নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরদৌসা রুহী

আমার সম্পর্কে আসলে বলার কিছুই নেই। আমি অতি সাধারণ একজন মানুষ

ফেরদৌসা রুহী › বিস্তারিত পোস্টঃ

প্রবাসে একটুখানি বৈশাখের আমেজ

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪



শনি, রবি এই দুইদিন আমাদের এখানে সাপ্তাহিক ছুটি বলে আমরা যেকোন অনুষ্ঠান এই দুইদিনের যেকোন একদিন করার চেষ্টা করি। একদিন আনন্দ কর তারপরের দিন রেস্ট, এটাই এখন আমাদের নিয়ম হয়ে গিয়েছে। আগেই পরিকল্পনা ছিল আমরা পহেলা বৈশাখের অনুষ্টান করব দুইদিন পর। কথামত যে কয়জন বাংগালী আছে সবাই এবং সাথে আরো কিছু কলকাতার লোকজন মিলে আমরা সবাই একসাথে আয়োজন করেছি আমাদের বৈশাখ উদযাপনের।



সবাই যার যার বাসা থেকে কয়েকটা আইটেম রান্না করে নিয়ে এসেছে।যার বাসায় সবাই একসাথে হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে তাদের উপর দিয়েই গেল আসল ঝড়।কারন বেশির ভাগ দায়িত্ব তো উনাদেরই। আর বাঙ্গালী, ইন্ডিয়ান মিলে তো লোকজনও হয়েছে অনেক। একা একা আনন্দ করাতে আসলে কোন মজাও নেই। যার যার সামর্থ্য অনুযায়ী আনন্দ করা এবং অন্যদের মধ্যেও আনন্দ ছড়িয়ে দেয়া উচিত। আমাদের এখানে খুবই কম মানে হাতে গুনা কয়েকজন বাংগালি, তাই অন্যান্য দেশের মত বৈশাখি মেলা করার তো প্রশ্নই আসেনা। যা আনন্দ তা ঘরেই খাওয়া দাওয়া আর সাজগুজে সীমাবদ্ধ। বৈশাখ উপলক্ষে আজ তাই খানাদানা পোস্ট।


























সবার শেষে পানও ছিল।

সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। আনন্দে কাটুক সবার নতুন বছর।

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯

বিজন রয় বলেছেন: দারুন!!

বৈশাখী শুভেচ্ছা রইল।

১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৭

ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও বৈশাখী শুভেচ্ছা

২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

সুমন কর বলেছেন: বৈশাখ উপলক্ষে তৈরি খানাদানা পোস্ট দারুণ হয়েছে।

শুভেচ্ছা।

১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৭

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ধন্যবাদ।

বাংলা নতুন বছরের শুভেচ্ছা

৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

কল্লোল আবেদীন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা জানবেন।

১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮

ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও নতুন বাংলা বছরের শুভেচ্ছা

৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩

হাসান মাহবুব বলেছেন: ভাগ্যিস খাওয়া দাওয়া কৈরা এই পুস্ট দেখচি। নাইলে অভিশাপ সহ মাইনাচ দিতাম #:-S

১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৭

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা অভিশাপও দিতেন আবার মাইনাসও :-/

যাক আপনি খেয়ে এসেছেন দেখে আমিও বেঁচে গেলাম।

বাংলা নতুন বছরের শুভেচ্ছা

৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২০

কামরুন নাহার বীথি বলেছেন: দারূন মজা করেছো তোমরা!!!
দেশেও আমরা এমনটা করিনি (অবশ্য ওই দিন, একজনার গায়ে হলুদের দাওয়াত ছিল আমার)
ওই আফ্রিকায় এমন সুন্দর ইলিশ মাছও পাওয়া যায়!!!

নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ফেরদৌসা!!!!

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১

ফেরদৌসা রুহী বলেছেন: আপা এই ইলিশ বাংলাদেশের। অনেকেই দেশ থেকে আসার সময় নিয়ে এসেছিল।
তাহলে আপনি বৈশাখের আনন্দ গায়ে হলুদে করেছেন :) এটাও তো ভাল।

নতুন বছরের শুভেচ্ছা আপা।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭

জুন বলেছেন: একটুখানি নয় অনেক খানি মজাই করেছেন ফেরদৌসা রুহী । প্রবাসে থেকেও বাংলার সংস্কৃতিকে বুকে ধারণ করেছেন এটা সত্যি প্রশংসনীয় ।
খুব সুন্দর ছবিগুলো আর আয়োজন ।
+

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪

ফেরদৌসা রুহী বলেছেন: হুম অনেকখানি মজাই হয়েছে। সবাই সুন্দর সাজগুজ করে এসেছে। আমাদের এখানে অবশ্য সব ভাবিরাই গেট টুগেদারে সালোয়ার কামিজ আর নাহয় শাড়ি পড়েই আসে।

