নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

আমার মনে জাগ্রত কিছু অনুভূতি !

০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৫



১।পৃথিবীর প্রকৃতির মহা আশ্চর্যের যোগসূত্র বৈজ্ঞানিক ভাবে প্রমান অসম্ভব! কিন্তু সত্যিকারের মানবদরদী তথা মহামানবগন তা ধরতে সক্ষম হয় বা অতীতে হয়েছে। এ প্রকৃতি অসুস্থ অসহায়ের নিঃস্বার্থ যন্ত্রণা নিরসনকারীর সাথে দারুন কথা বলে। প্রকৃতি, নিঃস্বার্থ মানবতা এবং সৃষ্টিকর্তা যেন একই সূত্রে গ্রথিত। তাই ছোটবেলা থেকে গুরুজনদের বলতে শুনে আসছি " মানবতাই পরম ধর্ম"! সত্যিই তাই! অসাধারন এক স্বাদ! যে স্বাদ টাকার বিনিময়ে নয় সত্য অনুধাবন, অসহায়ের সহয়তার তাৎক্ষনিক প্রায়োগিক কর্মে অর্থাৎ একমাত্র সৎ কর্ম এবং মানবতার বিনিময়েই হয়। তাই বলছি ভাবুন কি করবেন? কোন স্বাদ পেতে চান? তবে এটুকু বলছি মহা আশ্চর্যজের যোগসূত্রের স্বাদ এ পৃথিবীতে যে একবার পেয়েছে সে অসহায়ের সেবায় সকল সম্পদসহ তাঁর শেষ রক্ত বিন্দুও দান করবে হেসে হেসে দারুন সুখ অনুভূতির মাধ্যমে!
২।প্রকৃতির সাথে আপনার যোগাযোগ এবং প্রাপ্তি প্রথম পর্যায়ে ভয়েরও উদ্রেক করতে পারে! দারুন বুঝার পর শুরু হয় মহা আশ্চর্যের পরম শান্তি।

৩।মানবতায় পরম ধর্ম ঠিক তেমনিভাবে তা মানুষের পরম শান্তির জন্যও অপরিহার্য বা আবশ্যক!

৪।রাজনিতীবিদ এবং ভিত্তবানদের অসহায় সমাজে দিন বা মাসের কিছু সময় ঘুরার বিষয়ে আইনকরে বাধ্যতামূলক করা উচিত!

৫। আধ্যাত্মিক সম্পর্ক, প্রকৃতি, মানবতা এবং সৃষ্টিকর্তা যেন একই সূত্রে গাঁথা। বিজ্ঞানীরা অদৃশ্য এ সম্পর্ককে ধরতে সমর্থ হবে না!

৬।এক প্রেমে সব প্রেম নিহিত!

৭।মানবিক কর্ম করার সৎ নিয়ত আপনার ভাগ্যকে এমনভাবে সুপ্রসন্ন করে আপনি হতবাক হয়ে যাবেন! স্রস্টার দারুন এক খেলা যা মহা আশ্চর্যের!

৮।এ পৃথিবীতে সৎ আবেগের মিলনে হয় উন্নতি আর অসৎ আবেগের মিলনে হয় অবনতি আর চরম অশান্তি!

৯।সম্পদ লিপ্সু আর শিক্ষিত নামধারী অসৎ কর্মকর্তার হাতের মিলনে সংগঠিত হয় চরম দূর্নিতী! আর দেশ হয় ধ্বংস !

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৬

রাকু হাসান বলেছেন: এটা মনের বিষয় ..।জোর করে হয় না ,আইন করে বাধ্য করার ক্ষেত্রে আংশিক একমত পোষণ করছি । অামাদের নৈতিক পতন থেকে উদ্ধার হওয়া দরকার .তাহলেও হয়তো মানবতা জাগ্রত হবে ।

২| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

সিগন্যাস বলেছেন: প্রকৃতির সাথে আপনার যোগাযোগ এবং প্রাপ্তি প্রথম পর্যায়ে ভয়েরও উদ্রেক করতে পারে!

ভয়ের উদ্রেক করে?কিভাবে?

৩| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

সাইন বোর্ড বলেছেন: সুন্দর বিষয়ের অবতারণা ।

৪| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

গাজী ইলিয়াছ বলেছেন: আপনার প্রাপ্তি আপনাকে অবাক করবে।

৫| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:২৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: স্যার, ভাল লিখেছেন- তবে প্রমিত বানানরীতি অবশ্যই অনুসরণীয়।

৬| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:৩৩

ফেনা বলেছেন: বিষয় বস্তু এবং উপস্থাপন খুব ভাল।

ভাল লাগা রেখে গেলাম।

৭| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষের অনেক বেশি মানবিক হতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.