নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

পথশিশু ও সর্বনাশা মাদক এবং সরকারি পদক্ষেপ ।

২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৮

মাদক নির্মূল অভিযানের সাথে সরকারকে বিনীত অনুরোধ করছি শহরের পথশিশু ও কিশোরদের জন্য মাদক নিরাময় কেন্দ্র খুলে তাদের চিকিৎসা দিয়ে নিরাপদ আশ্রয়ে নেয়ার জন্য। অন্যথায় শহরবাসী সহ দেশকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে। শহরের এ সকল শিশু কিশোরদের ৯৮% মাদকাসক্ত। এ সকল অবুঝ শিশুরা মাদকাসক্ত হওয়ার জন্য দায়ী আমরাই।তারা যেদিন সুস্থ শরীর নিয়ে মা বাবা হারিয়ে পথে এসেছিল সেদিনই সরকারের উচিত ছিল তাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া। আজ তা না হওয়ায় তারা সকলেই অসুস্থ এবং বিপদগামী। শত মায়া করেও তাদেরকে ভাল করা মুশকিল। পরাজিত হচ্ছি মাদকের কাছে। পথের মেয়ে তাসলিমার পিছনে অনেক শ্রম দিয়েও তাকে সুস্থ পথে আনতে পারিনি প্রধান অন্তরায় ছিল মাদক। নীজে অভিভাবক হয়ে তাকে মেয়েদের এতিমখানায় ভর্তি করিয়েছিলাম। তিনমাসে তিনবার পালানোর পর এতিমখানা কর্তৃপক্ষ তাকে আর রাখেনি। সে এখন পথের ছিন্ন বিচ্ছিন্ন এক যুবতী মেয়ে। আজ তার মত এক গুরতর সমস্যা বুঝতে পারলাম পংগু অসুস্থ পথশিশু ফারুকের মধ্যে। অনেক কষ্টে তাকে তার অসুস্থ পা এর চিকিৎসার জন্য পংগু হাসপাতালে ভর্তি করানো হলেও সে ওখানে কিছুতেই থাকবে না। পালাতে চাচ্ছিল।অনেক পর বুঝতে পারলাম সেও মাদকাসক্ত। অতঃপর হাসপাতালের নার্স ও ওয়ার্ড মাষ্টারের তত্ত্বাবধানে এবং একজন লোক ভাড়া করে দিয়ে কোনরকম রেখে এসেছি। আগামীকাল ডাক্তারগন তার বিষয়ে সিদ্ধান্ত নিবে। এ সকল পথ শিশুরা যে মাদকাসক্ত তা আমি নীজ থেকেও বুঝতাম। কিন্তু দেখার তো কেউ নেই।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৫

সিগন্যাস বলেছেন: মজা পেলাম পড়ে

২| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪১

মোঃ খুরশীদ আলম বলেছেন: “জীবে প্রেম করে যেই জন
সেই জন সেবিছে ঈশ্বর ” - জানিনা পক্তি দু’টির রচয়িতা কে।
তবে, আপনার লেখায় সেই মর্মার্থ ফুটে উঠেছে।
আপনার এই ভাল উদ্যোগ সৃষ্টিকর্তা যেন কবুল করেন।

৩| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সকরুণ ও নির্মম!
সরকারেরই উচিৎ এই পথাশিশুদের মাদকের জগত থেকে উদ্ধার করে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা। নয়তো এরাই এক সময় সমাজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অশান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়াবে।
এগিয়ে আসতে পারে বেসরকারি বিভিন্ন সংগঠন এবং ধনাঢ্য ব্যক্তিগণ।

৪| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৯

আখেনাটেন বলেছেন: কী নির্মম বাস্তবতা! দেখলেও বুকটা হু হু করে উঠে। এদের কোথায় থাকার কথা ছিল, আর কোথায় আছে। ভালো একটি বিষয় তুলে ধরেছেন। সরকারের এ বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া দরকার।

আপনার জন্যও রইল অসীম শুভকামনা।

৫| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:০৩

পবন সরকার বলেছেন: ভয়াবহ অবস্থা।

৬| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:২৯

তারেক_মাহমুদ বলেছেন: শিশুদের ভয়াবহ এই মাদকের হাত থেকে বাচানো জরুরি।

৭| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:১৩

কাইকর বলেছেন: খুবই খারাপ অবস্থা

৮| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: খুব দুঃখ জনক।
আমার প্রচন্ড খারাপ লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.