ নাই..যাই দেখি কামরুন নাহারের ব্লগে যাই। দেহা যাক, ব্যবস্থা কুছু একটা করতে পারি নাকি :) :)

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা কামরুন নাহার আপার পোস্টে গিয়া লাভ নাই।

উনার বাসার সব খাবার আমার পোস্টে।

না খেয়ে যাবেন না কিন্তু, অবশ্যই কিছু খেয়ে যাবেন :)

৩৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

তৌফিক মাসুদ বলেছেন: অনেক দিন পরে কিছু পরিচিত মানুষের নাম একসাথে পেলাম। খাবারের লোভতো রইলই, সাথে আনন্দ পেলাম যথেষ্ট।

শুভকামনা আপনাকে।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক দিন পরে কিছু পরিচিত মানুষের নাম একসাথে পেলাম। খাবারের লোভতো রইলই, সাথে আনন্দ পেলাম যথেষ্ট।

আসলেই আগের দিনগুলি খুব মিস করি।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আশা করি ভাল আছেন।

৩৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্ষিদা লাগিয়ে দেয়া পোস্টে মাইনাস :P
এক্কেরে হাছা কথা
মোরও কথা এইডাই;
নিজেরা খাইয়া মৌজে
পোষ্ট দ্যায় ছবিডাই। X((


০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

ফেরদৌসা রুহী বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্ষিদা লাগিয়ে দেয়া পোস্টে মাইনাস
এক্কেরে হাছা কথা
মোরও কথা এইডাই;
নিজেরা খাইয়া মৌজে
পোষ্ট দ্যায় ছবিডাই।
:(( :((


সবাই মাইনাস দিলে আমি পাস করব কেম্নে

৩৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: খাবার গুলো দেখে জিবে পানি এসে গেল। যাই হোক তার সাথে অাপনার উপস্থাপন ও অনেক সুন্দর হইছে।

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

ফেরদৌসা রুহী বলেছেন: উনি অনেক ভালো মানুষ।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ আয়োজন । বেশ ভাল লেগেছে ।

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

ফেরদৌসা রুহী বলেছেন: হুম অনেক মজার মজার খাবার আয়োজন ছিল। আমি অবশ্য সব টেস্ট করতে পারিনি।

৩৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

গোল্ডেন গ্লাইডার বলেছেন: ইরাম কইরা লোভ দেখানি ঠিক না। শেষের ছবিতে বিথি আপু আছে তার কাছে বিচার দিয়া গেলাম /:)

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা বিচার দিয়ে ভালো করছেন। আপা নিশ্চয় পরের বার দাওয়াত দিবেন সবাইকে।

৩৯| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৬

বোকামানুষ বলেছেন: এই রাত্রিবেলা এইসব পোস্ট দেখলে কান্নাকাটি করা ছাড়া আর কিছু করার নাই :(( :((

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

ফেরদৌসা রুহী বলেছেন: রাত্রিবেলা ঘুমানোর সময়, ঘুমিয়ে যাবেন, সকালে উঠে রান্না শুরু করবেন ;)

৪০| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: সাহসী সন্তান বলেছেন: রুহিপু, বীথি আপুর বাসার ছাদে না ফুল বাগান আছে? সেইটার কথা তো কিছু কইলেন না?

আমার জান্টুস 'কইতরি'রে নিয়ে উনার বাসায় কিন্তু হানিমুন করার কথা বার্তা আছে? ফটোগ্রাফার হিসাবে থাকবেন সামুর বিখ্যাত ব্লগার 'বোকা মানুষ বলতে চায়' ভাই! কথাবার্তা কিন্তু আগের থেকেই ফাইনাল? তবে সেইটা অবশ্য বিয়ের পর..... ;)

এখন কন, হানিমুন হিসাবে বীথিপুর ছাদ কি পারফেক্ট হবে? ওহ, উনি ছাদে আমাদের বসার জন্য একটা দোলনা না কি জানি সেট করতে চাইছিল, সেইটার খবর কি? :P
-------

সাস ভাই, আমি সত্যিই আনন্দিত, আপনারা আমার খবরাখবর জানতে চেয়েছেন!!!
আমার বাগানের কাজ মোটামুটি শেষ, তবে দোলনাটা লাগানো হয়নি,পরে হবে।
এখন অবশ্য সুন্দর একটা বসার জায়গা করেছি, ছবি দিলাম!
গ্রীষ্ম, বর্ষা, শরত, হেমন্ত, শীত, বসন্ত ---- যে কোন সময়ে চলে আসুন!!!!



১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

ফেরদৌসা রুহী বলেছেন: আপা আমাকে ছাদ বাগান দেখার দাওয়াত দেন নাই কিন্তু :(

ব্যস্ততা কাটিয়ে নতুন পোস্ট দিন।

৪১| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

কামরুন নাহার বীথি বলেছেন: আমার বাগান দেখার আমন্ত্রণ সব্বার জন্যই ছিল!! :)
এর মাঝে তুমিওতো ছিলে!!!

