নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

ড্যান্ডি মাদকের বিরুদ্ধেও সাড়াশি ধরপাকড় অভিযান চালানোর অনুরোধ করছি।

২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৯

ড্যান্ডি মাদকের খুচরা বিক্রেতা ও মজুদদার ব্যবসায়ীদের বিরুদ্ধেও সাড়াশি ধরপাকড় অভিযান চালানোর অনুরোধ করছি। তাহলে অসহায় এতিম পথশিশুরা সহজে প্রাপ্য এ মাদক থেকে রক্ষা পেতে পারে!
প্রতিদিনই পরিচিত হই কোন না কোন নতুন শিশুদের সাথে। নীল জামা পরিহিত শিশুটি একেবারেই এতিম। তার মাবাবা নাকি ট্রেন লাইনে বসে গল্প করার সময় দুবছর আগে তেজগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যায়। সে কিছুকাল দাদীর সাথে থাকলেও খাবার দিতে পারে না বলে বস্তি ছেড়ে পথে নেমেছে।তার ছোটবোন নাকি রেললাইনের ধারের বস্তিতে দাদীর সাথে এখনো থাকে। দীর্ঘকাল ধরে আমার অনেক কষ্টকর অনুধাবন হলো এ সকল শিশুরা সকলেই সস্তা মাদক ড্যান্ডি আসক্ত হয়ে পড়ছে। দোষ কার??

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১:২৮

উদাস মাঝি বলেছেন: ড্যান্ডি মাদক বিলুপ্তির সম্ভাবনা নাই । যেহেতু এসব পথশিশুদের জন্য এবং খুবই সস্তা ।

রাস্তায় প্রশাসনের সামনেই, তো ওরা ড্যান্ডি নেয় । প্রশাসন কিছু বলে না কেন ?

কেন বলবে ? ওদের ধরে তো আসলে লাভ নাই। কিছু খসাতে তো পারবেনা :D

২| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:০৫

কাইকর বলেছেন: উদাস মাঝি ভাইয়ের সাথে একমত

৩| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:০৮

বিজন রয় বলেছেন: সর্বনা্শা মাদক।

৪| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৪৮

হাসান মাহবুব বলেছেন: এটা নিলে নাকি ক্ষুধা ভুলে থাকা যায় :(

শুধু পথশিশুরা না এটা আরো অনেকেই নেয়। বানানো খুব সহজ। কাকে ধরবে?

৫| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইলিয়াছ ভাই
বর্তমানে সরকারের পক্ষ থেকে চলছে মাদক বিরোধী অভিযান,
ডান্ডিকেও আপনি মাদক বলছেন সুতরাং এটাও বাদ যাবেনা
বলেই আমার ধারণা।

৬| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:২৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ড্যান্ডি মাদকের খুচরা বিক্রেতারও ক্রসফায়ারই একমাত্র চিকিৎসা।

৭| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: সহমত।

৮| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:৪১

দিলের্‌ আড্ডা বলেছেন: এ ধরনের মাদকে সুপার গ্লু টাইপের কিছু ব্যাবহার করা হয়। কিন্তু ফলাফল খুব ভয়াবহ।

৯| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৯

স্ব বর্ন বলেছেন: সুন্দর বলেছেন আমিও একমত আপনার সাথে।আমি ব্লগে নতুন সময় হলে আমার ব্লগে ঘুরে আসবেন আর মন্তব্য করতে ভুলবেন না কিন্তু।

১০| ২৭ শে মে, ২০১৮ রাত ৮:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পথশিশুদের দায়িত্ব নেয়া উচিত সরকারের। মাদক কেনা বেচার এরাও একটা মাধ্যম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.