নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরদৌসা রুহী

আমার সম্পর্কে আসলে বলার কিছুই নেই। আমি অতি সাধারণ একজন মানুষ

ফেরদৌসা রুহী › বিস্তারিত পোস্টঃ

ঝুম বৃষ্টির রাতে বার্বিকিউ

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০৭



বার্বিকিউ করাটা আমার কাছে এত সহজ না, একটা প্রস্তুতির ব্যাপার আছে। আর আমাদের বাসাতেই যেহেতু মিনি বাংলাদেশ তাই প্রস্তুতিও বড় করেই নিতে হয়। মাঝে মাঝেই আমরা শনিবার রাতে আয়োজন করি বার্বিকিউর। রাত ১০টার পর ধীরে সুস্থ্যে বার্বিকিউ করা শুরু করি,আড্ডা আর খাওয়া দাওয়া করতে করতে রাত ২/৩টা বেজে যায়। শনি, রবি দুইদিন সাপ্তাহিক বন্ধ বলে আমরা এই শনিবারই ঘুরাঘুরির জন্য, কেনাকাটার জন্য অথবা বাসায় কোন অনুষ্ঠান করার জন্য, বাইরে দাওয়াতে যাওয়ার জন্য বরাদ্দ রাখি।


এখানেই আয়োজন করি আমাদের বার্বিকিউ করার। খোলা বারান্দায় বসে আড্ডা দিতে আর গল্প করতে করতে কখন যে সময় পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। বাইরে প্রচুর বৃষ্টি তাই ভেতরে বসে বৃষ্টি দেখা আর বার্বিকিউ করা দুটোই হয়ে গেল।





আমাদের বাসায় আরো অনেক দেশি ভাই আছে। তাদের দায়িত্ব দিলাম চিকেন কিনে মেরিনেট করার।মেরিনেট সব সময় আমিই করি কিন্তু বাইরে আমাদের কাজ ছিল, আর কখন ফিরবো তার ঠিক নাই তাই তাদের দায়িত্ব দিলাম। মেরিনেট করতে কি কি লাগবে তাও বলে দিলাম।

আমরা দুপুরের দিকে চলে গেলাম বাইরে কেনাকাটা ছিল কিছু তা করতে। বাইরে কেনাকাটা করতে করতেই অনেক রাত। বাসায় ফেরার পথেই শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টি নিয়েই বাসায় ফিরলাম রাত ১০টায়। আমাদের বাসার অন্য দেশি ভাইয়েরা বললো যদি আমাদের ক্লান্ত লাগে তাহলে আজকের প্রোগ্রাম বাদ দিবে। আমি বললাম প্রোগ্রাম বাতিলের কিছু নাই, যা সিদ্ধান্ত তাই হবে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাত ১১ টায় শুরু করলাম আমাদের বার্বিকিউ করা।





যখন বার্বিকিউ শুরু করা হল দেখলাম যে মেরিনেট তারা ভালোই করেছে কিন্তু চিকেনের চামড়া ছিলে ফেলেছে। বললাম সব সময় তো দেখেন চামড়া ফেলিনা আর আজকে আপনাদের দায়িত্ব দিলাম কিন্তু এটাও মনে রাখতে পারেননি।যাক তাও মেরেনেট করতে ভুলেনি এতেই আমরা খুশি। বাইরে ঝুম বৃষ্টিতেই শুরু হল আমাদের বার্বিকিউ করার কাজ। বারান্দার পাশে চেয়ার পেতে গল্প করতে করতে আর বৃষ্টি দেখতে দেখতেই হয়ে গেল আমাদের বার্বিকিউ করা শেষ, সাথে ছিল পুরনো দিনের বাংলা গান। এর ফাঁকে আমি কিছু নান রুটি আর আমার স্পেশাল পুদিনা আর টক দইয়ের একটা সস বানিয়ে নিলাম। খেতে খেতে রাত তিনটা। তাতে কি, সকালে তো আর অফিস যেতে হবেনা কাউকে।