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

ফেরদৌসা রুহী বলেছেন: ইনশাআল্লাহ্‌ আপা পরের বার দিনের বেলা আসবো। আপনার সব গাছপালা দেখে যাব।

৪২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

জুন বলেছেন: ইশ জিভে জল আনা সব খাবার দাবার রুহা। শেষ ছবিতে বুঝি আমাদের প্রিয় কামরুন্নাহার আপু?? এই আপু দাওয়াত পাবো কবে? স্পেশালী বাগান আর খাবার দাবার এক্সট্রা :`>
ধন্যবাদ ফেরদৌসা রুহা ছবিগুলোর জন্য :)

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪

ফেরদৌসা রুহী বলেছেন: হুম শেষের ছবিতে কামরুন নাহার আপাকে হাল্কা দেখা যাচ্ছে।

আমি রাতে গিয়েছিলাম কারন রাতের প্রোগ্রাম ছিল, তাই বাগান দেখতে পারেনি, শুধু আপার বারান্দার কিছু গাছ দেখেছি।

আবার দিনে যাব আপার ছাদ বাগান দেখতে।

৪৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

আরজু পনি বলেছেন:

আজকে ইচ্ছের বিরুদ্ধে অন্যের মন রাখতে ভারী খাবার খেয়ে খুবই অস্বস্তিতে আছি!

আমাকে কাঁচা আমের ঝুস খাওয়ালে দাওয়াত নিতে রাজি আছি =p~

সম্পর্কের আন্তরিকতা আছে এই পোস্টে। সেটা অনেক ভালো লাগলো।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৯

ফেরদৌসা রুহী বলেছেন: ভারী খাবার আমাদের এখন প্রতি সপ্তাহে খেতে হয়। প্রতি শনিবারেই আমাদের বাংগালি গেট টুগেদার থাকে। আর ভাবিরাও মাশাআল্লাহ ৫০ রকমের উপর আইটেম দিয়ে টেবিল সাজায়। বেশির ভাগ চোখেই দেখি, কারন এত খাবার খাওয়া সম্ভব না। অল্প কয়েকটা নিয়ে টেস্ট করি।

হা হা হা কাঁচা আমের জুস কোন ব্যাপার হল। পরের বার কাঁচা আমের জুসও থাকবে, সাথে আপনিও :)

হুম ব্লগিং করতে এসে আমি চমৎকার কিছু মানুষ পেয়েছি, যাদের সাথে এখন পারিবারিক সম্পর্ক হয়ে গেছে।

৪৪| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯

আরজু পনি বলেছেন:
জুস** লিখতে ঝুস লিখেছি =p~

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩০

ফেরদৌসা রুহী বলেছেন: সমস্যা নাই, আপনি না বললেও বুঝতে পারতাম।

৪৫| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

মনিরা সুলতানা বলেছেন: একদিন আমরা ও /:)
আপুর খাবার আর আপনার লেখায় ++++

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪

ফেরদৌসা রুহী বলেছেন: অবশ্যই অবশ্যই, একদিন সবাই মিলে আবার হবে।

এত্তগুলি +এর জন্য অনেক ধন্যবাদ।

৪৬| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০

কামরুন নাহার বীথি বলেছেন: ঘুড়ি ব্লগে রব্বানী ভাই এই ছবি দু'টো পোষ্ট করেছিলেন!!
তোমরা আমাকে পাকা রাঁধুনি বলে ঘোষণা করেছ!! কিন্তু আমি যে কী, তা' কেবল আমিই জানি!! :) :)



১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭

ফেরদৌসা রুহী বলেছেন: রব্বানি ভাইয়ের ছবিগুলি ভাল হয়েছে।

কি বলেন আপা আপনি হচ্ছেন পাকা রাঁধুনি :) একজন ভালো মা।

৪৭| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: আন্তঃব্লগার এই সুসম্পর্ক দেখে মুগ্ধ হ'লাম। খাবারগুলো দেখেও। এর আগে একবার ওনার বাগানের ফুল দেখেও মুগ্ধ হয়েছিলাম বলে মনে পড়ে।
সুন্দর, ভালোলাগার পোস্ট।

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮

ফেরদৌসা রুহী বলেছেন: যখন থেকে ব্লগে এসেছি আমি বেশ কিছু চমৎকার মানুষ পেয়েছি ব্লগ থেকে। কামরুন নাহার আপাও তাদের একজন।

এই ব্লগে তো আমরা নতুন, এর আগে আমরা অনেকেই অন্য ব্লগে ছিলাম। সুন্দর একটা বন্ধন আছে আমাদের মধ্যে। ব্লগের বাইরেও আমাদের অনেক আড্ডা হয়, দেখা হয়।

নাহার আপার ছাদে ফুল বাগান আছে কিন্তু রাতে গিয়েছিলাম বলে দেখা হয়নি।

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

৪৮| ০৩ রা মে, ২০১৬ সকাল ৭:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ব্লগার আফার রান্না তো আমি খেয়েছি....
শুধু কামরুন নাহার আফা যে 'এলাহি কারবার' ঘটাতে পারেন, তা ধারণা করা যায়...
তার রান্না খাবার বাকি আছে... দেখি কপালে থাকলে ঠেকায় কে B-)


//আহা কি আনন্দ হয়েছিল সেদিন। এই সামু ব্লগের ব্লগরত্ন ওরফে আমার ব্লগবন্ধু সেদিন কি সারপ্রাইজ ই না দিয়েছিল আমাকে।//

সারপ্রাইজ দিয়েছিলাম? ... আহা... কিতা যে কন! ;)

৪৯| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৭

আমি তুমি আমরা বলেছেন: ব্লগে এত ভাইয়া-আপু, কেউ কোনদিন বলল না, আয়, দুটো ডাল-ভাত খেয়ে যা।

আফসুস, বড়ই আফসুস :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.