নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

শিশু রাসেল স্মরণে!

১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৫

আজ নিউজে শুনলাম বঙ্গবন্ধুর শিশুছেলে রাসেল এর 53 তম জন্মদিন! আমাদের সেই হিংস্রতা কি এখনও প্রবাহমান নয়? তাদের সমস্ত উদযাপনের পিছনে স্বার্থপরতা থাকে। সত্য সেদিনই বলব যেদিন রাসেল বয়সী মা বাবা হারা আর কোন শিশুকে পথেঘাটে যেনতেনভাবে অভুক্ত অসহায় অবস্থায় দেখতে পাব না! তাদের জমিয়ে রাখা সম্পদের তুলনায় এ সকল রাসেল এর পুর্নবাসনের জন্যে খরচ খুবই নূন্যতম হবে বলে মনে করি। কিন্তু তাঁরা তা না করে লোক দেখানো দিন উদযাপন করে অবশিষ্ট সময় তাদের সার্থ হাছিলের প্রচেষ্টায়ই থাকে। সত্যিকার অর্থে তারা রাসেল দরদী হলে এ বাংলার বুকে তার বয়সী কোন শিশু রাসেল অভুক্ত অসুস্থ অবস্থায় যেখানে সেখানে ঘুমিয়ে থাকত না! আজ প্রশ্ন এসে যায় আসলেই কি প্রিয় কোমলমতি রাসেল কে আমরা সত্য ভালবাসি??
নিষ্পাপ নিরাপরাধ রাসেল তোমার জন্ম অনেক শুভ কিন্তু তোমার মৃত্যু আমাদের বড় কলংকের। আমরা ক্ষমা প্রার্থী! তুমি এবং তোমার সাথে যাঁরা হায়েনার গুলিতে শহীদ হয়েছিল তাঁদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। এ জাতির অনেক প্রিয় বঙ্গবন্ধুসহ সকলকে যেন মহান আল্লাহ্ জান্নাতবাসি করেন। আমীন।(গতকালের লিখা)।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.