আসলে খাওয়াটাই আসল না, মাঝেমাঝে একটু পরিবর্তন, আড্ডা,গল্পের দরকার আছে।

মন্তব্য ৫৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:১৫

সাদা মনের মানুষ বলেছেন: আপু একদিন আপনার হাতের বারবিকিউ খেতে চাই :-B

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:১৭

ফেরদৌসা রুহী বলেছেন: ইনশাআল্লাহ্‌ কোন একদিন যদি সময়ে মিলে যায় তাহলে অবশ্যই হবে।

আর ভেন্যু হবে কামরুন নাহার আপার বাসার ছাদ বাগান।

২| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: আমি দুই পায়ে খাড়া :D

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২১

ফেরদৌসা রুহী বলেছেন: কোন সময় সেই সুযোগ আসুক এই দোয়া করি।

৩| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:২৮

প্রামানিক বলেছেন: কামরুন্নাহার আপার ছাদ বাগানের বারবিকিউ থেকে আমি যেন বাদ না পড়ি। আমিও কিন্তু এক পায়ে খাড়া।

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩১

ফেরদৌসা রুহী বলেছেন: অবশ্যই আপনিও থাকবেন।
নাহার আপার ছাদ বাগানে যতজন ধরবে ততজনই থাকবে।

৪| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৪২

হৃৎ কোমল বলেছেন: আমিও যদি থাকতে পারতাম |
যদিও আমি জানিনা বার্বিকিউ কি?
আর, আপুর সাথে হয়তো এটাই আমার প্রথম কথোপকথন!

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৫

ফেরদৌসা রুহী বলেছেন: হুম আপনি থাকলে ভালো হতো, বার্বিকিউ কিভাবে করতে হয় দেখে নিতে পারতেন।

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম।

৫| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫২

দূরত্ব বলেছেন: মুরগির চামডাও রেখে দাও?ইয়াক ইয়াক।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: বেক্কল কোথাকার। বার্বিকিউ তো চামড়াসহ মুরগি দিয়েই করতে হয়, নাহলে মাংস কড়কড়া হয়ে যায়। খাওয়ার সময় চামড়া ফেলে দিলেই হয়।

৬| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৭

সুমন কর বলেছেন: আসলে খাওয়াটাই আসল না, মাঝেমাঝে একটু পরিবর্তন, আড্ডা,গল্পের দরকার আছে। -- এটাই মূল কথা।

ছাদে যাতে আমার একটি সিট (বসার) থাকে !! ......হাহাহাহা ;)

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

ফেরদৌসা রুহী বলেছেন: আচ্ছা আপনার জন্যও একটা একটা সিট থাকলো।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৭| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আহ! বার্বি কিউ? ছবি দেখে খেতে ইচ্ছে করছে। আমার জন্য দু'এক পিস রাখবেন ফেরদৌসা। হাঃ হাঃ হাঃ।

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকে তো বাসি খেতে দিতে পারিনা।

আপনাকে নতুন করে করে দিব, ফ্রেশ বার্বিকিউ খাবেন।

অনেক ধন্যবাদ হেনা ভাই মন্তব্যের জন্য।

৮| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৮

শামছুল ইসলাম বলেছেন: আপনার শেষের কথাটা খুব ভাললেগেছেঃ

//আসলে খাওয়াটাই আসল না, মাঝেমাঝে একটু পরিবর্তন, আড্ডা,গল্পের দরকার আছে। //

ভাল থাকুন। সবসময়।

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

ফেরদৌসা রুহী বলেছেন: দুই দিনের দুনিয়া। আজ আছি কাল নাই।
তাই নিজেদের মত করে সবারই উচিত একটু হাসিখুশির মধ্যে থাকা। এসব আমাদের ব্যস্ততা, একাকিত্ত থেকে মুক্তি দেই।

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৯| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সামমা,
আমরাও তো দুই পায়েই খাড়াই। ;)

