নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের সাধারন জ্ঞানের তথ্য, প্রশ্ন এবং উত্তর সবার মাঝে তুলে ধরতে।

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক) › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠ (১)

৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫০

সিপাহী মোস্তফা কামাল

১. সিপাহী মোস্তফা কামাল এর জন্ম: ১৯৪৯ সাল।
২. সিপাহী মোস্তফা কামাল এর জন্মস্থান কোথায়?
বরিশাল (বর্তমান ভোলা) দেৌলতখান থানার পশ্চিম হাজীপুর গ্রাম।
৩. সিপাহী মোস্তফা কামাল এ পিতার নাম কি?
হাবিবুর রহমান মন্ডল। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার
৪. সিপাহী মোস্তফা কামাল এর মাতার নাম কি?
মালেকা বেগম।
৫. সিপাহী মোস্তফা কামাল কিভাবে শহিদ হন?
তিনি ২ নং সেক্টরে যুদ্ধ করেন। ১৯৭১ সালের ১৮ এপ্রিল আখাউড়ার দক্ষিণে গঙ্গাসাগরের উত্তরে দরুইন গ্রামে বর্বর পাকিস্তানি বাহিনীর অভিযান প্রতিহত করতে গিয়ে শহিদ হন। তিনি সেনাবাহিনীর সদস্য ছিলেন। তার কবর ব্রাক্ষ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া গ্রামে।
৬. সিপাহী মোস্তফা কামাল কবে মৃত্যু বরন করেন?
১৮ এপ্রিল, ১৯৭১





ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান

১. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর জন্ম কত সালে?
২৯ অক্টোবর, ১৯৪১
২. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর জন্মস্থান কোথায়?
মোবারক লজ, ১০৯ আগা সাদেক রোড, ঢাকা
৩. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর স্থায়ী নিবাস কোথায়?
নরসিংদী জেলার রায়পুরা থানার মুসাপুরের রামনগর গ্রামে।
৪. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর পিতার নাম কী?
আবদুস সামাদ।
৫. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর মাতার নাম কী?
সৈয়দ মোবারকুন্নেসা খাতুন।
৬. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান কিভাবে শহিদ হন?
স্বাধীনতা যুদ্ধ চলাকালীন তিনি পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন। যুদ্ধ শুরু হবার পর দেশে মুক্তিযোদ্ধাদের বিমান সমর্থন দেবার চিন্তা করতে থাকেন। সুযোগ বুঝে পাকিস্তান বিমান বাহিনীর মেৌরিপুর মসরুর থেকে একটি টি-৩৩ জঙ্গী বিমান নিয়ে পালিয়ে আসার সময় সহযা্ত্রী রশিদ মিনহাজের সাথে ধস্তাধস্তির সময় সিন্ধু প্রদেশের মরু অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়ে ভারত সীমান্তবর্তী বিন্দা গ্রামের থাট্টায় শদিন হন। মুক্তিবাহিনীর বিমান বহর গড়ায় তার সাধ অপূর্ণ থেকে যায়। তিনি বাংলাদেশে বিমান বাহিনীর সদস্য ছিলেন।
৭. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান কত সালে মৃত্যু বরন করেন?
২০ আগস্ট, ১৯৭১।
৮. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান কে কোথায় সমাহিত করা হয়?
প্রথমে সমাহিত হয়: করাচির মশরুর বিমান ঘাটির চতৃর্থ শ্রেণীর কবরস্থানে
বর্তমানে সমাহিত আছে: ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে। (২৪ জুন, ২০০৬)




সিপাহী হামিদুর রহমান

১. সিপাহী হামিদুর রহমান এর জন্ম কত সালে?
২ ফেব্রুয়ারি, ১৯৫৩।
২. সিপাহী হামিদুর রহমান এর জন্মস্থান কোথায়?
ডুমুরিয়া গ্রাম. চাপড়া, চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ।
৩. সিপাহী হামিদুর রহমান এর স্থায়ী নিবাস কোথায়?
ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোরদা খালিশপুর (বর্তমান নাম হামিদনগর) গ্রামে।
৪. সিপাহী হামিদুর রহমান এর পিতার নাম কী?
আক্কাস আলী মন্ডল
৫. সিপাহী হামিদুর রহমান এর মাতার নাম কী?
কায়সুন নেসা।
৬. সিপাহী হামিদুর রহমান কবে মৃত্যু বরন করেন?
২৮ অক্টোবর, ১৯৭১।
৭. সিপাহী হামিদুর রহমান কিভাবে শহিদ হন?
১৯৭১ সালের ২ অক্টোবর সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধ শুরু হলে একদিনের জন্য তিনি মায়ের সাথে দেখা করতে আসেন। ফিরে গিয়ে ৪নং সেক্টরে মেৌলভীবাজারস্থ কমল গঞ্জের মাধরপুর ইউনিয়নের ধলই সীমান্তে যুদ্ধ করেন এবং পপাক হানাদার বাহিনীর সাথে বীরত্বের সাথে লড়াই করে শহিদ হন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন।
৮. সিপাহী হামিদুর রহমান কে কোথায় সমাহিত করা হয়?
প্রথমে সমাহিত: ত্রিপুরার ধলাই জেলার আমবাসা শহরের অদূরে হাতিমারাছড়া গ্রমের আবদুল আলীর পারিবারিক কবরস্থানে।
বর্তমানে সমাহিত: মীরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে (১১ ডিসেম্বর, ২০০৭




https://www.facebook.com/generalknowledgeclubbd/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.