নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব শান্তি কোথায়?

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৪

যতদিন না বিশ্ব নেতারা মানব যন্ত্রনাকে সত্য ভাবে অনুভব করে তা নিরসনের সত্য চেষ্টা করবে না ততদিন বিশ্ব যেমন অশান্ত থাকবে ঠিক তেমনি প্রকৃতিরও সুবাতাস বইবে না! প্রানীর যন্ত্রণা নিরসনের সাথে প্রকৃতি র সুবাতাস অঙ্গাঅঙ্গিভাবে জড়িত তা দৃঢ়ভাবে বিশ্বাস করি! আমাদের কে চিন্তা করতে হবে USA তে কেন ঘুর্ণিঝড়ের তান্ডব ? যে প্রাণীর তথা মানবের যন্ত্রণাকে নিরসন করতে ছটফট করে প্রকৃতির সুবাতাস তাকে দারুনভাবে পেয়ে বসে! সুতরাং এ বিশ্বের মানবজাতির সর্বময় শান্তি নির্ভর করছে কত তাড়াতাড়ি এ বিশ্বের অসহায় শিশুরা নিরাপদে মায়ের কোলে নিরাপদে ঘুমাচ্ছে! কত তাড়াতাড়ি যে কোন অসহায় সম্পশালীদের সহায়তা পাচ্ছে? আপনি মায়ানমার, সিরিয়া এরকম আরও অনেক দেশের নিরপরাদ শিশুকে ছিন্নভিন্ন করে বিশ্ব শান্তি কামনা করা পাগলামি ছাড়া আর কিছু হতে পারে না! এ বিশ্বের নিরাপত্তা ব্যয় শুন্য হয়ে যাবে যদি বিশ্ব নেতারা অসহায় শিশুর যন্ত্রণা কে অনুভব করতে সক্ষম হয়! তা না হলে প্রকৃতি আপনাকে শান্তি দিবে না দিবে না? No doubt is there! So please try to understand! যন্ত্রণা ও শান্তি আপনার Action এর উপর নির্ভর করে! Nature কে ধরতে পারবেন না যদি আপনি প্রানের যন্ত্রণাকে নিরসনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা না চালান! আপনি এমন কোন এটম বা শক্তি আবিষ্কার করতে সক্ষম হবেন না যা দিয়ে প্রাকৃতিক দূরযোগ থেকে বাঁচতে পারবেন! অন্যদিকে এটমে বিনিয়োগ না করে মানব যন্ত্রনা নিরসনে বিনিয়োগ করলে একই প্রকৃতি আপনার Best Friends এর মত হবে! This is an like scientific circle! সুতরাং বিশ্ব শান্তি কোথায় নিহত কিভাবে অর্জন করা যায় তা বুঝার চেষ্টা করুন! ভালো থাকুন! আল্লাহ হাফেজ!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:



আপনি আমাদের সক্রেটিস! This is an like scientific circle, ইহা কি ইংরেজী ভাষা ?

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১২

মানিজার বলেছেন: কথা তু ভালই কইছেন কিন্তু মাঝে িংরেজীর ভবলীলা নিয়া খেলা করলেন ক্যেনে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.