নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী আলআমিন

"এসো ঐক্য গড়ি অসুন্দরের বিরুদ্ধে"

গাজী আলআমিন › বিস্তারিত পোস্টঃ

বইমেলায় যাওয়া হবে না এবছর

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০

গত বছর বইমেলায় প্রায় প্রতিদিন গেলেও এবার আর তা সম্ভব হচ্ছে না। তাই মনটা খুব খারাপ। গতবছর দেশে থাকার সুবাধে সকাল দুপুর সন্ধ্যা যখনই সময় পেতাম চলে যেতাম বইমেলায়। মেলায় আমার অনেক পরিচিত মুথ ২০১০এ যখন বিএসবির বইমেলা প্রতিদিনের জন্য প্রতিবেদন লিখতাম তখন পরিচয় হয় অনেক প্রকাশক বিক্রেতা ও আমার সাংবাদিক বন্ধুদের সাথে। পত্রিকায় লেখার সুবাদে বন্ধুত্ব হয় সময় টেলিভিশনের সেলিয়া, সমকালের মাসুম, শীর্ষ নিউজের দিপোন নন্দী, যায়যায়দিনের উত্তপল দাস বিটিভির আফরিন জাহান সহ আরো অনেকের সাথে।আর আমার পত্রিকায় লেখা যার হাত দিয়ে তিনি ইত্তেফাকের ফটোসাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর ভাই । আমরা এই কয়েক জন কাছাকাছি বয়সের হওয়ায় প্রতিদিনই একসাথে আড্ডা দেওয় রিপোর্ট করা, দারুণ একটা সময় কেটেছে তখন। আর এখন ফেলে আসা সেই সময় শুধুই সৃম্তি। পড়ালেখায়ও মন বসছে না। ৮ তারিখে পরিক্ষা তার ওপর অফিসের চাপ। সবাই দোয়া করবেন যেন পরিক্ষা ভালো হয়। আর অমর একুশে গন্থমেলা ২০১৪ সফল হোক এই কামনা করছি। সিঙ্গাপুর থেকে গাজী আল আমিন হোসেন

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

আরজু পনি বলেছেন:
আপনার জন্যে শুভকামনা রইল ।।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪

গাজী আলআমিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪২

আরজু পনি বলেছেন:
ছবিতে বনানীকে দেখা যাচ্ছে (যদি চিনতে ভুল না করি) :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

গাজী আলআমিন বলেছেন: চিনতে ভুল করেননি সাথে আমি ও সেলিয়া সুলতানা।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

বেকার সব ০০৭ বলেছেন: অমর একুশে গন্থমেলা ২০১৪ আপনাকে অনেক মিস করবে, দোয়া করি আপনার জন্য পরিক্ষা যেন ভালো হয়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

গাজী আলআমিন বলেছেন: আমিও অনেক মিস করছি। আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.