নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

তাঁরা শুধু বাঁচতে চায়।

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪





তাকে আমার ভাল লাগে, যার চাহিদা খুব কম



যে জীবন ঝুকিঁ নিয়ে করে নিরলস পরিশ্রম।



যার চাওয়া নেই, যে শুধু জীবন নিয়ে বাঁচতে চাই



জীবন হয়েছে তার ভারী, সকলের মত জৈবিক চাহিদায়।



তাঁরা শুধু বাঁচতে চাই!



আমি বলি তাঁরাই শ্রেষট, তাঁরাই হল দেশের ভাল।



আমাদের কলন্ক তাদেঁর করেছে তুচছ, নকল হয়েছে ভাল!



হে মহান! ভেঁঙ্গে দাও এ সমাজ, সুষট কর আমাদের।



কষট যাতে নাহি পায় তারাঁ, পরিশ্রমকারী হয় যেন সকলের আদরের।



তাঁরা শুধু বাঁচতে চাই!



গনতন্ত্র বলে, তথাকথিত নেতারা বলে বেড়ায় দেশ হল তাঁদের



মিথ্যা এ কাহিনীতে অধিকার হয়েছে ভুলন্ঠিত দেশের মালিকদের!



বুঝেও তারা, সম্পদের কুলিপ্সায় করে তারা মিথ্যা অভিনয়



তারা চাই ক্ষমতা, তারা চাই অঢেল সম্পদ এই হল তাদের আসল পরিচয়।



অন্যদিকে, তাঁরা শুধু বাঁচতে চাই!







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.