নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু না

গার্বেজ

ফ্রাস্ট্রেটেড

এইসব দৃশ্য আজহারের গোপন দর্পণের উল্টোপাশের প্রলেপ।

ফ্রাস্ট্রেটেড › বিস্তারিত পোস্টঃ

শব্দচোরের সন্ধ্যা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭







লিটল ম্যাগাজিন চত্বরে

গতকাল সন্ধ্যায় সন্ধ্যা নামলে-

এক পায়ের উপর আরেকটা ভাঁজ করে

ডান হাতে কবিতার ঝড়;

আর বাম হাত গালে মুষ্টি পাকিয়ে আমি কি সুনিপুণ সুকান্ত হয়ে যাই।



আমি কবিতা পড়ি- উঠতি কবিদের কবিতা

লিটল ম্যাগাজিনের কবিতা;

শহুরে বেশ্যার নাভীতে পিয়ার্সিং এর গান, ডিজে পার্টিতে নিঃসঙ্গতা,

দুপুর দুটোর চা,

মধ্যবিত্ত পিতার ঘড়ির কবিতা –

ব্যাটারির আয়ু শেষ, তিনি স্ট্যাটাস রক্ষা করার জন্য –

দাওয়াতে পড়ে যান; ঘড়ি চলে না, শুধু হাতটার নগ্নতা ঢাকে।

আমি এইসব কাব্য পড়ি,

জলের কাব্য, শহুরে কাব্য, অন্ধ গলিতে নদীর কাব্য,

অরণ্যের কাব্য, লাবণ্যের কাব্য, প্রেমের কাব্য, সঙ্গমের কাব্য।



সেলসম্যান বিরক্ত হয় – “কোনটা নেবেন ভাই??”

আমি মাথা চুলকাই,

চশমাটা ঠিক করি, চার পাঁচবার চোখের পাতা ফেলে –

এক নিখুঁত এলিয়েন সেজে যাই,

সে বড় তুখোড় ক্যামোফ্লেজ।

“ও, হ্যাঁ, নেওয়া?? হ্যাঁ, নিব তো, দেখি একটু চেখে, কোনটা নেয়া যায় !!”

সেলসম্যান দৃষ্টি ঘুরায়,

খুব ফূর্তিতে দুলতে থাকা চারটে মেয়ের দিকে-

নিষ্পলক তাকিয়ে থেকে

শহুরে বেশ্যা ঠাওর করে –

পাশের সেলসম্যান এর সাথে বুকগুলি নিয়ে,

সরু পিঠে আছড়ে পড়া চুলগুলি নিয়ে -

গল্পে মশগুল হয়ে যায়।



আর আমি,

আমি কবিতা পড়ি -

ছোট কবিতা, বড় কবিতা, ভোরের কবিতা, মধ্যরাতের কবিতা

প্রেমের কবিতা, হেমের কবিতা, ক্ষুধা আর কামের কবিতা।



শব্দের দল, স্মৃতি আর বিস্মৃতির দল ক্রমশ-

আমার ডান হাতে অনবগুন্ঠিতা হয়ে পড়ে-

আমি কবিতা পড়ি;

আমার স্কালে বয়ে যায় নিখুঁত বাক্যের সুনামি।



এভাবে রাত নামে,

কড়ই গাছের ঝিরঝির করা পাতাগুলি পায়ের কাছে ধূলোর সাথে মেশে,

বই পত্র সব গুছানো শুরু হয়, স্টলের ঝাঁপি পড়ে।

আমি মাথা চুলকাই, চশমাটা নাড়াচাড়া দেই, চার পাঁচবার চোখের পাতা ফেলি, এলিয়েন ক্যামোফ্লেজ নিয়ে –

কাঁধে ঝোলানো ব্যাগে একটা নগ্ন শূন্যতা পুরে রেখে বেরিয়ে যাই বইমেলা থেকে।

“দেখি, একটা বেনসন দিন তো; ও খুচরা নাই!! আচ্ছা তাহলে অনেকগুলো দিন। হা হা হা ” ।

বাহ, কি নিখাঁদ ভদ্রলোক !!