এখনো বেশি লোক হয় না। আমার সিটখানা শিউর মনে হচ্ছে। B-)


সুন্দর পোস্ট আপু আর শেষ কথাটা ব্যস্তসমস্ত আমাদের মাঝে মাঝে শোনা উচিত।

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা আসলেই এখনো বেশি লোক হয় নাই। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সিট বরাদ্দ দেয়া হবে।
জীবনে ব্যস্ততা বা একাকিত্ত দূর করতে হবে মাঝে মাঝেই এসবের দরকার আছে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১০| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪০

সোহানী বলেছেন: আমি যেন বাদ না পরি আধা পায়ে খাড়া আছি কারন বিথীর ছাদের বাগানে আমার জন্য একটা রুম বরাদ্দ করা আছে, আমার রুমের পাশে বার্বিকিউ বলে কথা....

++++++++

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৬

ফেরদৌসা রুহী বলেছেন: সর্বনাশ তাহলে তো কোন অবস্থাতেই আপনাকে বাদ দেওয়া যাবেনা, অন্যদের ব্যাপারে কাটছাট করে হলেও আপনার জন্য একখান সিট অবশ্যই থাকবে।
বিথী আপা কিন্তু আমার প্রতিবেশি, কাছাকাছিই আমাদের বাসা।

১১| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৮

ঋদ্ধি বলেছেন: দেখতে বেশ সুস্বাদু লাগছে। খেতেও নিশ্চই মজা হবে। দোকানগুলোতে যা করে মনেহয় মুরগি সেদ্ধ খাচ্ছি।
অাপনার পরিবেশন শৈলী চিত্তাকর্ষক।

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১১

ফেরদৌসা রুহী বলেছেন: হুম দোকানেরটা কি আর বাসার মত হবে। তাই বাসাতে করায় ভালো। আমরা অবশ্য মাঝে মাঝে ইন্ডিয়ান রেষ্টোরেন্টে এটা খাই, তারা ভালো মতই বানায় এবং খেতেও মজা হয়।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

১২| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১২

সামিয়া বলেছেন: খুব ভালো লাগলো। হাজারো ঝামেলার মাঝে এই রকম টুকিটাকি বিনোদন প্রতিটা মানুষেরই প্রয়োজন।

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৫

ফেরদৌসা রুহী বলেছেন: খুব ভালো বলেছেন। আমি তো এক সপ্তাহ ঘরে থাকলেই অস্থির হয়ে যায় বাইরে ঘুরতে, খেতে, কেনাকাটা করতে। যদিও প্রতিদিনই বাইরে যায়, কিন্তু কাজের প্রয়োজনে যাওয়া আর ঘুরাঘুরির জন্য যাওয়া ভিন্ন।
অনেক ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য।

১৩| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপু, রেসিপি দেন!!

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩১

ফেরদৌসা রুহী বলেছেন: আমি একটা বড় মুরগিকে ৮ টুকরা করি চামড়া সহ। তারপর বার্বিকিউ মসলা, লাল মরিচ গুড়া, পেয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সামান্য তেল,অল্প লেবুর রস, লবন দিয়ে ৭/৮ ঘন্টা মেরিনেট করে রেখে দেই। অনেকে টক দই ইউজ করে মেরিনেটের সময়, আমি ইউজ করিনা। লাল মরিচের গুড়া একটু বেশি দেই। বেশি সময় মেরিনেট করে রাখলে মাংসের ভেতর মসলাটা ঠিকমত যেতে পারে। এইতো, তারপর আপনি ইলেক্ট্রিক নাকি কয়লা বার্বিকিউ করবেন আপনার ব্যাপার। বার্বিকিউ করার সময় মাংস উলটে দিয়ে হাল্কা তেল ব্রাশ করি।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৪

অনিসাদ রাজেদ বলেছেন: রেসিপি প্লিজ :) :)

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৩

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার মন্তব্যের উপরে দিয়েছি রেসিপি, কষ্ট করে দেখে নিন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২৪

