নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

মায়া ভালবাসা যেন এতিম অভূক্ত অসুস্থ অসহায় শিশুর জন্য হয়।

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২২

আলহামদুলিল্লাহ্‌! আজকের দিনের একান্ত ইচ্ছাটুকু পূরন হল। প্রায় ৩৯ জন পথশিশুর সাথে মনের অনেক আনন্দে খেলাম। কিছু কিছু শিশু যখন বলছিল আমার এ খাবার না হলে তারা রাতেও উপোষ থাকত।দুপুরে নাকি চেয়ে ঝালমুড়ি খেয়েছিল এ সময় বিরানী খেতে পারে তারা খুব খুশী। যে মানুষ অবুঝ শিশু প্রাণের কষ্টের গভীরে ঢুকতে সমর্থ হয়েছে সে কখনো বসে থাকতে পারে না। শিশু অভূক্ত থাকার যন্ত্রণা এবং অসুস্থ হয়েও চিকিৎসা না নেয়ার কষ্ট আমাকে অস্থির করে তুলে। তাই আমি চেষ্টা করি অন্তত এ রকম কিছু শিশুকে একবেলা হলেও যদি খাওয়াতে পারি। তারা যখন খুশী মনে খায় তখন আমি তাদের চেহারার দিকে তাকিয়ে থাকি। তখন মনেহয় এ পৃথিবীর শ্রেষ্ট সুখ আমি পাই। মাবাবাহীন শিশু অভূক্ত ও অসুস্থ হয়ে পড়ে থাকবে তা আমি কোন মতেই মানতে পারি না। আল্লাহর কাছে ফরিয়াদ করি এ পৃথিবীর মানুষের মন যেন তাদের জন্য বিগলিত হয় আর আমার সবকিছু যেন এ সকল শিশুর জন্য হয়। যেখানে কোমল হৃদয়ের এতিম শিশু অভূক্ত অসুস্থ হয়ে রাস্তাঘাটে পড়ে থাকে সেখানে স্বাধীনতা আর বিজয় কি তার সত্যতা পেয়েছে??

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪১

নূর আলম হিরণ বলেছেন: আপনাকে ধন্যবাদ, আপনি কিছুটা চেষ্টা করেছেন, নিজে আনন্দ পেয়েছেন। তবে এগুলি সরকারের সদিচ্ছা ছাড়া ভালো ফলাফল পাওয়া যায় না।

২| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬

গাজী ইলিয়াছ বলেছেন: সরকার ছাড়া আমরা কিভাবে উপেক্ষা করি? দায়িত্ব অবশ্যই সরকারের বেশী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.