নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

অনাথ, এতিম অসহায় শিশুদের প্রতি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।

২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:১৬

প্রায় প্রতিদিনই এ চিত্রের পাশ দিয়ে অফিসে আসি। দেখতে পাই নতুন নতুন অনাথ শিশুর আগমন। আজ সকাল সোয়া আটটার সময় বিমান বন্দর রেল ষ্টেশনের উত্তর পূ্র্ব প্রান্তের প্লাটফর্মের এ চিত্র। দেখলাম ট্রেন দূর্ঘটনায় একহাত এক পা হারানো এতিম শিশুটিও আরও অনেক অনাথ ঘুমন্ত শিশুর পাশে বসে আছে। এদের ক্ষতিপূরন বা পুনর্বাসনের সরকারি কোন কার্যক্রম দেখতে পাই না। সাংবাদিক ভাইদেরও দেখিনা এ সকল শিশুদের পক্ষে জোড়ালো কিছু লিখতে, বলতে বা তুলে ধরতে। কোমল হৃদয়ের এ সকল শিশুর জীবন বড়ই কষ্টের ও যন্ত্রনার! পবিত্র এ মাসে বেসরকারি সামর্থ্যবান ব্যাক্তিবর্গও তাঁদের যাকাতের টাকা দিয়ে এ সকল অনাথ অসহায় শিশুদের পুনর্বাসনে এগিয়ে আসতে পারেন। শুধু বলব এ সকল শিশুদের সাথে একবার মিশে দেখুন তাদের এ পরিণতির কাহিনী শুনুন,তখন দেখবেন আপনার নীজ থেকেই ইচ্ছা হবে তাদের সাহয্য করতে। তাদের দরকার থাকা, খাওয়া, চিকিৎসা ও শিক্ষার। দয়াপূর্বক!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি একটা উদ্দ্যোগ নেন আমরা পাশে আছি, যদি কোন প্রতিষ্ঠান থাকে তাহলে আমাদের জানান...ধন্যবাদ।

২| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:২৮

পলক শাহরিয়ার বলেছেন: পাশে থাকার ইচ্ছা আছে। কিছু করতে চাইলে জানাবেন।

৩| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৩

কথার ফুলঝুরি! বলেছেন: এদের সম্পর্কে আমরা শুধু একটু মায়া কখনো সমবেদনা জানিয়ে দু একটা কথা বলেই শেষ। কিন্ত উদ্যোগ নেওয়ার জন্য কেউ ই এগিয়ে যাইনা।
আশা করি আপনার লেখার মত এমন কিছু লেখা, এসব এতিম অসহায়দের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়ার মত কিছু মানুষ ও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হোক।

৪| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: হাত আমরা বাড়াবো আর সরকার কি করবে?
সরকারের মন্ত্রীরা বিদেশে বাড়ি করবে?

৫| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩

একাল-সেকাল বলেছেন: এদের হাতে আগামীর স্যাটেলাইট-১ বাংলাদেশ। বঙ্গবন্ধু-১ এর আগামী ১৫ বছর পর ১ম মৃত্যু বার্ষিকী পালন করব। ঠিক সেই সময় এদের বয়স হবে ২৫ এর আশে পাশে। তখন এদের ঠেকাতে আগামী সরকারের ড্রাগস ক্লিন্জিং অপারেশন দরকার হবে।
৫০০০ কোটি টাকা এসময় মহাকাশে ছড়িয়ে না দিযে এদের পিছনে খরচ করলে আগামী ১৫ বছর পর এদের হাত ধরেই (হয়ত !) স্যাটেলাইট আকাশে উড়ত, যদি নাই হত, মাদক সন্ত্রাস এর বিস্তার ঘটতনা অন্ততঃ
আমাদের সিস্টেম বদি পয়দা করছে, আমরা ( আম জনতা ) নাট সিঁটকাচ্ছি আর জিন্দাবাদের জয় হোক বলে গলা এবং গগন ফাটাচ্ছি।হিজড়ার মতন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.