নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী আলআমিন

"এসো ঐক্য গড়ি অসুন্দরের বিরুদ্ধে"

গাজী আলআমিন › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের মাসে আরো একটি বিজয় কসাই কাদেরের ফাসি

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

আজকে ক্লাস ছিলো প্রবাসে থাকি। সাড়াদিন অফিস সন্ধ্যা ক্লাস বাসায় ফিরি রাত ১১.৩০টা অথবা ১২.০০টায়। আইটিতে পড়ালেখা করছি যার ফলে আমার ক্লাসে সবার জন্যই একটি করে কম্পিউটার রয়েছে। তারপরও আমি আমার ল্যাপ্টপ নিয়ে ক্লাসে যাই যেন কপি পেস্টএর যামেলায় না যেতে হয়। তবে আজ ক্লাসে আমার ল্যাপ্টপ ও কম্পিউটার দুটোই চলেছে। একটিতে দেশের খবর আর একটিতে প্রোগ্রামিং। গত মঙ্গলবার ও একই অবস্থা প্রবাসে থাকলেও মনটা সবসমই দেশে থাকে। আজ আমার মা যে কখনওই আমাকে রাত ১২.০০টার পরে ফোন করে না তবে আজ করেছে। শুধু জানানোর জন্য কসাইর ফাসি হয়েছে। আজ আমার মার মতো হাজারো মা খুশি হয়েছেন এই কসাইর ফাসি হওয়াতে। মা ফোন করে প্রথমেই জিগাসা করলেন। কই তুই আমি বল্লাম এইতো কিছুক্ষণ হলো ক্লাস শেষ করে বাসায় ফিরলাম। মা বললেন দেশের খবর কিছু শুনছোছ আমি বললাম টিভির সামনেই আছি। খবর দেখতাছি। মা তখন আনন্দের সহিত বললেন কসাইর তো ফাসি হইয়া গেছে। বাংলাদেশের একটা পাপ কমছে। মা সাথে সাথেই বললেন রাতের খাবার খাইছোছ? আমি বললাম কেএফসি খাইয়া আসলাম। রাতে আর কিছু খাবো না। তিনি বললেন আর টিভি দেখা লাগবো না এই বার ঘুমা। তারপরও এই আনন্দের কথাটা আপনাদের সাথে শেয়ার করতেই মনচাইলো তাই এখোনো ঘুমাই নাই লেখা শেষ হলে পোস্ট করে পরে ঘুম

জয় বাংলা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: আমারে কিছু টেকা ধার দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.