নিজের শালীনতায়, ভব্যতায় মুগ্ধ হয়ে যাই।

দুটো বন্ধুকে সাথে নিয়ে -

কাধে হাত রেখে

উঠতি কবিদের অপার সম্ভাবনাসমূহে আলোকপাত করতে করতে রিকশায় উঠি। ঠাটারিবাজার স্টারে যাই, লেগরোস্ট দিয়ে ভরপেট খেয়ে –

একটা অত্যাবশ্যকীয় ঢেকুর তুলি শহিদুল জহিরের আবু ইব্রাহিম

- “আহ, ভালোই খাইলাম” ।



পরে, আপন স্বর্গে-

বিছানায় এলিয়ে দেই শরীর, বাঘের ছবি আঁকা তুলতুলে কম্বল জড়িয়ে খুব আরামে চোখ বুজে আসে।



আরো পরে, অনেক পরে, মধ্যরাতে আসে অনাহূত আগন্তুক, দুঃস্বপ্নের দল।

মধ্যরাতের চাঁদ ধোয়া ধূ ধূ রাস্তা,

কিছু যুবক;

ছেঁড়া জিন্স, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, নোংরা,

চেক শার্ট, এখানে ওখানে দাগ, নোংরা

বড় বড় নখ, নখের মাঝে রাজ্যের ময়লা, নোংরা

দাঁড়িগুলো এলোপাতাড়ি, চুলখুলো উস্কোখুস্কো, নোংরা

উঠতি মাস্তান বোধহয় -

আমাকে ঘিরে ধরে।

“মাদারচোদ, খানকির পোলা...

আইজকা দুপুরে কি খাইসি জানোস ??

দুইটা ঠান্ডা সিঙ্গারা আর এক গ্লাস কলের পানি;

সারারাত শব্দ গাঁথতে গিয়ে, একটা লাইনের সাথে আরেকটা লাইন এর সূতা বুনতে গিয়ে আমাদের খুব খিদা লাগতাসিলো, আমরা ফুটপাতের টং এ শুকনা পাউরুটি খাইসি, চোদানির পোলা; তুই সব, সব কেড়ে নিলি।

আমাদের পারিশ্রমিক দে;

আমাদের কবিতা -

নিঃসঙ্গতার সাথে, রাতজাগা চাঁদটার সাথে কতটা সঙ্গমের ফসল, তুই আমাদের কবিতা চুরি করে নিয়ে গেলি, টাকা দে চুতমারানির পো... ”



আমার ঘুম ভেঙ্গে যায়, আমি চার পাঁচবার চোখের পাতা ফেলি;

মাথা চুলকাই।

তারপর আবার নির্বিকার ঘুম দেই।

সকালে ব্রাশ করবার সময় আয়নায় নিজেকে দেখে চমকে উঠি, কপালে বড় করে খোদাই করা একটা আশ্চর্য শব্দ –



শব্দচোর।







মন্তব্য ৬৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: অন্যরকম ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: কি জানি কিরকম !!!! যেইভাবে ইচ্ছা লিখলাম।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

সাহিদা আশরাফি বলেছেন: ওয়াও!!

কি বলবো ঠিক বুঝতে পারছিনা।এক অসাধারণ ভালোলাগা,কঠিণ এক কষ্ট ছুয়ে গেল আমায়!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: কষ্ট তো সবারই থাকেরে বোন...

কিচ্ছু করার নাই।

ভাল কাটুক সন্ধ্যাটুকু।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

বোকামন বলেছেন: ভালোই লাগছিল তবে ..............কিছু শব্দ অন্যভাবে ব্যাবহার করা যেত .....

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: হ্যাঁ, অবশ্যই যেত... কিন্তু আমার শব্দভান্ডার যে সহায়তা করলো না... কী আর করা বলুন ??

