নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরদৌসা রুহী

আমার সম্পর্কে আসলে বলার কিছুই নেই। আমি অতি সাধারণ একজন মানুষ

ফেরদৌসা রুহী › বিস্তারিত পোস্টঃ

মা” পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম

০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:১২



‘’মা’’ ছোট্ট একটা শব্দ কিন্তু এই জগতের শ্রেষ্ঠ শব্দ। সবচেয়ে মধুর ডাক। জন্মের পর থেকেই মা তার সন্তানকে কতটা কষ্ট করে মানুষ করেন তা আমি নিজে মা হওয়ার পর বুঝতে পেরেছি। সন্তানের মলিন মুখ মা কখনোই দেখতে পারেনা। নিজের কষ্ট হলেও মা হাসিমুখে সন্তানের কষ্ট দূর করার চেষ্টা করেন।

‘’মা’’ এই পৃথিবীতে সন্তানের শ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষী। ছোট সময় মাঝে মাঝে বিভিন্ন কারনে মায়ের সাথে রাগ করে বলতাম ‘’আপনি ভালো মা না’’। তখন আমার মা বলত ‘’ মায়ের মত আর কেউ কাউকে ভালবাসতে পারেনা। যদি অন্য কেউ মায়ের চেয়ে বেশি ভালবাসে তাহলে বুঝবি সে ডাইনী ‘’। তখন মায়ের এই কথার অর্থ বুঝতে পারতাম না, কিন্তু এখন বুঝতে পারি মা চিরন্তন সত্য ও অনেক মূল্যবান একটা কথা বলতেন। মায়ের চেয়ে বেশি কেউ এই পৃথিবীতে কাউকে ভালবাসতে পারেনা।




খুব কষ্ট লাগে যখন দেখি কোন সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করে। সন্তানের কাছে মায়ের চাওয়া তো খুব বেশি না। মায়ের সাথে হাসিখুশি কথা বলব, একটু সময় দিব, খোঁজ খবর নিব, এটুকুই তো আমাদের কাছে মায়ের চাওয়া। অথচ মায়ের এই সামান্য চাওয়াটুকু ও আমরা অনেকেই পূরণ করিনা। মায়ের মনে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ সুখি হয়েছে বলে জানা নেই। আমাদের সবার উচিত মায়ের সাথে সব সময় ভাল ব্যবহার করা। মায়ের মনে কষ্ট না দেয়া।



আজ ‘’মা’’ দিবস। মাকে ভালবাসার জন্য কোন দিবস লাগেনা। মায়ের প্রতি সন্তানের ভালবাসা চিরন্তন। তারপরও ‘’মা’’ দিবসে মাকে কোন উপহার দিলে, বাইরে বেড়াতে নিয়ে গেলে মা নিশ্চয় অনেক বেশি খুশি হবেন। মা দিবসে আমার একটাই প্রার্থনা ‘’ পৃথিবীর সকল মায়েরা অনেক অনেক বেশি ভাল থাকুক’’। আপনাকে অনেক ভালবাসি ‘’মা’’।

মন্তব্য ৩১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: মাকে ভালবাসার জন্য কোন দিবস লাগেনা। মায়ের প্রতি সন্তানের ভালবাসা চিরন্তন।

মায়ের প্রতি সন্তানের ভালবাসা চিরন্তন কিনা আমি নিশ্চিত নই, তবে সন্তানের প্রতি মায়ের ভালবাসা চিরন্তন এটা নিশ্চিত।
আপনার লেখা ভাল লাগল, ধন্যবাদ।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫০

ফেরদৌসা রুহী বলেছেন: মায়ের প্রতি সন্তানের ভালবাসা চিরন্তন কিনা আমি নিশ্চিত নই, তবে সন্তানের প্রতি মায়ের ভালবাসা চিরন্তন এটা নিশ্চিত।

আপনার কথাও যুক্তিপূর্ণ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

২| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: খুব কষ্ট লাগে যখন দেখি কোন সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করে। সন্তানের কাছে মায়ের চাওয়া তো খুব বেশি না। মায়ের সাথে হাসিখুশি কথা বলব, একটু সময় দিব, খোঁজ খবর নিব, এটুকুই তো আমাদের কাছে মায়ের চাওয়া। অথচ মায়ের এই সামান্য চাওয়াটুকু ও আমরা অনেকেই পূরণ করিনা। মায়ের মনে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ সুখি হয়েছে বলে জানা নেই। আমাদের সবার উচিত মায়ের সাথে সব সময় ভাল ব্যবহার করা। মায়ের মনে কষ্ট না দেয়া।

এ যুগের পুলাপান যেন ভুলতে বসেছে।!!! দু:খজনক।

এবারের দিবসের ওয়াদা হোক- আজ থেকে আর ভুল করেও মায়ের সাথে মন্দ ব্যবহারকে না বলুন।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: এবারের দিবসের ওয়াদা হোক- আজ থেকে আর ভুল করেও মায়ের সাথে মন্দ ব্যবহারকে না বলুন।


