নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী আলআমিন

"এসো ঐক্য গড়ি অসুন্দরের বিরুদ্ধে"

গাজী আলআমিন › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের যৌন হয়রানি

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৪

এবার প্রহেলা বৈশাখে আমরা দেখলাম নারীদের সম্মানহানী করার ছবি, ভিডিও। সেখানে একদম পরিস্কার যে নারীদের স্তনে চাপ দেওয়াটাই ছিলো কুলাঙ্গারের বাচ্চাগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য।



তারা মেয়েদের দুধে চাপ দেওয়ার জন্য একসাথে ঘিরে ধরছে। তারপর কেউ বুকে পিঠে পেটে যে যেভাবে পারলো চাপ দিলো। কি মজা!!!!

আর আমরা যারা নিজেদের মানুষ বলে দাবি করছি তার দুচোখ বন্ধ করে রাখলাম। কুত্তার বাচ্চাগুলা তো হাতে গোনা ৮-১০ জন অথচ সেদিন লাক্ষো মানুষের মাঝে তারা কিভাবে এই অপকর্ম করে।



আজকের আরেকটা সংবাদ পেলাম বাগেরহাটে মেলায় বোনের সম্মানহানী প্রতিবাদ করায় ভাইকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা। পাশেই ছিলো প্রশাসনের লোকজন।



কতটা সভ্য জাতীতে পরিণত হচ্ছি আমরা।



আর পুলিশেরই কি দোষ তারা আজ গ্রেফতার করবে আগামীকাল জামিনে বের হয়ে আসবে।



তাই আমি শুধু এই কুলাঙ্গারের বাচ্চাগুলার দোষ দিবো না। আজকে যদি আমাদের বিচার ব্যাবস্থা ভালো হতো। তবে এই ধরনের কমর্কান্ড অবশ্যই বন্ধ হতো।



সৌদিআরবে নারীদের উপর এই ধরনের আক্রমনের শাস্তি প্রকাশে মৃত্যু দন্ড।

সেখানে আমাদের দেশে অপরাধীদের দেখে প্রশাসন পিছু হাটে।



ইন্দোনেশিয়ার কথাই বলি যেখানে মাদক দ্রব্য চোরাচালান এর জন্য অস্টেলিয়ার নাগরিকের মৃত্যু দন্ড হয়েছে।



সিঙ্গাপুরে মাদকের শাস্তি ফাসি সেখানে আমার দেশে বড় জোড় ২ মাস জেল।



অবৈধ অস্ত্র সহ ধরা পরলে সাড়া পৃথিবীতে একটাই শাস্তি মৃত্যু দন্ড সেখানে এখনো আমরা ১৯৪৭ সালের পূর্বের আইন মেনে চলছি। বড়ো জোড় ২ বছরের জেল।

তাহলে কিভাবে বন্ধ হবে এই সামাজিক সমস্যা।



সুতরাং আমাদের এই সামাজিক অবক্ষয় রোধে কঠোর আইনের কোন বিকল্প নেই।



***একবার চিন্তা করে দেখুন একটি মেয়ের দেহ যে মাটি দিয়ে তৈরি একটি ছেলের দেহ কিন্তু সেই মাটি দিয়েই তৈরি। তবে কেন এই কুকুরের মতো আচরণ???

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১১

রঙতুলি বলেছেন: আপনার হাতে ও তো মেয়ে গুলি আর একবার লাঞ্চিত হল, জঘন্য ভাষায় বর্ননা করে আপনি নিজেও কম করলেন না।

ভাল করতে চান ভালো ভাবে করুন।
শুভ কামনা

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২২

গাজী আলআমিন বলেছেন: দেখুন মায়ের দুধ পান করতে পারবেন আর দুধ লেখলেই সমস্যা??

যৌনহানী কথাটা কি খুবই সুন্দর??

২| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৭

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এ ভাই লিখল এটাই তার অপরাধ? আমরাওতো লাফ দিয়ে এসে পড়ে নিলাম। এই হ্যাডিং না দিলে কেউ পড়ত? সবাই (আমিও) খালি ভাল সাজতে চায় - এটাই মোরে ভাবায়।

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৭

গাজী আলআমিন বলেছেন: ভাইজান আপনি বলুন আমি কি হেডিংএ একটুকু মিথ্যা লিখেছি???

৩| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৮

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এ হ্যাডিংটা দেয়ার কারণে দেখেন রিখটার স্কেলে পাঠকের সংখ্যা কত তড়তড়িয়ে উপরে উঠে?