শুভ একুশে বইমেলা বোকামন।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: "আমার স্কালে বয়ে যায় নিখুঁত বাক্যের সুনামি।" - এই লাইনে স্কাল শব্দটি ছাড়া পুরোটা ভাল লেগেছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অনেক ধন্যবাদ ফ্রিল্যান্সার।

ভাল থাকুন সবসময়।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: এখানে খুলি শব্দটি অবলীলায় ঢুকে যেত।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: "খুলি" চিন্তা কর্সিলাম পরথমে... টানলো না। যাই হোক, পরামর্শের জন্য ধন্যবাদ।

শুভকামনা রইলো

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: কবিতা ভাল্লাগলেও আমার কাছে কবিদের ভাল্লাগে না। এরা জানে শুধু শব্দ নিয়ে রুবেক্স কিউব খেলতে। নূর হোসেনের পাশে কবিদের দাড় করালে ওদের আত্মরতিমগ্ন কাচুমাচু মুখ দেখে আমার ভিষণ ঘেন্না লাগে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: কেমন হইলো বস !!! শব্দের খেলা ভাল লাগলে যারা খেলে তাদেরকেও তো ভাল লাগতে হবে... যাই হোক, ব্যক্তিগতভাবে বললে আসলে কবিরা সবাই তো পৃথক সত্ত্বা... কেউ খুব নুর হোসেন, কেউ ভেজা বেড়াল, কেউ বা হয়তো আপনারই মত ফ্রীল্যান্সার।

এরা পারে বস, আপনি হয়তো অনেককে কিছুই পারতে দেখেন নাই। তাদের বাইরেও অনেকে অনেক কিছু পারে।

যাউকগা, সুসংবাদ - আমি কোন কবি নই :D

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

মামুন রশিদ বলেছেন: আমি এইসব কাব্য পড়ি,
জলের কাব্য, শহুরে কাব্য, অন্ধ গলিতে নদীর কাব্য,
অরণ্যের কাব্য, লাবণ্যের কাব্য, প্রেমের কাব্য, সঙ্গমের কাব্য,


অনেকদিন পর বিভোর হয়ে কবিতা পড়লাম । আবেশ জড়ানো মুগ্ধতা । অনেক অনেক ভালো লাগা । :) ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

তবে কবিতা বইলা লজ্জা দিয়েন না ভাই। এইটা বড়জোর একটা 'লেখা' হবে হয়তো।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

ইমরাজ কবির মুন বলেছেন:
ভয়ংকর চমৎকার ||

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ধন্যবাদ মুন...

তবে লিটল ম্যাগাজিন চত্বরের কবিতার নখের যোগ্যও নয়।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অদ্ভূত! টোটালি ডিফারেন্ট ফ্লেভার পেলাম।

ভালো লাগলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আমিতো এইরকম 'লেখা' লিখি না কবি। ডিফারেন্ট ফ্লেভার তো পাবেনই।

শুভ সোমবার।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

অদ্ভুত সুন্দর !!

প্লাস ++++ !! ভালো লাগলো !!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ধন্যবাদান্তে -

ফ্রাস্ট্রেটেড।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

সোনালী ডানার চিল বলেছেন:

এ রকম লেখার সাথে মিশে যাওয়া যায়
এ কবির না কাব্য না অভিমান অনুভূতিতে মিশে ছাই ছাই রং হয়
এরকম হাওয়ায় অস্ফূট গজল গালাগালীর সাথে গলাগলি করে অভিন্ন সবুজে পাল্টায়

খুব ভালো লাগলো, খুব মিশে গেলাম..............

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: উরিব্বাস !!! এইটা আপনার কবিতা নাকি বস ???

আমার পাঁচ টনি ট্রাকের পাশে এ যে বি এম ডব্লিউ...

