নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

এতিম অসহায় যারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে তাদের যেন কেউ নেই ?

২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৪৮

ছোটবেলায় মা বাবা হারিয়ে এতিম হয়, ছিল না দেখাশুনা করার মত কোন সামর্থ্যবান নিকট আত্মীয়। পেটের ক্ষুধা নিবারনের জন্য বাধ্যহয়ে পথে নামে। পথেঘাটে থাকতে থাকতে হয় যায় পথশিশু! ট্রেন ষ্টেশনে বোঝা বহন, ঝুঁকিপূর্নভাবে ট্রেনে করে এক নগর থেকে আর এক নগরে ঘুরেবেড়াত। ঝুঁকিপূর্নভাবে চলতে ফিরতে ট্রেনের এক যাত্রায় অাখাউডা ষ্টেশনে চলন্ত ট্রেনের নীচে পড়ে মারাত্নক দূর্ঘটনায় তার এক হাত এক পা । সরকারি চিকিৎসা ও মানুষের কিছুটা সহযোগীতায় এক হাত এক পা হারিয়েও কোন কূলকিনারা এখনো পায়নি। এখনো দিন কাটে অনেক কষ্টে! দিন কাটে ষ্টেশনের প্লাটফরমে। একটু আদর করি বলে আমাকে দেখলে অনেক খুশীমন নিয়ে তাকায়। দুঃখলাগে কখনো দেখিনা তাদের জন্য কোন রুলনিশি মামলা বা ক্ষতিপূরন মামলা হতে। মিড়িয়াও এ সকল অসহায় শিশু ইস্যুতে কোন রকম খবর প্রচার বা প্রচরনায় আগ্রহ দেখায় না। তারা কি লাভ হিসাব করে জানিনা? বড়ই দূর্ভাগা এ সকল এতিম অসহায় শিশুরা! এ পবিত্র মাসে সকল সামর্থ্যবান মানুষদের প্রতি একান্ত অনুরোধ এ সকল মাসুম শিশুদের দিকে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন।দয়াপূর্বক!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৫৫

কাইকর বলেছেন: এদের প্রতি হাত বাড়িয়ে দেওয়া উচিৎ আমাদের

২| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: দেশ উন্নয়নের মহাসড়কে কিন্তু এদের কোনো পরিবর্তন হলো না।

৩| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৪

সনেট কবি বলেছেন: তথাপি আপনি তাদের কথা তুলে ধরে একটু মহৎ কাজ করেছেন।

৪| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৬

কথার ফুলঝুরি! বলেছেন: চলার পথে এদের কে দেখলে আসলেই খুব কষ্ট লাগে। এদের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

৫| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৭

আকিব হাসান জাভেদ বলেছেন: পথ শিশুদের সহায়তা নেই বলেই আজ এদের দিয়ে সহজে অপরাধ করানো যায় । দেশের কুশাসনের ফলে আজ এই অবস্থা । সহায়তার হাত প্রসারিত হলে একদিন বঞ্চিত জিনিস সদয় দামি হবে।

৬| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৫২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: মানুষ লেখায়, কথায়, বক্তৃতা-বিবৃতি বা সংবাদপত্রের পাতায় অথবা টিভি পর্দায় অসহায় মানুষদের প্রতি যে দয়া প্রদর্শন করে বাস্তবে সেই দয়া প্রদর্শন করলে দেশে অসহায় মানুষের সংখ্যা অনেকটা কমে যেত।

৭| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৯

রাকু হাসান বলেছেন: খুব কষ্ট লাগে । আচ্ছা পৃথিবীটা এমন নিষ্ঠুর কেন ?

৮| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুবই মর্মান্তিক
বড়লোক আরো বড় হবে
অথচ এদের ভাগ্যের পরিবর্তন
হবেনা কোন দিনই, যদিও বড় বড়
কথা শোনা যাবে।
ওদের জন্য সহমর্মিতা

৯| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০

হাঙ্গামা বলেছেন: :(

১০| ২৯ শে মে, ২০১৮ রাত ১২:০০

শামচুল হক বলেছেন: এদের দেখলে কষ্ট লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.