নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

গরীব অসহায়ের চিকিৎসা কি শুধু ঢাকা মেডিকেলে হয়?

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:১৮

গরীবের চিকিৎসা কি শুধু ঢাকা মেডিকেলে হয়? এতিম অসহায় ছেলেটির পা এর ইনফেকশনের চিকিৎসার জন্য একদিন নিয়ে গেলাম উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ডাক্তার সামান্য দেখে বলল অপারেশন প্রয়োজন।আমি বললাম যা প্রয়োজন করেন সমস্যা নেই। তখন তিনি বললেন তাদের ওখানে সম্ভব না অন্য মেডিকেলে নেন। শুক্রবার ছিল বলে আমিও আর বেশী কিছু বলিনি ইমার্জেন্সির নার্স দিয়ে ড্রেসিং করে বিদায় দিলেন। অতঃপর আজ নিয়ে গেলাম কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে সার্জারী বিভাগের ডাক্তার দেখলেন ঔষুধ দিলেন পা এর অপারেশনের প্রয়োজন আছে তা স্বীকার করলেও ভর্তি বা তাৎক্ষনিক অপারেশন করাতে রাজী হলেন না। অনেক অনুরোধ করেও পারিনি। তিনি বললেন এ ধরনের রোগীর নাকি ঢাকা মেডিকেলে চিকিৎসা হয়। তিনি রেফার করলেন সেখানে। দুইদিন অফিস বন্ধ ছিল বলে একজন লোক ভাড়া করে নীজ গাডী করে নিয়ে দু'দিন ঘুরাঘুরি করার পরও এক হাত এক পা কাটা এতিম ছেলেটির অন্য পা এর অাশানুরুপ চিকিৎসা করাতে পারিনি। আগামীকাল অফিস আছে ভাড়া করা লোকটিকে টাকা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা ঠিক করে রেখেছি। কিন্তু এ দুটি হাসপাতালে তো অনেক বড় বড় অপারেশন হয় তারা কেন সামান্য এটুকু অপারেশন করতে রাজী হলেন না? কেন ঢাকা মেডিকেল? কুর্মিটোলা হাসপাতালের ডাক্তার বললেন ঊনারা নাকি ঊনাদের শিডিউল রোগী অপারেশন করেন। সমস্ত খরচ বহনের প্রতিশ্রুতিসহ অনেক অনুরোধ করা সত্বেও তিনি রাজী হলেন না। কিন্ত কেন? গরীবদের চিকিৎসা কি শুধু ঢাকা মেডিকেলে হয়? এ কেমন বিচার? অনুরোধ রইল এ সকল মানবেতর অবস্থাকে অবজ্ঞা করার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুবই দুঃখজনক! আমাদের দেশে এমন সেবাই পাবেন, এর চেয়ে ভালো আশা করা বোকামি।

২| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:০৯

কামরুননাহার কলি বলেছেন: প্রাইভেট ডাক্তার তো ভি, আই, পি এদের কাছে কেনো এই অসহয় শিশুটি নিয়ে গেলেন ভাইয়া!! এই ছেলেটি তো আর ভি, আই, পি নয়। হাহাহাহাহা।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:১৮

গাজী ইলিয়াছ বলেছেন: কূর্মিটোলা তো সরকারি হাসপাতাল ।

৩| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৩৩

কামরুননাহার কলি বলেছেন: ও সরি ভাইয়া জানিনা তো। তাহলে ওকে চিকিৎসা করলো না কেনো ভাইয়া?

৪| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৪৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: বড়ই দুঃখজনক। ঢাকায় আল কারিম জেনারেল হাসপাতাল নামে একটা হাসপাতাল আছে। আমি শুনেছি ওখানের ডাক্তাররা খুবই আন্তরিক এবং সবাই ধর্মীয় ব্যক্তিত্ব। খোঁজ নিয়ে দেখতে পারেন।

৫| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৫৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মানবতার কথা বলবেন না কোনদিন। হারিয়ে গেছে অনেকদিন আগে।

৬| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার জন্য অনেক দোয়া রইলো। পৃথিবীতে আপনাদের মতো মানুষ না থাকলে মানবতা জাদুঘরে যেতো। ধন্যবাদ।

৭| ০৩ রা জুন, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: আহারে----

৮| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

হাঙ্গামা বলেছেন: মানবতা শব্দ এখন শুধু বই খাতায় :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.