৪| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৭

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: গাজী আলআমিন আপনি যে ছাত্রলীগ করেন তা আওয়ামীলিগ তা আপনার পূর্বের পোষ্ট গুলো দেখলেই তা বুঝা যায়। কথা সেটা না আপনি কি করেন বা না করেন সেটা আপনার ব্যাপার, যেটা বলতে এলাম প্রতিবাদ করেন সুন্দর শব্দ ব্যবহার করে, পাঠক টানার জন্য যদি হেডিং টা ব্যাবহার করেন তাহলে বলার কিছু নাই আপনার রুচি স্বম্বন্ধে।
আর ডাঃ মোহাম্মদ জহিরুল ইসলাম আপনার চেহারা তো মাশাল্লা দেখলেই বুঝা যায় আপনি ইসলামিক মাইনডেড। তা আপনাকে ইসলাম কি এটা শিক্ষা দেয় নাই যে অশ্লীল শব্দ ব্যবহার না করতে।
আপনার এবং আপনার শিক্ষকের প্রতি আফসোস। আপনি আবার এটার সাফাই গাইছেন।

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩১

গাজী আলআমিন বলেছেন: আহ ভাইজান এইটা কি বললেন দুধ অশ্লীল শব্দ আর যৌন হানী অশ্লীল নয়???

৫| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৪

গাজী আলআমিন বলেছেন: আর অামি কি কোন দলকে উদ্দেশ্য করে লেখাটা লিখেছি??
কেন এখানে রাজনীতি টেনে আনছেন??

৬| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৯

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: না ভাই দলের কথা লেখেননি, দলের কথা বললাম এই কারণে রুচি দেখলেই দল স্বন্মন্ধে ধারণা পাওয়া যায়, আপনার লেখাটির হেডিং দেখে কেন জানি মনে হইছিলো অাপনি আওয়ামীলিগ করেন এবং আপনার পূর্বের লেখাগুলো দেখে শিউর হলাম। তাই বললাম আর কি।

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫২

গাজী আলআমিন বলেছেন: হ্যা আমি আওয়ামীলীগ সমথর্ক কিন্তু আপনার মতো সব কিছুতে রাজনীতি করতে পছন্দ করি না। কুসংস্কার কে পশ্রয় দেই না। আমি আমার লেখায় প্রশাসনকেই দায়ী করেছি। আপনে তো চানই না যেন এসব সমস্যার সমাধান হোক।
যেমনটা হেফাজতের মিছিলে সাংবাদিক নাদিয়া শারমিনের উপর করেছিলো আপনার সমর্থিতরা।

আপনারাই চান যেন নারীরা ঘর থেকে বের না হয়।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৯

আহলান বলেছেন: ঘটনা যেটা ঘটেছে তা সত্যিই খারাপ ...খারাপ বল্লেও ভুল হবে। জঘন্য খারাপ .. .. .. আামদের মনে পরকালের কোন ভয় যেনো কাজ করে না ..... করলে আর এই পরিস্থিতি সৃষ্টি হতো না ...

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৫

গাজী আলআমিন বলেছেন: সত্য কথা বলছেন ভাই। মৃত্যুর ভয় আমাদের মনে নাই। দুনিয়ায় কিভাবে বড় হওয়া যাবে সেই চিন্তা শুধু। আর কেউ কেউ আছেন কিভাবে মিথ্যাকে সত্য বানাতে পারবে সেই ধান্ধায়।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৯

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জিয়া উদ্দিন ভাই, আমি লেখকের সাফাই গাই নাই তো, এটা হচ্ছে আমার লেখার একটা ধরণ। আমি বরং নিজেরই সমালোচনা করেছি কেন আমি এখানে এলাম। যাহোক যেহেতু আপনার মনে হচ্ছে আমি সাফাই গাচ্ছি তাই ভুল ভাঙিয়ে দিলাম। আমার ব্লগে গেলে আপনি বুঝতে পারবেন আমার মন মানসিকতা কি রকম? তখন হয়তো আমাকে আপনার কট্টর মৌলবাদীনে হতে পারে। এ ব্লগটিতে ঢুকে এখন নিজের সম্পর্কে মানুষকে কৈফিয়ত দিতে হচ্ছে। ভালো লাগে এসব? @জিয়া উদ্দিন আহমেদ

৯| ১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

অব্যক্ত স্লোগান বলেছেন: ক্লিক করুন ! পড়ে দেখুন প্লিজ। আপনি বিষয় টা কে অন্য ভাবেও উপস্থাপন করতে পারতেন।

১০| ১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: গাজী আলআমিন অশ্লীল শব্দ ব্যবহারে কারো যদি জেল জরিমানার নিয়ম থাকতো তাহলে আপনার এই হেডিংটা তার মধ্যে পড়তো।
হেফাজত কি করছে বা আপনারা কি করছেন এটা জনগন দেখতে পাচ্ছে। আর কুসংস্কার আর সংস্কারের মানে বুঝেন আপনি??
যাক সে বিষয় আপনার সাথে তর্ক করে লাভ নেই কারণ যে ব্যক্তি সস্তা পাঠক বাড়ানো জন্য এ রকম হেডিং দিতে পারে তার সাথে তর্ক করে সময় নষ্ট বৃথা। ধন্যবাদ ভাল থাকবেন। আর মেয়েদের অধিকারের কথা বলে তাদের সম্মান দিতে জানবেন না আবার তাদের অপমানিত করবেন লেখার মাধ্যমে, রাস্তাঘাটে, তাহলে আপনাদের ভয়ে তো কেউ বের হবে না।

১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

গাজী আলআমিন বলেছেন: আচ্ছা ভাই আপনাদের এতো আপত্তি। সুতরাং দিলাম হেডিং চেন্জ করে।

১১| ১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইজান৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.