নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

আকুল আবেদন !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫২


আস বন্ধুগন আমরা দামি দামি ফাস্ট ফুড না খেয়ে তুলনামূলক কম মূল্যের খাবার খেয়ে অবশিষ্ট টাকা তোমার ছেলেমেয়ের বয়সী পথে ঘাটে পড়ে থাকা মায়াবি অসহায় শিশু ও অসহায় মানুষকে অন্তত এক বেলা হলেও পেটভরে খাওয়ায়! আমি মনে করি এটাই হলো সত্যিকারের Smartness এর একটি অন্যতম বৈশিষ্ট্য! আজ সমাজ দেখলে মনে হয় আমরা Smartness কোন গুনে হয় তার ভাবই বুঝি না! আমি আমার বন্ধুদের ছেলেমেয়েদের ও বলছি তোমরা কি চাও তোমার বয়সী শিশুরা বা আরো অনেক অসহায় না খেয়ে রাস্তাঘাটে এভাবে থাকুক? নিশ্চয়ই না! কিভাবে মানুষ সত্যিকারের গুনে গুণান্বিত হয় তা বুঝতে চেষ্টা কর! প্লীজ! বাবা মা এর কাছে তুমি দামি ফাস্ট ফুড এর আবদার না করে কম দামি কিছু খেয়ে অবশিষ্ট টাকা ওদের খাওয়াও! আমি আমার ছেলেদের কেও সে শিক্ষা দেয়ার চরম প্রচেষ্টা চালাচ্ছি! আসলে এই গুন তোমাকে দুনিয়াতে যেমন smart করবে মহান আল্লাহর দরবারে ও তুমি বড় smart হয়ে শ্রেষ্ঠ পুরস্কার পাবে বল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি! আমি এখন তাই করি! আমার নিজের কিছু খরচ কমিয়ে সুযোগ পেলে অসহায়দের পেটভরে খাওয়ায়! কোন শিশু বা কি অসহায় মানুষ অভুক্ত থাকুক তুমি কি তা চাও??( শেষ হয়নি)।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪১

ওমেরা বলেছেন: ভাল আহবান । ধন্যবাদ

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

আমি পোলাপাইণ বলেছেন: আবেদন বিবেচনাধিন

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সহমত। ভাল কথন।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

বারিধারা বলেছেন: আমরা যদি ফাস্টফুড, কেএফসি আর কোল্ড কফি খেয়ে পয়সা নষ্ট না করি, তাহলে রাস্তার পাশে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা এই দোকানগুলো চলবে কি করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.