অনেক ধন্যবাদ চিল, সোনালী ডানার চিল :)

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: "যাউকগা, সুসংবাদ - আমি কোন কবি নই"

- এটা ভাল। তবে আপনার লেখাটা একটা কবিতা হয়ে উঠেছে!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

ফ্রাস্ট্রেটেড বলেছেন: হুমম, কবিতা হয়ে উঠলে তো ভালই।

বারবার কষ্ট করে ঘুরে যাচ্ছেন বস !!!

ভাল থাকুন ফ্রীল্যান্সার, বসন্ত আসছে।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

সায়েম মুন বলেছেন: ভিন্নতর লেখা। বেশ লাগলো প্রিয় ব্লগার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: এইসব পড়লে কেন যে লজ্জা লাগে খুব !!! খুব, খুব...

লিটল চত্ত্বরে পাখিপাঠ :)

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

লেখোয়াড় বলেছেন:
যে রকমই বলি না কেন, অনেক ভাল লাগল।
গতানুগতিকতার বাইরে।
ভিন্নতা সবসমই স্পেশাল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: গতানুগতিকতা ঠিক কোনদিকে সে ব্যাপারে আমি অবশ্য খুব বেশি ওয়াকিবহাল নই। আমি আমার মত করে প্রকাশ করলাম আরকি !!!

ধন্যবাদ জানবেন লেখোয়ার।

অটঃ আপনার নিকটা অতিমানবীয় সুন্দর। খুব বেশি...

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

শহিদুল ইসলাম বলেছেন: তীব্র বস ! স্রেফ তীব্র !

অসম্ভব ঘোর লাগা , দৃশ্যকল্প !

এইভাবে ১৭০ এ চলে যান বস :(

আমাদের আর কিছুই করার নাই :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: বস, এই গল্পের বেশ খানিকটা বাস্তব...

গত মাসের ২২ তারিখ সন্ধ্যায় ঠিক কর্সি, এই মাসের ১৩ তারিখ একটা গল্প লেখাটা যৌক্তিক হবে...
এইরকম লম্বা চিন্তাভাবনা কইরা কি আর ১৭০ এ যাওয়া যায় !!!

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

শহিদুল ইসলাম বলেছেন: ১৭০ এ যেতে হবে বস !

অবশ্যই

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ১৭০ !!!! #:-S #:-S #:-S

এক জীবনে সম্ভব বলে মনে হয় না।

আমি ভাই পেসিমিস্টিক মানুষ, ঐ চিন্তার সমাধি এখানেই।

ভাল থাকুন প্রিয় শহিদুল, আজকের মত।

অন্যদিন না হয় অচিনপুর এর দিকে নিরুদ্দেশ যাত্রা দেয়া যাবে। :) :)

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৪

নোমান নমি বলেছেন: মুগ্ধ!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আমি কবিতায় দগ্ধ।

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪২

হিমাংশু বলেছেন: বাহ্!
ব্লগে অনিয়মিত হওয়ার কারণে অনেকের ভাল লেখা মিস করছি।

কিছু অতি ব্যবহৃত শব্দ বাদ দিলে আরও ভাল লাগত।

শুভেচ্ছা...

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আমার শব্দ ব্যবহার তেমন ভাল না, আসলে আমি ঠিক 'কবি' টাইপ না...

যাই হোক, আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম।

শুভ মধ্যদুপুর।

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার কাব্য।

অন্যরকম দৃষ্টিভঙ্গি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আহ, সরিষার ফুল... গোলাপের চেয়ে সুন্দর মনে হয় আমার কাছে।

ধন্যবাদ, জাকারিয়া মুবিন। ভাল থাকা হোক নিরন্তর।

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

সালমাহ্যাপী বলেছেন: ইসসসস ভাইয়া এত সুন্দর করে কিভাবে লিখেন !!!!!!!!!!