তাই আমাদের গেট টুগেদারে মনে হয় দেশেই বসে আছি।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

বাংলা নতুন বছরের শুভেচ্ছা রইল।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: বিদেশের বাড়িতে মাটি সানকি আইলো কোথা থেকে এটা তো আমার মাথায় ধরতেছে না। তবে আয়োজন চমৎকার।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬

ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের এখানে যারা আছে তারা ৬ মাস পর পরই দেশে আসা যাওয়া করে। তাই আসার সময় দেশ থেকেই এসব নিয়ে আসে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৮| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬

মানবী বলেছেন: বাহ! বেশ জমজমাট বৈশাখি পার্টি হয়েছে আপনাদের।

লোভনীয় খাবারের ্ছবির সাথে ক্যাপশন হলে সব চেনা সম্ভব হতো। যেমন ভর্তায় শুধু আলোভর্তা বুঝতে পারছি, আরেকটি মনে হয় চিঙড়ি ভর্তা, তৃতীয়টা বুঝতে পারছিনা।

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ ফেরদৌসা রুহী।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮

ফেরদৌসা রুহী বলেছেন: হুম পার্টি অনেক জমজমাটই ছিল। আমাদের এখানে সব পার্টিই জমজমাট হয়। ভাবীরা রান্না বান্নায় খুবই এক্সপার্ট। সেই সাথে ডেকোরেশনেও।

এখানে আলু ভর্তা, বেগুন ভর্তা, কলা ভর্তা, বরবটি ভর্তা। আসলেই ক্যাপশন দিলে ভালো হতো মনে হচ্ছে।

নতুন বাংলা বছরের শুভেচ্ছা। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৯| ২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: বাহারী খাবারের অায়োজন! খানদানী ব্যাপার-স্যাপার!

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা আশা করি আপনার বাংলা বছরের প্রথমদিন ভালোভাবেই কেটেছে।

নতুন বাংলা বছরের শুভেচ্ছা রইল।

১০| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০০

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল। :)

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২

ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও বাংলা নতুন বছরের শুভেচ্ছা

১১| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০১

মনিরা সুলতানা বলেছেন: মারাত্মক তো ...
অনেক মজা করেছেন বোঝা গেলো
শুভ কামনা :)

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪

ফেরদৌসা রুহী বলেছেন: হুম অনেক মজা করেছি সবাই মিলে।

খাবার আরো অনেক ছিল, সব দেয়নি, কি দরকার অযথা লোভ লাগিয়ে ;)

বাংলা নতুন বছরের শুভেচ্ছা রইল।

১২| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:



আপনি এমন দেশে আছেন, যেখানে পরিবার নিয়ে থাকা যায়; কিন্তু আরবদেশ, মালয়েশিয়ায় যারা আছে, তাদের জীবন ক্রীতদাসের জীবন।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৭

ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের এখানে বাংলাদেশি কিছু ইঞ্জিনিয়ার, অল্প কয়েকজন ডাক্তার আর অল্প কিছু এক্সপার্টেট আছে।

যারা আছে তারা সবাই খুবই ভালো পজিশনে তাই সবাই পরিবার নিয়েই থাকে।

নতুন বাংলা বছরের শুভেচ্ছা।

১৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২

কল্লোল পথিক বলেছেন: অনেক দেরিতে হলেও নববর্ষের শুভেচ্ছা জানবেন।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৭

ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও বাংলা নতুন বছরের শুভেচ্ছা

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৫

উল্টা দূরবীন বলেছেন: দারুণ। ছবিগুলোর সাজসজ্জা বেশ হয়েছে। সবশেষে পানের ছবিটা দেইখা লোভ লাগতেছে। মিষ্টি মশলা দিয়া যদি খাইতে পারতাম!!!

০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

ফেরদৌসা রুহী বলেছেন: এটা মিষ্টি পানই ছিল। মানে মিষ্টি মশলার পান।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

আমিই মিসির আলী বলেছেন: খাবারের ছবি দেখলেই খুদা পায়!! :(

এটা কি শুধু আমার সাথেই হয়!!

ভালো লাগলো।

০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১০

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা না এটা শুধু আপনার বেলায় না, সবার বেলায়ই হয়।
আমারো খাবারের ছবি দেখলে খেতে ইচ্ছে করে।

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: বিদেশ বিভূঁই এ মাটির সানকি দেখে একটু অবাকই হয়েছিলাম, পরে মন্তব্যের উত্তরে আপনার দেয়া তথ্য জেনে ভাল লাগলো এ কথা ভেবে যে প্রবাসে বাঙলার সংস্কৃতি লালন করার জন্য এই ভঙ্গুর পাত্রগুলোকেও এতটা যত্ন করে সেখানে নেয়া হয়েছে! খাওয়া দাওয়া বেশ মজার হয়েছিলো তা ছবি দেখেই বুঝতে পারছি।
ইলিশ মাছ এবং মাছের ডিম আমার খুব পছন্দের। ছোটবেলায় এ দুটো জিনিসের লোভ দেখিয়ে মা আমাকে দিয়ে অনেক কিছু করিয়ে নিতেন।
ছবির নীচে ছোট ছোট ক্যাপশন জুড়ে দিলে লেখাটা আরও আকর্ষণীয় হতো।