মনিরা সুলতানা বলেছেন: আপনাদের আড্ডার সঙ্গী হলাম আপু !
শুভ কামনা :)

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৭

ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের আড্ডার ভার্চুয়াল সংগি হওয়ার জন্য অনেক ধন্যবাদ আপা।
আপনার জন্যও শুভ কামনা রইলো।

১৬| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩২

অগ্নি সারথি বলেছেন: বারবিকিউ আমি খুব ভালা পাই!! দেশে আইস্যা একদিন দাওয়াত দেন।

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫২

ফেরদৌসা রুহী বলেছেন: যদি কখনো সময় মিলে যায় হয়ে যাবে।
ভালা যখন পান তখন মাঝেমাঝেই নিজেরা মিলে বার্বিকিউ করার চেষ্টা করবেন।
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

১৭| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: অনেক দিন খাওয়া হয় না, ছবি দেখে খাওয়ার স্বাদ নিলাম !

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: আপনি কি সেই ফেরিওয়ালা?
আজকেই বার্বিকিউ খেয়ে নিন, এ আর এমন কি।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

১৮| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: আপু, এই শহরে আমি যে এক নতুন স্বপ্নের ফেরিওয়ালা

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৮

ফেরদৌসা রুহী বলেছেন: যাক ফেরি ভাইও চলে আসছে দেখে ভালো লাগছে।
নতুন নতুন কবিতা লিখতে থাকেন মনের আনন্দে।

১৯| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৯

অরুনি মায়া অনু বলেছেন: বাহ চমৎকার এক বারবিকিউ পার্টি হয়ে গেল আপু। এইতো জীবন।আপনজন দের সাথে এই মধুর সময় গুলোই বেঁচে থাকার প্রেরণা যোগায়। আমাদের বাসায়ও হয় গরুর কাবাব।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪৪

ফেরদৌসা রুহী বলেছেন: গরুও আমরা করি মাঝে মাঝে তবে চিকেনটাই বেশি করা হয়।
হুম আজ আছি কাল নাই, তাই সময়কে ঘড়ির কাটাতে বন্দি করলেও কিছুই হয়না। মাঝে মাঝে পরিবর্তন দরকার।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

২০| ৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৩

মাদিহা মৌ বলেছেন: দেখেই জিভে জল চলে এল!

বীথি আপুর বাসার ছাদে সিট খালি আছে? আমারো একটা আসন চাই!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৫

ফেরদৌসা রুহী বলেছেন: সমস্যা নাই। যখন বার্বিকিউ হবে তখন সবারই দাওয়াত থাকবে।
আমার কাছে বার্বিকিউ করার সময় যে একটা ফ্লেভার আসে, তাই বেশি ভালো লাগে।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২১| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪০

শুভ্র বিকেল বলেছেন: নেক্সটাইম কল দিয়েন নইলে পেট খারাপ হলে আমি নই!

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৮

ফেরদৌসা রুহী বলেছেন: আচ্ছা কল দিবনে।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২২| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৪

আহসানের ব্লগ বলেছেন: জীভে লোল আনা পোস্ট :P

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪১

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা
ধন্যবাদ মন্তব্যের জন্য।

২৩| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: হায় হায়, আমি ব্যস্ত থাকায় এমন আড্ডাপোষ্ট মিস করলাম!!!
খুব ভাল লাগল তোমার বার্বিকিউ আর নান রুটির আয়োজন।
আমার মেন্যু এখন এটাই এবং পছন্দও করি!!
অনেক ধন্যবাদ ফেরদৌসা!!

