নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিন সমস্যায় শয়তানের ভূমিকাঃ

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৭

আরব দেশ সমুহের রাষ্ট্র প্রধানরাই প্যালেষটাইনের এ অবস্হার জন্য দায়ী মনে করি। তারা অপব্যয়ের সাগরে প্রমোদ তরী নিয়ে ব্যস্ত যে কারনে শয়তান তাদের সাথে সরবঅক্ষন থাকে। তাদের মাথায় proper চিন্তা আসে না। তারা ইসরাইলের বিরুদ্ধে সমন্বিত যুদ্ধ ঘোষনা করতে ব্যারথঅ। কারন তারা নিজেরা স্মপদ লিপ্সু অপব্যয়কারী এ পৃথিবীর অপব্যয়কারীদের মধ্যে শীরষঅ স্হানীয়।তাদের জীবন যাপন ব্যয় বিবেচনা করলে বুঝা যায় তারা কি পরিমান অপব্যয়ে লিপ্ত। পবিত্র কোরানে অপব্যয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে।এই শয়তানই হল তাদের নিত্য সঙ্গী।তাদের বিলাস বহুল জীবন যাপন তা প্রমান করে। তাদের মাথায় সুষ্ট সঠিক চিন্তা আসতে পারে না। তা নাহলে এক ইসরাইল কিভাবে এতগুলো মুসলিম আরব দেশ দ্বারা পরিবেষ্টিত হয়েও এত নৃশংসভাবে মুসলমানদের উপর দীরঘঅদিন ধরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে? আসল কথা হল আমরা আমাদের দ্বারাই সত্যিকারের সুরক্ষিত নই। আজ অনেক বছর ধরে ইসরাইল এ নৃশংসতা চালাতে পারছে শুধুমাত্র এ সকল আরব নেতাদের কারণেই। ফিলিস্তিনদের তৎকালীন নেতা ইয়াসির আরাফাত সঠিক নেতৃত্ব দিতে পারেননি। তাকে যে জন্য নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল তা কতটুকু যৌক্তিকতা বহন করেছিল তা আজ প্রশ্নের সম্মুখীন? আমার মনে হয় এ পুরস্কার দিয়ে তাকে মুহিত করে জব্ধ করা হয়েছিল। তাঁর বৈবাহিক জীবনও প্রশ্নবিদ্ধ ছিল। এ সকল আরব মুসলিম নেতারা যদি এসব লোভ লালসা সমৃদ্ধ অপব্যয়কর জীবন থেকে বের হয়ে ইসলামের খলিফাদের মত ইসলামিক জীবন ধারন না করে তাহলে ইসলামী বিশ্ব তাদের দ্বারা কখনো সঠিক নেতৃত্ব পাবে না। ইসলাম ও সুশাসন বাস্তবায়নে তাদের উচিত হযরত ওমর(রঃ) জীবনী ও অন্যান্য ইসলামিক মনিষীদের জীবনী পড়ে তা অনুধাবন করা অতঃপর নেতৃত্ব দিলে তা সঠিক হবে। যতদিন তাঁরা চরম অপব্যয়ের ঐশ্বয্যপূনঅ চলমান এ জীবন ত্যাগ করবে না ততদিন শয়তানও তাদের পিছন থেকে সরে যাবে না। আর শয়তান সাথে থাকলে নেতৃত্ব কখনো সঠিক হবে না। ইসরাইলের বিরুদ্ধে জোড়ালো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না নিতে পারার মূল কারন হল তাদের সাথে শয়তান সরবঅক্ষন বিরাজমান।



গাজী ইলিয়াছ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.