নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

মিম্ এখন পথে নয় আছে নিরাপদ আশ্রয়ে।

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৫

মিম্ তার নাম একবছর আগেও ষ্টেশনের প্লাটফরমে থাকত।তার মা এর অনেক অাকুতি মেয়ে বড় হয়ে যাচ্ছে স্যার, আমার মেয়েকে আপনার বাসায় কাজের জন্য নিয়ে যান। দেখেছিলাম বুঝেছিলাম অনেক ঝুঁকির জীবন!আমি জানতাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহদয়ের সহধর্মনী অনাথ মেয়েদের জন্য গডে তুলেছেন রোকেয়া ফাউন্ডেশন নামক দারুন এক প্রতিষ্ঠান। দুই একদিন ভেবেচিন্তে যোগাযোগ করে ওর মাকে দিয়ে সেখানে পাঠালাম অতঃপর বিনাখরচে হয়ে গেল সবকিছু। সে এখন তার বয়সী অনেক মেয়েদের সাথে সেখানে থাকে আজ তাকে চিনতেই পারছিলাম না। শিখছে আরবি ও বাংলা শিক্ষা।প্রতিদিন স্কুলে যায়। ছুটিতে তার মা এর কাছে এসেছে। মামার বস্তি বাসায় কয়েকদিন থেকে ২৪ তারিখ আবার চলে যাবে। তার মা এক জন্মগত পংগু মেয়ে জীম্ কে নিয়ে এখনও ষ্টেশনেই থাকে।
বন্ধুরা আপনি আমি পথ চলতে এরকম অনেককেই দেখি একটু ভাবি একটু চিন্তা করি তাহলেই এদের জন্য অনেক কিছই হয়ে যায়। আমার কিন্তু একটি টাকাও খরচ হয়নি শুধু ভেবেছি আর যোগাযোগ করিয়ে দিয়েছি আর মাঝে মাঝে একটু খবর নিই। প্রতিষ্টান সম্পর্কে আমরা যতটুকু অবগত তারা ততটুকুন তো অবশ্যই না। আপনার অবস্থান থেকে কথা বলে আপনি যা করতে পারবেন তাদের পক্ষে কি তা সম্ভব? তাই বলছি পথ চলতে এদের দেখুন আর একটু ভাবুন এতেই কিছু হবে বলে মনে করি।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:১২

অচেনা হৃদি বলেছেন: একটা মেয়েকে কঠিন জীবন থেকে বাঁচালেন স্যার । এই বয়সের সকল মেয়ের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ।

২| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৭

সৈয়দ ইসলাম বলেছেন: গজী ইলিয়াস ভাই,

পবিত্র মনে যদি আমদের অবস্থান প্রত্যেকে নিজের থেকে এমন উদ্যোগ নিত, তাহলে রাস্তাঘাটে পথফুলদের এভাবে পড়ে থাকতে হত না।

হাজারো ধন্যবাদ আপনাকে ; নিশ্চয় সকল কিছুর প্রতিদান স্রষ্টার কাছে।

৩| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:০১

দিলের্‌ আড্ডা বলেছেন: খুব ভালো লাগলো।

আসলে তাদের জন্য আমাদের অনেককিছুই করার আছে।
কিন্তু নানান ছোটখাটো অজুহাতে তা করা হয়ে উঠে না।

৪| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


খুবই দরকারী ও বড় পদক্ষেপ

৫| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ইলিয়াছ ভাই
আপনার পক্ষে যেটা সম্ভব
সেটা হয়তো সবার জন্য প্রযোজ্য
নয়। তবে অন্তত যাদের কিছু করার
ক্ষমতা আছে তাদের সাথে যোগাযোগ
করিয়ে দিলে অনেকেই উপকৃত হবে।
এখনও মানবতা বিলিন হয় নি, যতটুকু
আছে তাতে কারো বিপদে পড়তে হবেনা
যদি সঠিক লোকের সন্ধান করতে পারা যায়।

৬| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


এটা অনেক বড় কাজ এবং মহৎ উদ্যোগ।
অনেকের কাছেই দৃষ্টান্ত হয়ে থাকবে।
এই ধরণের কাজ করতে মানুষকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে।
সেই সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন, অনেকেই টাকা খরচের ভয়ে অনেক ভাল কাজ করতে চায় না।
যারা ভাল কাজ করতে চান কিন্তু টাকা খরচ করতে চান না, তাদেরকেও অনুপ্রাণিত করবে এই লেখা।
টাকা খরচের ভয় নাই, শুধু একটু স্বদিচ্ছা, একটু উদ্যোগ। একটু সময় দেয়া।

৭| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: আপনাকে স্যলুট।
এর প্রতিদান আপনি পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.