আগামী শীতে, আমার ছাদ বাগানের বার্বিকিউ পার্টিতে সবাইকেই আমন্ত্রণ!!
প্রধান শেফ এবং আয়োজক ফেরদৌসা!!! ;)

সিড়ি দিয়ে উঠে, এই শিউলিতলায় আমার বার্বিকিউ কর্নার!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৭

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক সুন্দর জায়গা করেছেন আপা বার্বিকিউ করার জন্য।
এই শীতে আপনি সবাইকে দাওয়াত দিয়ে বার্বিকিউর ব্যবস্থা করে ফেলেন আপা, আমরা হয়ত এবার শীতে নাও আসতে পারি, অন্য দিকে যাওয়ার চিন্তা করতেছি আপা।
তবে বেচে থাকলে যখনি আসবো আপনার ছাদ বাগান অবশ্যই দেখে যাবো।

২৪| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৯

এডওয়ার্ড মায়া বলেছেন: বার্বিকিউ স্বাদ ব্লগে চলে আসলে -পুরাই সুস্বাদু :)
@বীথিপু কি তাহার ছাদে আমাদের নেমত্রন করবেন ??

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৯

ফেরদৌসা রুহী বলেছেন: বীথিপু সবাইকেই নিমন্ত্রণ করেছেন। সাথে আমিও নিমন্ত্রণ করলাম অগ্রিম।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২৫| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: লেখা এত সুন্দর সহজ সরল সাবলীল হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হল। বার্বিকিউ-র ছবি লেখাকে বাড়তি প্রাণ দিয়েছে। বার্বিকিউ, আড্ডার গল্পে না থেকেও পড়ে মজা পেলাম।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার এত সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আমি আড্ডা পাগল, আড্ডা শুরু হলে আর শেষ করতে দিতে ইচ্ছে করেনা। মানুষের সাথে কথা বলতে ও মানুষের কথা শুনতে আমার খুবই ভালো লাগে।
অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

২৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: এডওয়ার্ড মায়া বলেছেন: @বীথিপু কি তাহার ছাদে আমাদের নেমত্রন করবেন ?? ----

আমি এই পোষ্টে, উপরের মন্তব্যেই সবাইকে নিমন্ত্রণ করেছি ভাই!!! :)
তাই নো টেনশন!! ;)

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৫৪

ফেরদৌসা রুহী বলেছেন: কামরুন নাহার আপার ছাদ বাগানে সবার দাওয়াত।
বাদ যাবেনা একজন ব্লগারও।

২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮

দূরত্ব বলেছেন: আমি চামড়া ছাড়া করি। মুরগির চামড়া/ চর্বি, গরুর চর্বি ঘেন্না লাগে আমার তাই

২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ হচ্ছে দেখি আপনাদের বারবিকিউ পার্টি! জিহবে জল চলে এল... :)

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ২:৪৯

ফেরদৌসা রুহী বলেছেন: আমরা মাসে একবার করি ঠিক এখানেই বার্বিকিউ পার্টি।
আর তো কিছু করার নাই, সময় পার করা আর কি।

২৯| ০৩ রা অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুম, প্রবাসে এটাই একটু আনন্দের উৎস। আমি আপনার পাশের দেশেই থাকি, চাদ এর রাজধানী এনজামেনাতে... :)

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪০

ফেরদৌসা রুহী বলেছেন: চাঁদের পাশে থাকে শুকতারা।আর আপনার পাশে দেখি আস্ত এক দেশ।
সময় করে চলে আসুন আমাদের এখানে।

৩০| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: আসলে খাওয়াটাই আসল না, মাঝেমাঝে একটু পরিবর্তন, আড্ডা,গল্পের দরকার আছে - খুব, খুব আছে।
আপনার টক দই আর পুদিনার সস সেই সাথে অন্যান্য ছবিগুলো দেখে খিদে পেয়ে গেল!
অনেকদিন পরে এ পোস্ট দেখলাম। গত শীতে পার্টিটা কি হয়েছিল শেষ পর্যন্ত? না হয়ে থাকলে এবং এখনো হবার সম্ভাবনা থাকলে, আমার নামটাও একটু তালিকায় নিয়ে নিবেন।
পোস্টে ভাল লাগা + +

৩১| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৪:১২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, আপনারা কি এখনো নাইজেরিয়াতেই আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.