নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

এতিম অসহায় শিশুর পক্ষে বলতে চাই।

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪২

মায়াবী এতিম শিশু! মা বাবা হারিয়ে পথে এসেছে বেশীদিন হয়নি। আর অল্প কিছুদিন পরেই সে মাদকাসক্ত সহ বিভিন্নরকম রোগাক্রান্ত হয়ে যাবে। ভেংগে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তার শারিরীক ও মানসিক হেল্থ। সে হয়ে যাবে আপনাদের ঘৃনিত টোকাই যাদের শরীর দিয়ে গন্ধ বের হয়। সমাজের বেশীরভাগ মানুষকেই দেখি তাদের বিষয়ে তুচ্ছ মনোভাব পোষন করতে। তুই ছাড়া তো কথায় বলে না! দোষ কার? এ ফুটফুটে বয়সে মা বাবা হারিয়েছে এর জন্য কি এ শিশু দায়ী? সে খেতে পারে না দেখার কেউ নেই বলেই তো সে পথে আসতে বাধ্য হয়েছে। আমি দেখেছি তারা এসেছে শুধুমাত্র পেটের ক্ষুধা নিবারন করতে। অসুস্হ হলেও তারা নীরবে আল্লাহ আল্লাহ করে! শুধুমাত্র ক্ষুধার জ্বালা বড় জ্বালা! ক্ষুধার এ কষ্ট যদি এ সকল শিশুদের না থাকত এবং থাকার যদি কোন জায়গা থাকত তাহলে কখনো পথে আসত বলে মনে করি না। থাকার জায়গার চেয়েও ক্ষুধা বড যন্ত্রনার! এ রকম হাজারও শিশুকে গবেষণা করে আমি তাই বুঝতে পেরেছি আর একটি মেইন কারন হল কোন না কোন কারনে মা এর সাথে বিচ্ছিন্নতা।
পথে ঘাটের এ সকল এতিম অসহায় শিশুকে নিরাপদ করার এক নং দায়িত্ব হল সরকারের। সরকার করছে না বলে আমি আপনি কি এড়িয়ে যেতে পারি? কখনো না? দয়াপূর্বক এ সকল শিশুদের তুচ্ছকরে হেয় করে কিছু বলবেন না। আবারও বলছি তারা সম্পুর্ণভাবে নির্দোষ তাদের এ পরিণতির জন্য। সরকারসহ আমি আপনার দায়িত্ব হল তাদের নিরাপত্তা দেয়া। নিরাপত্তার কাজ শুরু করুন তারপর আপনার কি আনন্দের অনুভূতি সৃষ্টি হচ্ছে আপনি নীজেই বুঝতে পারবেন। সত্যি অসাধারন এক অনুভূতি! ভাল থাকুন। আল্লাহ হাফেজ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫১

নতুন নকিব বলেছেন:



খুবই গুরুত্বপূর্ন কথা বলেছেন। ইয়াতিম অসহায় অনাথ পথশিশুদের পুনর্বাসন, ভরনপোষনসহ যাবতীয় দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রের অপারগতায় তাদের পাশে দাড়ানো আমাদের সকলের দায়িত্ব। এদের সাথে সহমর্মিতার আচরন অবশ্যই কাম্য। ধন্যবাদ।

বেশ কিছু স্থানে বানান বিভ্রাট রয়েছে। বানানে আরেকটু সচেতন হলে ভাল হত। ভাল থাকুন।

২| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৯

গাজী ইলিয়াছ বলেছেন: ধন্যবাদ! একটু কষ্ট করে যদি বলতেন। তবে আশাকরি বিষয়টি বুঝতে সুবিধা হয়নি।

৩| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



আপনি সঠিক পদক্ষেপ নিয়েছেন, আমরা আপনার সাথে যোগ দেবো।

৪| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: আমরা সবাই যদি একজন দুইজন করে নিজের কাছে নিয়ে নিই। তাহলে দেখা যাবে দেশটাই বদলে যাবে।

৫| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৮

কাইকর বলেছেন: ভাল পদক্ষেপ গ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাকে।

৬| ২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার ভাবনাগু‌লো সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.