অন্য রকম সুন্দর।

অসম্ভব ভালো লাগা :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: সুচরিতাষু,

অনেকটা বেশি বলে ফেলেছেন। যাই হোক, ভাল থাকুন... চিরুনি অফার, ভেংচি ভুংচি এইসব বন্ধ করুন :D :D

ধন্যবাদান্তে -
ফ্রাস্ট্রেটেড

২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

সালমাহ্যাপী বলেছেন: হা হা হা হা !!!!


ওকে ওকে নো মোর চিরুনী অফার এন্ড নো মোর ভেংচি ভুংচী :-B :-B

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অবশ্যই...
ফ্রাস্ট্রেটেড এর পোস্টে একজন হ্যাপি মানুষের পদচারণা ভাল লাগলো খুব...

গোলাপজল শুভেচ্ছা।

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

নেক্সাস বলেছেন: হে কখন লিখলেন খেয়াল করিনি। অবশ্য শাহবাগ ইস্যুতে সেদিকেই মনযোগ বেশি।

দারুন! দারুন! দারুন হয়েছে ভাই...


লিটল ম্যাগাজিন চত্বরে
গতকাল সন্ধ্যায় সন্ধ্যা নামলে-
এক পায়ের উপর আরেকটা ভাঁজ করে
ডান হাতে কবিতার ঝড়;
আর বাম হাত গালে মুষ্টি পাকিয়ে আমি কি সুনিপুণ সুকান্ত হয়ে যাই।



শুরুর এখানটাই দৃশ্যকল্প রচনায় আপনার মুন্সিয়ানা আমাকে মুগ্ধ করেছে।


এভাবেই রাত নামে...থেকে
................


“দেখি, একটা বেনসন দিন তো;

এই স্তবকে কিছুটা ছন্দ বিচ্যুতি বা হোঁচট আছে সেই সাথে আছে কিছু ভাবের ক্যামোফ্লেজ । অবশ্য এটা আমার মত। তবে দৃশ্য চিত্রায়ন যেন জীবন্ত পাঠ।


আমি প্রিয়তে রাখলাম ভাই


১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ও, হ্যাঁ, আসলে বেনসন এর কেসটা হচ্ছে বইমেলা থেকে বের হয়ে যাবার পর। রাস্তায় খুচরা সিগারেট বিক্রেতার সাথে কথোপকথন। ছন্দ বিচ্যুতি থাকাটা খুব বেশিই স্বাভাবিক, কম হয়ে গেল, আসলে ছন্দ থাকাটাই অস্বাভাবিক। আমি কবিতা লিখতে পারি না একদম।

চিত্রায়ণ এর দিকে নজর একটু বেশি ছিল, আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো প্রিয় নেক্সাস।

শুভ শাহবাগ।

২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

সোমহেপি বলেছেন: লেখাটা আসলেই অন্যরকম হয়েছে।
অনেক ভাললাগা লেখাটা সুস্বাদু

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: "ফ্রাস্ট্রেটেড এর রেস্টুরেন্ট" খুলে ফেলবো একটা ... :D :D

সুস্বাদু লেখা পাওয়া যাবে অনেক :D :D

ধন্যবাদ সোমহেপি। শুভ স্বরসতী

২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

কালোপরী বলেছেন: চমৎকার

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ধন্যবাদ।

বাসন্তী হলুদ শুভেচ্ছা।

২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

ডানাহীন বলেছেন: কবিতাটা এর আগে পড়ে মন্তব্য করতে পারিনি, শুধু ভালো লাগলো বলে চালিয়ে দেয়াটা বিরাট অন্যায় হত । কবিতাটির বিশেষত্ব এখানেই । আজকেও বলার কিছু নাই তবে এইখানে একগোছা শব্দের অনুভুতি ফেলে যাওয়াই উচিত ..

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: বাপ্রে !!! এইটা আদৌ কবিতা হইসে কিনা সেইটা নিয়েই সংশয়ে হাবুডুবু খাচ্ছি। আর আপনি তো পুরা ...

