নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

নৃশংসহত্যাযজ্ঞ চালিয়ে রক্ত প্রবাহ সৃষ্টি আর নিরীহ মানুষজনকে ছিন্ন বিচ্ছিন্ন করা কি এ পৃথিবীর স্বাভাবিক কিছু?

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪০


বাবার নৃশংস মৃত্যুর কথা বলার পর শিশুটির করুন মায়াবী চেহারা যেন অনেক কথা বলছে! হে পৃথিবীর ক্ষমতাধর সম্রাটগন আমার বাবার কি দোষ? আমার কেন এই অবস্থা? আমি কেন ঘুমের ঘোরে ভয় পাচ্ছি? আমি বা আমাদের কি হবে? এ রকম রক্ত প্রবাহ সৃষ্টি আর নিরীহ মানুষজনকে ছিন্ন বিচ্ছিন্ন করা কি এ পৃথিবীর স্বাভাবিক কিছু?
হে মাসুম ! ইয়েস তা আজ খুবই স্বাভাবিক! তুমি পৃথিবীর আরো অনেক প্রান্তে তোমার মত এ রকম লক্ষ শিশুকে খোঁজে পাবে......! আমাদের সত্য বিবেকের উদয় না হলে তোমরা হয়ত এ প্রকৃতিতেই আরো অনেক কষ্ট পাবে কিন্তু এ মহাযন্ত্রণাকর এ পৃথিবী শেষে নিশ্চয়ই তুমি তোমার বাবাকে অনেক হাস্যজ্জোল সুখকরভাবে পাবে যা অনেক দৃঢ়ভাবে বিশ্বাস করে এ পৃথিবীর আরো লক্ষ কোটি সত্য বিবেকবান মানুষেরা! তারা আজ চরম নির্যাতনের সম্মুখীন! শুধু অপেক্ষা...... যা মহাসত্য! তোমার বাবা তোমার কাছেই আসবে তুমি প্রাণখোলে হাসবে আর এ নরঘাতক হায়েনার দল দাউ দাউ আগুনে জ্বলবে...... যা চিরকাল। ভালো থেকো! দেখা হবে ইনশআল্লাহ! আল্লাহ্ হাফেজ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩১

rezaul827 বলেছেন: সকলের অনুভুতি জাগ্রত হোক

৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি সেই নরপশুরা চিরকার জাহান্নামে জ্বলবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.