নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

মনের একান্ত ইচ্ছা পূরণ!

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৫

আলহামদুলিল্লাহ্‌! প্রতিবারের ন্যায় এবারও আমার অফিসের নীচে বায়তুল মোকাররম ঢাকা ষ্টেডিয়াম এলাকার কিছু পথশিশু কিশোরকে ঈদ উপহার শার্ট, প্যান্ট ও এক বক্স খাবার দিতে পেরে খুবই আনন্দিতবোধ করছি।তাদের সবার চুল কাটার ব্যবস্থা করেছি। ঈদেরদিন তারা সকলে মতিঝিল থেকে দলবেঁধে উত্তরায় আমার বাসায় যায় একসাথে খায়! সত্যি বড় আনন্দ পাই! আমি জানি তারা আমাকে বেশ স্মরন করে। তাদের স্মরনে আমি বিভুর। তাদের নিয়ে একসাথে তাদের পছন্দের জামাটি কিনতে আমি বাড়তি আনন্দ পাই। কারন ঐ মূহুর্তে তাদের আনন্দ খুশীর চেহারা বা মনটি দেখতে আমি দারুন উপভোগ করি। কেন যেন তাদের আদর করতেই আমার ভাল লাগে।
তাদের মা বাবা হারানোর কষ্টের কাহিনী আমাকে নিরবে কাঁদায়। আজ নিজে লিখার সময়ও চোখে পানি আসছে। কেন আমরা সক্ষমরা করুন মায়াবী হৃদয়কে ধরতে পারি না? হৃদয়ের মায়াবী মন প্রত্যেককেই মহান আল্লাহ দিয়েছেন বলে আমি মনেকরি। কিন্তু আমরা তা জাগিয়ে তুলি না। অসহায়ের প্রাণের কষ্টের সাথে আপনার সক্ষমতার মায়াবী মনের মিলন দারুন মজার! পৃথিবীর শ্রেষ্ট মজাকে আপনি ধরতে পারবেন যদি আপনি এ মিলনে নিয়োজিত হন। তাই বলছি বন্ধুগন, অসহায়ের পাশে অভুক্তের দাঁড়ান জীবনের সেরা স্বাদই অনুভব করবেন বলে আমি দৃঢভাবে বিশ্বাস করি। একদিন নয় প্রতিদিন। আসুন আমরা ঝাপিয়ে পড়ি গড়ে তুলি মায়াবী সুন্দর এক অনন্য পৃথিবী! আপনার আমার ধর্মের মূল কথাও তাই মনে করি! ভাল থাকুন! সকলের প্রতি রইলো ঈদের আন্তরিক শুভেচ্ছা! আল্লাহ হাফেজ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৪

সৈয়দ ইসলাম বলেছেন: ইলিয়াস ভাই,

খুবই উৎসাহক পোস্ট। আল্লাহ সকলকে এ বুঝ দান করুন আর আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন।

আপনি কিন্তু সামান্য সময়ের ভেতরেই একাধিক পোস্ট করে ফেললেন। ;)

২| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩২

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: গ্রেট ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.