নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আপনার পদত্যাগ দাবী করছি !

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৬

শুভ সকাল! ধন্যবাদ সময় টিভি। অসহায় পথশিশুদের নিয়ে মর্মস্পর্শী একটি লেখা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বরাবর গতকাল লিখেছিলাম যা ঊনার টাইম লাইনেও পোস্ট করেছিলাম। আজ সকালেই দেখলাম পথশিশুদের সরকারী বরাদ্দ তসরুপের কাহিনী। মাননীয় শিশুমন্ত্রী বললেন তিনি খতিয়ে দেখবেন।কমলাপুর সরকারী শেল্টারের খরচের টাকার বিরাট পুকুরচুরি তা তদন্ত করে দেখবেন বললেন! মনে শান্তি পেলাম লেখায় কি কাজ হল? মাননীয় শিশুমন্ত্রী এ দায়ভার আপনাকেও নিতে হবে।আপনাদের অবহেলার জন্য লক্ষ লক্ষ নিস্পাপ অসহায় শিশু কষ্ট পেয়েছে এবং পাচ্ছে তার দায় আপনি এড়াতে পারেন না। আপনি এবং আপনার দপ্তর প্রধানদের বিচারের কাঠগডায় দাঁডাতে হবে। দুনিয়াতেও এর শাস্তি পাবেন এবং পরকালেও আপনাদের শাস্তি অবধারিত! মহান নিয়ন্ত্রিত প্রকৃতির এ শাস্তি থেকে আপনারা কখনো পার পাবেন না। অসহায় শিশুদের নিয়ে দিবস নির্ভর এ সকল শো ডাউন ছাডুন। যারা এ সকল দিবস নির্ভর শো ডাউন করে তাদের আপনারা সরকারী তহবিল দেন।তারা যেমন তহবিল নিয়ে শুধু দিবসের দিন এ সকল শিশুদের খেয়াল করে আপনারাও তাই! সারা বছর আর খেয়াল থাকে না?? পথ শিশুর আমার প্রচারিত লক্ষ শিশুর মানবেতর ছবির একটি ছবি দেখে আপনার চরম ব্যার্থতার জন্য দেরী না করে পদত্যাগ করুন। মাননীয় প্রধানমন্ত্রী মোহদয়ের হৃদয় মন থেকে সঠিক শিক্ষা নিতে আপনারা ব্যার্থ! তিনি যেভাবে অন্তর মন দিয়ে শিশুদের জড়িয়ে ধরেন আপনারা তার একশত ভাগের এক ভাগও না, হলে পথেঘাটে অসহায় এতিম শিশুদের এ চিত্র দেখতে পেতাম না।আমাদের এ প্রিয় স্বাধীন দেশে অসহায় শিশুদের এ সকল চিত্রের পাশে আপনি কিভাবে সরকারী গাড়ীতে পতাকা লাগিয়ে শিশুমন্ত্রী হিসেবে চলেন জানি না। লজ্জা আপনাদের কি নেই? দুঃখজনক! আমিই মাননীয় প্রধানমন্ত্রী মোহদয়ের কাছে আপনার বিরুদ্ধে খোলা লেখা লিখে অভিযোগ করেছি এখনও করছি পারলে আপনি আপনার যুক্তি উপস্থাপন করুন।না হয় আমার বিরুদ্ধে ব্যাবস্থা নিন। তবে এটুুকু বলতে পারি আপনি জিতবেন না কারন আমি অসহায় মায়াবী শিশুর অধিকারের পক্ষে আর আপনি তা লুন্ঠন করছেন প্রতিনিয়ত!! আপনার ব্যার্থতায় বলে আপনি লুন্ঠনকারীর পক্ষে। তা না হলে পদত্যাগ করে নিরপেক্ষ তদন্তকারীর মাধ্যমে তদন্ত করার সুযোগ দিন। অসম্ভব বংগবন্ধু সহ লক্ষ লক্ষ শহীদের এ দেশে এতিম অসহায় শিশুর জীবন এভাবে চলতে পারে না! পারে না!

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৩

তারেক ফাহিম বলেছেন: লেখায় অনেকটা মানবিকতা ও সাহসিকতার পরিচয় দিলেন।

২| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৪

প্রথমকথা বলেছেন: ভাল লিখেছেন। শুভ সকাল।

৩| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: তারা বেশ ভালোই আছে। ভালো থাকবে। তাদের কেউ কিচ্ছু করতে পারবে না।

৪| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: নির্লজ্জতার মহাসাগরে লজ্জ্বা জাগাবেন কি করে?

কথীত ফাটাকেষ্টের নিত্য মিথ্যাচারিতায়
বেহায়া মহোদয়দের আবাল বচনে জাতি কোমায়!
পদত্যাগাের মতো সুস্থ চিন্তাতো তারাই করে তাদের বিবেক জাগ্রত!

বিবেক, ন্যায়, ণীতি কে হথ্যা ধর্সন আর গুম করে যারা মহোদয় হয়! তাদের কাছৈ আশঅ করা বাতুলতা বই নয়!

তবে হে আপনার অহসায় প্রার্থনা সহমত। তাদের বিচার হবে। অবশ্যই হবে। সকল কালেই হবে।
তাদের অভীশাপ দিলাম- পর জন্ম ঐ পথ শিশু হয়ে জন্ম নাও হে কুলাঙ্গারের দল!!!

৫| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৩

লাবণ্য ২ বলেছেন: ভালো পোস্ট।

৬| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: পদত্যাগ দাবি করে বিপদ ডেকে আনার চেয়ে নিরাপদে থাকাই ভালো। কারণ, ক্ষমতাবানের মমতা না থাকলে মানবতা লোপ পায়।

৭| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬

রক বেনন বলেছেন: জনাব, উনাদের চোখে টিনের চশমা! আর কানে নাট বল্টু। তাই উনারা দেখেও দেখেন না আর শুনেও শুনেন না!

৮| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৭

গাজী ইলিয়াছ বলেছেন: সোহাগ সাহেবের মত ভিতু হয়ে বাঁচতে চাই না।

৯| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৯

আলআমিন১২৩ বলেছেন: মাননীয় শিশু প্রতিমন্এী সঠিক ভাবেই বলেছেন।এটাই সরকারী শাস্তি দেওয়ার প্রাথমিক স্টেপ। অভিযোগ সঠিক কিনা? যদি সঠিক হয় তবে তার জন্য অভিযুক্ত ব্যাক্তি দায়ী কিনা? তাকে আত্মপক্ষ সমর্থনের সূযোগ দিতে হয়। ফেসবুক বা ব্লগে লিখলেই শাস্তি দেয়া যায়না। ইমোশানাল হয়ে একশন নিলে সেটা টিকানো যায়না। পদত্যাগ চাইলে সব জেনে বুঝে চাইবেন।

১০| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৩:৫৫

রাকু হাসান বলেছেন: ওরা কি অন্ধ হয়ে গেছে । এ্ত টুক কান্ড জ্ঞান নেই । এত নিউজ হবার পরও !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.