নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞাপন ও প্রগতিবাদী নারীরা

১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২১



দ্রব্য বা সেবার গুনাগুন বুঝাতে প্রতিদিন আমরা যে সকল বিজ্ঞাপন দেখি ইহাতে আমদের নারী গন কে যেভাবে প্রদরশন করা হয় তাতে মনে হয় নারীদের মূল্যবোধ এই সকল ব্যবসায়ীদের পূঁজি হয়ে গেছে। এই সকল বিজ্ঞাপন বাজে সুরসুরি কি দেয় না? কি ভাবে তথাকথিত প্রগতি বাদী নারীরা এসব নিরবে সহ্য করে তাতে অবাক হই।কেন তারা তাদের মূল্যবোধ রক্ষায় সত্যিকারের আন্দোলন করে না? কেন তারা সমগ্র নারী জাতির মূল্যবোধের চরম ক্ষতিকর এ সকল বিজ্ঞাপনে রাজী হয়? এ কারনে কি সমজের অবক্ষয় হছেচ না? আজ ধরষকদের বিচার হয়, অবশ্যই বিচার হউক।কিন্তু জ্ঞানী সমাজ শাসক গন দয়াকরে আপনার সাধারণ জ্ঞান ব্যবহার করে সঠিক মন স্হির করে দেখুন ইহাতে কি ধরষন কারী জগন্য এই কাজে প্রলুদ্ধ হয় না? ইহাতে কি আমি আপনার এবৎ আমাদের ছেলেমেয়েদের ক্ষতি হয় না? সরবোপরি এ সুন্দর পৃথিবী কে গুনতে হচছে অনেক অনেক ক্ষতি! আমি একটি কথা অনেক অনেক জোড় দিয়ে বলি ইসলামের প্রনিধান যোগ্য হিজাব concept টি দলমত ধরম নিরবিশেষে নিরাপদ নিরমল বিশ্ব গড়ে তুলার শরতে বা জন্য গ্রহন করি তাহলে এপৃথবী নতুন রুপ ধারন করবে! আসল প্রগতি এর মধ্যে চরম ভাবে নিহত বলে মনে করি! আপনি শালিনতার সাথে সব কাজ করুন কোন আপত্তি নেইতো? আপনাকে বুঝতে হবে আ্পনার এহেন আচরণ অন্যের ক্ষতি হয়! তাই নারীবাদী প্রগতিশীলদের বলব সঠিক উন্নয়নের আন্দোলন করুন।যাতে ফোনের(উদাহরন স্বরুপ) বিজ্ঞাপনে আমার একজন বোনের ছবি ওভাবে না দেখি।মূল্যবোধ যাতে কারো ব্যবসা প্রসারের পুঁজি না হয়। চলো বহুদুর! (গ্রামীন ফোনের বিজ্ঞাপন) সত্যিকারের দুরে নিয়ে যান আপত্তি নেই কিন্তু যে ভাবে ছবি দিয়েছেন সে রকম নোংরা ভাবে আমদের মা বোনের মূল্যবোধকে নিয়ে যাবেন না।



দয়া পূরবক!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৬

জিসান আল আহরার বলেছেন: প্রগতিবাদীরা এর জবাব দেবেন নিশ্চয়ই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.