নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসে যা লিখতে ইচ্ছা করল !

১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

শুভ সকাল ! বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস আজ ! কি প্রতিরোধ আমরা করছি? কি রুল আমরা জারি করছি তার প্রতীক হিসাবে আমার তোলা এই ছবিগুলো এবং আপনার আশেপাশে আপনার সত্য চোখ দিয়ে দেখলে সহজেই বুঝা যায়। কি আমাদের জমা হচ্ছে অভিশাপ না আশির্বাদ আপনার বুকে হাত দিয়ে আপনিই বলুন? আপনি অফিস করেন আদালত করেন ব্যবসা করেন আপনি আপনার ঔরষজাত শিশুর কান্না ও কষ্ট বুঝেন। আপনি এ সকল শিশুর মাথায় বোঝা তুলে দিয়ে লাট সাহেবের মত হাটেন, বিনিময়ে তুই বলে ১০/২০ টাকা দেন। সব বুঝেন আপনি এটুকু বুঝেও না বুঝার ভান করেন অথবা চিন্তাই করেন না ! আদর করার চিন্তাইতো আপনার মনে আসে না ! কখনো মনে করেন না যে, তারাও আপনার ঘরের শিশুর মত নিস্পাপ অবুঝ। তাদের মা এর অভাব দেখে সে এ কষ্টের কাজকে বেচে নিয়েছে। মা কাছে থাকলে তারা তার মা এর কাছেই এ শ্রমের টাকা জমা দেয়, আর মা এর হাসি দেখে। কত নিখুঁত চিন্তা তাদের ! আর মা এর বিচ্ছিন্ন হলে শ্রমের এ টাকা দিয়ে কোন রকম পেটের ক্ষুধা নিবারন করে পথে ঘাটে ঘুমায়। এ হল শ্রম নিবিড় শিশুদের আমাদের চোখের সামনের চিত্র!
অনেক কিছু নিয়ে মহামান্য আদালত স্বতপ্রনোদিত হয়ে সরকারের প্রতি রুল জারি করেন এ বিষয়ের এ রকম কিছু কখনো আমার চোখে পড়েনি। তাই মহামান্য আদালত, সমাজের সুধীজন,আইন প্রনয়নকারী সকলকে বলব এ অবুঝদের শ্রম প্রতিরোধের কার্যকরী পদক্ষেপ নিন এবং সাথে সাথে অবশ্যই তাদের মৌলিক চাহিদা পূরনের ব্যবস্হা নিন। বিষয়টিকে এভাবেই চিন্তা করুন যেন আপনার অবুঝ শিশুই বোঝা টানছে। সকল শিশুকেই এক মনে করুন ! তাহলেই আশির্বাদ নতুবা অভিশাপের মহাযন্ত্রনা আপনার অপেক্ষায় দিন হিসাব করছে। আশির্বাদ জমা করুন ! অভিশাপ থেকে বাঁচুন !!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ দুপুর ১:১৪

ফেনা বলেছেন: অতি চমতকার একটি পোষ্ট।

আপনার সাথে সহমত পোষন করলাম।

২| ১২ ই জুন, ২০১৮ দুপুর ১:২৫

গরল বলেছেন: নিম্নমিত্তদের ঘরে অনিয়ণ্ত্রিত শিশু জন্মের হার কমাতে না পারলে শিশুশ্রম কখনই বন্ধ করা যাবে না। জন্ম নিয়ণ্ত্রন নিয়ে সরকারের মাথাব্যাথা আছে বলে মনে হয় না।

৩| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৫

নতুন বলেছেন: দেশে শিশু শ্রম নিষেধ করা দরকার।

বাড়ীতে/ব্যাবসায়ীক প্রতিস্ঠানে কোন শিশুকে কাজে নিলে জরিমানার ব্যবস্তা করা দরকার।

শিশুদের স্কুলে পাঠানো বাধ্যতামুলক করা দরকার।

১০ম শ্রেনি পযন্ত শিক্ষা ফ্রী... এবং নিন্মবিত্তের শিশুদের জন্য মাসে একটা ভাতার ব্যবস্তা করতে পারে সরকার।

আমাদের সেই টাকা আছে.... ( আমরা সেটেলাইট/পদ্মাসেতু করতে পারছি)

৪| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: খুব দুঃখ হয়। কিন্তু ওদের জন্য কিছুই করতে পারি না।

৫| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৮

ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ) বলেছেন: সুন্দর লিখেছেন। সামনে আরো ভাল লেখা পাব আশা করি।
সময় হলে আমার প্রোফাইলে একবার ঘুরে আসবেন। ধন্যবাদ।
লিংক:... Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.