নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

আসুূন মানবিক তবলীগ করি!

২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:১২

সকালে অফিস যাওয়ার পথে ফারুককে যে অবস্থায় যেখানে ঘুমিয়ে থাকতে দেখলাম। তার ঘা যুক্ত পা টি ব্যান্ডেজ করা হলেও সেখানে দেখলাম অনেক মাছি বসে আছে। অনাথ অসহায় এক হাত এক পা বিহীন ( ঘুমন্ত অবস্থায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে) পংগু শিশুর করুন পরণতির কি এক জীবন? এখন অনেকটা জীবন হারানোর অপেক্ষায়! আমি দৃঢভাবে একটি কথা বিশ্বাস করি পৃথিবীর যে দেশে মানুষের এরকম অসহায় করুন পরণতির জীবন বিরাজমান থাকবে সে দেশের প্রকৃতিও বিক্ষুব্ধ থাকবে এবং সক্ষম সরকার ও মানুষও শান্তিতে থাকবে না। এটি আমার কাছে একেবারে প্রমাণিত। কারণ এ সকল অসহায়ের সেবা করতে মুধুর এক অনুভূতি ও সুখ যেমন অনুভব করি তেমনি মহানের সহয়তায় আমি হতবাক হয়ে যায়। একবার নয় শতবার আমি তার প্রমান পেয়েছি। আপনিও নি:স্বার্থভাবে নেমে দেখুন আপনিও বুঝতে পারবেন অনুভব করবেন। মহান আল্লাহ এক রহস্যের দারুন এক সন্ধান পাবেন বলে মনে করি। একবার যদি আপনার মধ্যে এ প্রাপ্তির বিশ্বাস জন্মে তাহলে আপনি আপনার সবকিছু বিসর্জন দিয়ে এ কাজ যে করবেন তখন আপনাকে আর কারো বলতে হবে না। আপনি নীজে যেমন করবেন তেমনি অন্যকেও উদ্বুদ্ধ করবেন বলে মনে করি। মানবতা যে পরম ধর্ম তার প্রমান আপনি হাতে নাতে পাবেন। অানুষ্ঠানিক ধর্মীয় এবাদতের পাশাপাশি এটিও বড় এবাদত বলে মনে করি। আজ এ এবাদতের কথা মৌলভী সাহেবরা বেশী একটা বলতে শুনিনা। কোন মৌলভী সাহেবকে দেখিনা সক্ষম মানুষদের দলবল নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে এ সকল মানবিক সমস্যা নিরসনে নেমেছেন? ঊনারা বেশীরভাগই আনুষ্ঠানিক এবাদতেই মানুষকে উজ্জীবিত করার ওয়াজ নসিহত করেন! শুধু নীজে নীজেই ভাল থাকার প্রচেষ্টারত বলে আজ সমাজের এ অবস্থা! আমি এমন তবলিগ জামাত সৃষ্টি করতে চাই এলাকার সক্ষম জনগনের ঘরে ঘরে গিয়ে অন্যদের মানবিক সমস্যা নিরসনের কথা বলে তা নিরসন করার কাজে তাদের উদ্বুদ্ধ করতে চাই। আসুন দলবেধে সপ্তাহে একদিন হলেও মানুষের মানবিক কষ্ট নিরসন করার চেষ্টা করি।আমার তবলিগ মানবিক তবলিগ। দলমত ধর্ম নির্বিশেষে সকলেই তা করতে পারেন। আসুন নেমে পড়ি......!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: দেখে খুব খারাপ লাগছে।
কোথায় আছে সে এখন? কেমন আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.