০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

ফেরদৌসা রুহী বলেছেন: হুম এতদূর থেকে আড়ং এর মাটির জিনিস বয়ে আনাটা আসলেই কষ্টের। আমাদের লোকজন কয়েকমাস পর পরই আসা যাওয়া করে, তাই একটা দুইটা করে আনতে আনতে অনেক হয়েছে।

ইলিশ মাছ আর ইলিশের ডিম আমারো খুব পছন্দ। মাছ কেনার আগে তাই দোকানিকে বলে নেই, ডিম আছে এমন মাছ যেন আমাকে দেয়। আমাদের এখানে ইলিশ মাছ পাওয়া যায় না, দেশ থেকেই সবাই বেশি করে নিয়ে আসে।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৭| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আহহ! এত্তোগুলো খাবার! কোনটা রেখে কোনটা খাই! যাক বিদেশ বিভুঁইয়ে রয়েছেন নাহলে কিন্তু দাওয়াত না দিলেও চলে যেতাম।বিদেশেও স্বদেশকে মনে রেখেছেন। ভালোই লাগছে। ভালো থাকুন।

০৫ ই মে, ২০১৬ রাত ১১:০০

ফেরদৌসা রুহী বলেছেন: হুম আমরা বিদেশে এসে স্বদেশকে ধারন করে রাখি। কোন কিছুই পরিবর্তন হয়না , শুধুই দেশ পরিবর্তন।

দেশে তো বৈশাখে আরো বেশি মজা হয়।

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

১৮| ০২ রা মে, ২০১৬ দুপুর ২:৩০

রুদ্র জাহেদ বলেছেন: বিদেশে থেকেও কত সুন্দরভাবে দেশীয় উৎসব হয়ে গেল।ভার্চুয়ালি উৎসবের আনন্দে বিলম্বে হলেও অংশগ্রহণ করলাম আপু

০৫ ই মে, ২০১৬ রাত ১১:০৪

ফেরদৌসা রুহী বলেছেন: ভার্চুয়ালি উৎসবে অংশ গ্রহন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৯| ০৩ রা মে, ২০১৬ সকাল ৭:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এত্তো খাবার আর এত্তো আনন্দের লেখাটি এত্তোদিন পরে কেন পড়লাম :(

ভাগ্যিস আমার মিতা মোঃ মঈনুদ্দিন (১৭ নম্বর মন্তব্য) আগেই মন্তব্য দিয়েছেন। তা না হলে তো আমার ইজ্জত পুরোটাই পান্তাভাতের সাথে মিশে যেতো B-)


ভান্দবি.... অনেক অনেক শুভেচ্ছা.... প্রবাসে সুখের থাকুক জীবনটি :)

০৫ ই মে, ২০১৬ রাত ১১:০৬

ফেরদৌসা রুহী বলেছেন: ভাগ্যিস আমার মিতা মোঃ মঈনুদ্দিন (১৭ নম্বর মন্তব্য) আগেই মন্তব্য দিয়েছেন। তা না হলে তো আমার ইজ্জত পুরোটাই পান্তাভাতের সাথে মিশে যেতো =p~

আসলেই আপনার মিতা একটা কাজের কাজ করছে। তারজন্য আমার পক্ষ থেকেও ধন্যবাদ।

আপনাদের ও ভালো কাটুক সময়।

২০| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৪

শোভন ব্লগ বলেছেন: খাবারগুলো দেখে খেতে ইচ্ছে করছে.

০৫ ই মে, ২০১৬ রাত ১১:০৭

ফেরদৌসা রুহী বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২১| ০৬ ই মে, ২০১৬ রাত ১:৩০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অবশেষে আমি আমার এক মিতার সাক্ষাৎ পেলাম। বহু বহু দিন পর মিতালীর স্বাদ পেলাম। ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই (১৯ নং কমেন্ট)। আমার বয়স চারের সময় একই দিনে জন্ম নেয়া একজনের সাথে আমার মিতালী হয়েছিল পরিবারের মুরুব্বিদের ইচ্ছেয়। আজ আবার সেই পূরণো স্মৃতি নাড়া দিয়ে গেলো। ধন্যবাদ মইনুল ভাই। ধন্যবাদ লেখক আপা সহমতের জন্য।।

২২| ২২ শে জুন, ২০১৬ সকাল ৭:৪৩

কালনী নদী বলেছেন: আপনিত বাঙ্গালি সংস্কৃতির ধারক বাহক! অসাধারণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.