নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

তারা অসহ্য গরমেও তারা কোট পরিধান করে চলে ?

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৩

আমাদের দেশে গরমকালেও তথাকথিত জ্ঞানী ও সম্পদশালীরা শীতের পোষাক কোট পরিধান করে চলেন তাদের ক্রিয়াকর্মও আজ সে রকম?? অর্থাৎ পরিবেশ বিবেচনা করে পোষাক পরিধান না করে অর্থ আছে বলে অনেকটা বোকার মত কোট পরিধান করে চলে! মাননীয়দের অনেককেও সেভাবে দেখি? ইহাতে কি অহংকারী মনোভাব প্রকাশ পায় না? গরীবের এ দেশে কোটি কোটি টাকা অপব্যয়ের সাথে তাদের জীবন আজ প্রবাহমান। মহাগ্রন্থের কথা মোতাবেক তাদেরকে শয়তান বলা কি ভুল হবে? ইদানীং দেখি অসহনীয় গরমকালেও কিছু অফিসের কিছু কিছু নবীন বা মিড লেভেলের কর্মকর্তাগন কোট পরিধান করে বিভিন্ন অফিসে যায়? অর্থাৎ অপব্যয় ও অপচর্চা শুরুতেই শিখছে এবং সাথে সাথে সম্পদ কিভাবে জমিয়ে কারায়ত্ব করতে হয় তাও শিখছে! যার মোট ফলাফল হল সমাজে বৈষম্য সৃষ্টির বীজ বপন করা এবং প্রেক্কাপট হলো কিছুসংখ্যক লোকের অঢেল ধনসম্পদ আর বেশিরভাগ লোকই দিনে আনে দিনে খায়!এ হলো গরমকালে কোট পরিধানকারীদের total outcome!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি মাথা চুলকেও এর উওর পাই নি। আমারও জানতে ইচ্ছা করে। এ কেমন শিক্ষিত! ফুল হাতা শার্ট পড়লেই তো সুন্দর ফর্মাল দেখায়। গরমে স্যুটের কি দরকার!

২| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৮

খাঁজা বাবা বলেছেন: কোট পরিয়া তাহারা এসি চালান

৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অফিস ডেকোরাম মেনে চলা উচিত...

৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০১

অপর্ণা মম্ময় বলেছেন: অফিসিয়াল ড্রেস কোড বলে একটা ব্যাপার মেনে চলতেই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.