যাই হোক, আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম ডানাহীন। অনুপ্রেরণার জন্য অনেক অনেক ধন্যবাদ।

শুভসন্ধ্যা।

২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: কমেন্ট দেখে চমকায় গেসলাম প্রথমে... B:-) B:-) B:-)

শিবির!!! আমাকে শিবির বলা হচ্ছে নাকি !! :-& :-&

পরে ভুল ভাংলো। যাই হোক, আপনার কবিতাটাও অনেক সুন্দর।

শুভ রক্তপান মশামামা :) :)

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

হাসান মাহবুব বলেছেন: পরিপার্শ্ব থেকে শব্দচুরি
দৃশ্য থেকে শব্দচুরি
সিক্রেট এজেন্ট হয়ে তুখোড় দক্ষতায় শব্দকে পেড়ে ফেলা
লিটল ম্যাগ থেকে চুপি চুপি শব্দচুরি
এ সবের সাথে আবশ্যক মোস্তাকিমের চাপ, কালা ভুনা আর একটা ভূড়ি। আহাহাহা!

লেখাটা অনেক দেরীতে পড়া হৈল। বুঝতে হবে, একটা মুডের ব্যাপার আছে :-<

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: বেশ অনেকটা বড় একটা ছুটি পাইসিলাম... ভাবসিলাম- ব্লগে সময় দেয়া ও দৈনন্দিন কিছু অপূর্ণতা পুষায়া দিব। তা আর হইলো কৈ ??? সারাদিন শাহবাগ আর বইমেলা কর্তে কর্তেই শ্যাষ। আর এরই মাঝে বেরসিক ব্যস্ততার অতর্কিত আক্রমণে পর্যুদুস্ত হয়া গেলাম।

শব্দচুরি গায়ে লাগে না, কিন্তুক খানাদানা ঠিকই চলতেসে সেই হারে...

সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ হামা ভাই। বসন্তে বৃষ্টি নামসে দেখসেন ???

শুভেচ্ছা বাসন্তী বর্ষার।

২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১

মাহী ফ্লোরা বলেছেন: পুরো কবিতা টেনে ধরে রাখলো। যেতে দেয়নি কোথাও! এটাই কি সার্থকতা নয় ফ্রাস্ট্রেটেড?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: হ্যাঁ, তবে আমিতো কবিতা লিখি না কবি; লিখতে পারিও না ... তারচে বরং কবিতার মাঝে গল্পের সার্থকতা হিসেবেই অভিহিত করি এই টানাটাকে।

সবুজ বোতাম শুভেচ্ছা।

২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১১

স্বদেশ হাসনাইন বলেছেন: এক কথায় দুর্দান্ত!
গদ্য কবিতার একটা মজা আছে, পেলাম। যেটা তৈরি করাটা সহজ কাজ না

ফ্রাস্ট্রেটেড

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: অনুপ্রেরণার জন্য আন্তরিক ধন্যবাদ জানুন।

শুভকামনা স্বদেশ হাসনাইন। :) :)

৩০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

নক্ষত্রচারী বলেছেন: শব্দচোরের এলিয়েন ক্যামোফ্লেজ ! ;)

ভালোই লাগলো ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ধন্যবাদ নক্ষত্রচারী।

শুভ একুশ।

৩১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

আলম িসিিদ্দকী বলেছেন:
Kobita valo laglo.
Akto lomba holo ki?
Vaba dhakben.

Valo thakun...sob somoy...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ধন্যবাদ। আপনিও ভাল থাকুন সবসময় :) :)

৩২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত! চমৎকার।
আপনি বরাবরই ভাল লিখেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন: প্রো পিক চেইঞ্জ কর্সেন নাকি ??? সৌন্দর্য হৈসে। :)

৩৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

রেজওয়ান তানিম বলেছেন: বেশ লাগল।

দীর্ঘ বয়ান যদিও, তবুও ধরে রেখেছিল

০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ধন্যবাদ।

ধরে রাখাটা সাফল্য হিসেবে নিলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.