নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

এ কেমন গণতন্ত্র ?

১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯







এ কিসের গনতন্ত্র ?



এ হল ক্ষমতায় থাকা বা যাওয়ার এক নৃশংস মন্ত্র।



তারা হল সম্পদ লিপ্সু, তারা হল ক্ষমতা লিপ্সু



নৃশংস হত্যা ও ধ্বংসযজ্ঞের আহবান হল তাদের আন্দোলনের আসল ইস্যু।



নিরহের করুন মৃত্যু, মানুষের চরম কষ্ট ও মৃত্যু যন্ত্রনা হল তাদের পূজি



জ্বালায় গাড়ি, মারে বোমা, বন্দ্ধ ও ধ্বংস করে এ দেশের সবকিছু ।



মুখে বলে তারা. জনগন হল সকল ক্ষমতার উৎস



হত্যা ও নৃশংসতার উন্মদানা ছড়িয়ে এ জনগণকেই করে তারা ভীত সন্ত্রস্ত ।



নাম হল নিষ্টুর এক হরতাল, যা তাদের গনতন্ত্রের মূল অস্ত্র ও আসল



নেই আদরশঅ, নেই উন্নয়ন, নৃশংস এ হরতাল ছাড়া তারা যেন অচল।



মানুষের জিম্মী ও বন্দী দশা, মৃত্যু যন্ত্রনায় তাদের এ গণতন্ত্রের উথ্থান হয়



নৃশংসতার উপর দাড়িয়ে নিষ্টুর মিথ্যা অভিনয়ের পর এ তন্ত্রের জয়ও হয়।



এ হল আমাদের দেশের ক্ষমতায় থাকা বা যাওয়ার চরম ঘৃনার হিংস্র এক গনতন্ত্র ।



অতঃপর পালাক্রমে সচল হয় তাদের সম্পদ আহরণের যন্ত্র।



প্রশ্ন হল এ কেমন গণতন্ত্র ?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৬

বাক স্বাধীনতা বলেছেন: দেশনেত্রীদ্বয়, জননেত্রীদ্বয়, জনগণের নয়নের মণিদ্বয়, দেশ ও জাতির কান্ডারীদ্বয় নিয়ে বাল্পুস্ট দিবেন না।

২| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

৩| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১১

গাজী ইলিয়াছ বলেছেন: বাক স্বাধীনতার মন্তব্য টি বুঝি নাাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.