নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের সাধারন জ্ঞানের তথ্য, প্রশ্ন এবং উত্তর সবার মাঝে তুলে ধরতে।

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক) › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠ (২)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪


ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন

১. মোহাম্মদ রুহুল আমিন এর জন্ম কত সালে?
১৯৩৫ সালে।
২. মোহাম্মদ রুহুল আমিন এর জন্মস্থান কোথায়?
নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার দেওটির বাগপাচড়া (বর্তমান নাম রুহুল আমিন নগর) গ্রামে।
৩. মোহাম্মদ রুহুল আমিন এর পিতার নাম কী?
মোহাম্মদ আজাহার পাটওয়ারী।
৪. মোহাম্মদ রুহুল আমিন এর মাতার নাম কী?
মোছা: জুলেখা খাতুন।
৫. মোহাম্মদ রুহুল আমিন এর মৃত্যু কত সালে?
১০ ডিসেম্বর, ১৯৭১।
৬. মোহাম্মদ রুহুল আমিন কিভাবে শহীদ হন?
বি.এ.এস. ‘পদ্মায়’ মুক্তিবাহিনীর পক্ষে যুদ্ধকালীন ভুলক্রমে ভারতীয় বিমান বাহিনীর গুলির মুখে পড়েন। গুলির কারণে জাহাজে আগুন ধোরে জাহাজের গোলাবারুদ ফুটতে শুরু করলে তিনি নদীতে ঝাপ দেন। উপকূল এলাকায় পরে রাজাকারদের হাতে বুলেটবিদ্ধ হন এবং ধরা পড়েন। রাজাকারদের অমানুষিক নির্যাতনে শহিদ হন। তিনি নেৌ বাহিনীর সদস্য ছিলেন।
৭. মোহাম্মদ রুহুল আমিন কে কোথায় সমাহিত করা হয়?
তাকে সূপসা উপজেলায় রূপসা বাসস্ট্যান্ডের পাশে নদীর তীরে সমাহিত করা হয়।


ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

১. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কত সালে জন্মগ্রহন করেন?
১৯৪৭ সাল
২. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর জন্মস্থান কোথায়?
বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে।
৩. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর পিতার নাম কী?
আবদুল মোতালেব হাওলাদার।
৪. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর মাতার নাম কী?
সাফিয়া বেগম
৫. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কত সালে মৃত্যুবরন করেন?
১৪ ডিসেম্বর, ১৯৭১
৬. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে শহিদ হন?
১৯৭১ সালের ডিসেম্বরে চাপাই নবাবগঞ্জে সাত নম্বর সেক্টরে মুক্তিবাহিনীর আঞ্চলিক অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন। ১৪ ডিসেম্বর পাকবাহিনীর সাথে যুদ্ধ করেন। পাকবাহিনী বেগতিক দেখে পিছু হঠতে থাকে এবং মুক্তিবাহিনী পলায়নরত পাক বাহিনীকে ধাওয়া করে। আত্মরক্ষার্থে পাল্টা আক্রমণ চালালে পাকবহিনীর একটি বুলেট কপালে বিদ্ধ হলে তিনি শহিদ হন। তিনি বাংলাদেশ সেনাবহিনীর সদস্য ছিলেন। তিনি মুক্তিযুদ্ধকালে সাত নং সেক্টরে সাব-সেক্টর কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।
৭. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কে কোথায় সমাহিত করা হয়?
ঐতিহাসিক সোনা মসজিদ প্রঙ্গণে তাকে সমাহিত করা হয়।


ল্যান্স নাযেক মুন্সী আবদুর রউফ

১. ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ কত সালে জন্মগ্রহন করেন?
৮ মে, ১৯৪৩ সালে
২. ল্যান্স নাযেক মুন্সী আবদুর রউফ এর জন্মস্থান কোথায়?
ফরিদপুর জেলার মধূখলী থানার (সাবেক বোয়ালখালী) কামারখালীল সালামতপুর গ্রামে।
৩. ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ এর পিতার নাম কী?
মুন্সী মেহেদী হোসেন।
৪. ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ এর মাতার নাম কী?
মোছা: মুকিদুন্নেছা।
৫. ল্যান্স নাযেক মুন্সী আবদুর রউফ কত সালে মৃত্যুবরন করেন?
৮ই এপ্রিল, ১৯৭১ সালে
৬. ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ কিভাবে শহিদ হন?
রাঙামাটি ও মহালছড়ির সংযোগপথ নানিয়ারচার উপজেরার বুড়িমারী এলাকায় চিংড়ি খালের দু’পাশে নির্মিত প্রতিরক্ষা ব্যুহ অক্ষুন্ন রাখতে গিয়ে হানাদার বাহিনীর সাথে প্রচন্ড যু্দেধ মর্টারের আঘাতে তিনি মৃত্যুবরন করেন। তিনি বাংলাদেশ রাইফেলস এর সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধকালীন তিনি ১ নং সেক্টরে যুদ্ধ করেন।
৭. ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ কে কোথায় শমাহিত করা হয়?
তার কবর রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে।১৯৯৬ সালে দয়াল চন্দ্র চাকমা নামে এক আদিবাসী এটি শনাক্ত করেন।


https://www.facebook.com/generalknowledgeclubbd/

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.