এমন হলে তো খুবই ভালো হত। কিন্তু তা হবেনা। কুলাংগার কিছু রয়েই যাবে।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:০০

রুদ্র জাহেদ বলেছেন: মায়ের মতো পৃথিবী কেউ নেই।অতুলনীয় মা।পৃথিবীর সকল মা ও সন্তান সুখী হোক।সুন্দর বলেছেন।আমাদের বাস্তবজীবনে এটাই কাম্য

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৪

ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

ধন্যবাদ বোন ফেরদৌসা।

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫১

ফেরদৌসা রুহী বলেছেন: পড়ার জন্য ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৫| ০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫১

ফেরদৌসা রুহী বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৬| ০৮ ই মে, ২০১৬ রাত ৯:৪৬

হাসান মাহবুব বলেছেন: সকল মা ভালো থাকুক, সন্তানেরা ভালো রাখুক।

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: সময় এখন খুবই খারাপ। মা সন্তান মেরে ফেলে, সন্তান মাকে মেরে ফেলে। তারপরও খারাপ সব বাদ দিয়ে ভালো থাকুক মা, ভালো থাকুক সন্তান।

৭| ০৯ ই মে, ২০১৬ সকাল ৭:৫৮

দূরত্ব বলেছেন: হুম

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৪

ফেরদৌসা রুহী বলেছেন: হুম

৮| ১০ ই জুন, ২০১৬ ভোর ৪:০১

কল্লোল পথিক বলেছেন:



সুন্দর পোস্ট।

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৪

ফেরদৌসা রুহী বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ

৯| ১৮ ই জুন, ২০১৬ রাত ১০:৩৩

জসিম বলেছেন: মায়ের জন্য ভালোবাসা.

ভালো থাকুন.

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৫

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন আপনিও।

১০| ২১ শে জুন, ২০১৬ রাত ৩:০৪

কাশফুল মন (আহমদ) বলেছেন: দারুণ হয়ছে

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৬

ফেরদৌসা রুহী বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১১| ২২ শে জুন, ২০১৬ সকাল ৭:৩৮

কালনী নদী বলেছেন: আপনার ছবিগুলা অসাধারণ, সেকারণে লেখাটা সংগ্রহে গেল!
সময় করে Click This Link লেখাটা ঘুড়ে আসলে, আশা করি ভালো লাগবে।

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার পোস্ট ঘুরে এসেছিলাম, আসলেই অনেক সুন্দর।

১২| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫২

প্রথমকথা বলেছেন: সুন্দর পোষ্ট ,,,,

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: ধন্যবাদ

১৩| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর লেখা

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৯

ফেরদৌসা রুহী বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ

১৪| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৬

খায়রুল আহসান বলেছেন: 'মা' দিবসে মাকে নিয়ে লেখা আপনার এ পোস্টটা পড়ে খুব ভালো লাগলো। সকল মারা তাদের সন্তানদের নিয়ে গর্বিত হতে পারেন, এমন সন্তানে পৃথিবী ভরে উঠুক,ীই কামনা করি।

১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০১

ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

ভালো থাকুক মা আর সন্তানেরা।

১৫| ১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

খায়রুল আহসান বলেছেন: আপনি দীর্ঘদিন ধরে আমার কোন পোস্টে আসছেন না। আশাকরি, একবার সময় করে ঘুরে যাবেন।

১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১১

ফেরদৌসা রুহী বলেছেন: ব্লগেই আসা হয়না অনেকদিন। অনেক ব্যস্ত ছিলাম।এখন অবশ্য ব্যস্ততা কম।তাই চেষ্টা করব ব্লগারদের লেখা পড়তে। আপনি তো আমার পছন্দের একজন ব্লগার। অবশ্যই পড়বো আপনার পোস্ট।

১৬| ০২ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:০৪

ডঃ এম এ আলী বলেছেন: ‘’মা’’ ছোট্ট একটা শব্দ কিন্তু এই জগতের শ্রেষ্ঠ শব্দ। সবচেয়ে মধুর ডাক। জন্মের পর থেকেই মা তার সন্তানকে কতটা কষ্ট করে মানুষ করেন তা আমি নিজে মা হওয়ার পর বুঝতে পেরেছি। সন্তানের মলিন মুখ মা কখনোই দেখতে পারেনা। নিজের কষ্ট হলেও মা হাসিমুখে সন্তানের কষ্ট দূর করার চেষ্টা করেন।


বিশেষ কোন কারণে মনটা খুব খারাপ লাগছিল ।প্রয়াত মায়ের কথা খুব মনে পরতে ছিল । সামুর পাতা নারা চারা করতে গিয়ে লিখাটি ভেসে উঠলো । মুগ্ধ হয়ে বার কয়েক পগেছি । খুব ভাল লাগল মনের ভিতরে অনেক স্বস্তি পাচ্ছি ।
ধন্যবাদ সুন্দর একটি লিখার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.