নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা, শিশু ও প্রকৃতি নিয়ে ভাবি !

গাজী ইলিয়াছ

সমাজের প্রবাহমান সমস্যা নিয়ে চিন্তা করি।

গাজী ইলিয়াছ › বিস্তারিত পোস্টঃ

আজ মানব প্রেম, দেশপ্রেম ও সত্য কবি বুদ্ধিজীবির বড় অভাব!

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৪

মানব প্রেম ও দেশপ্রেম সৃষ্টি হয় যে সেরকম পড়ালেখা বাধ্যতামূলক ভাবে ক্লাস ফাইভ থেকে উচ্চতর ক্লাস পর্যন্ত রাখা উচিত। যার অভাবের কারনে মেধা পাচার হয়েছে বা হচ্ছে এবং তরুন প্রবীন কেউই আজ সত্যমায়ায় উজ্জীবিত নয়। সত্যমায়া সম্পন্ন কবি বুদ্ধিজীবিরও আজ বড় অভাব। সবারই জ্ঞান বুদ্ধি আজ ক্ষমতা ও সম্পদ আহরনের এক অপস্বাদের দিকে ধাবিত।সবাই আজ সে নীজে এবং তার পরিবারকে মহা নিরাপদে রাখতে পারলেই মনে করে সে অনেক ভাল আছে। তার বা আমাদের এ মনের কারনে আমাদের বেশীরভাগ জনগণের আজ এ দূরঅবস্থা! সকল প্রান নিরাপদে থাকুক তা শুধু সরকার প্রধান চিন্তা করলে হবে না।চিন্তা করতে হবে সবারই। সবাই কেন আজ এ রকম স্বার্থপর হয়ে এভাবে চলছে তার জন্য প্রয়োজন গবেষণার। সে গবেষনা সে রকম না করে শুধু আইনই বানানো হয়। যে আইন অনেক ক্ষেত্রে ইন এফেক্টিভ হয়ে বইতেই নিবন্ধ থাকছে। এখনও দুইশত বছরের আগের আইনেরও যুগপোযোগী করা হয়নি। অনেক কিছু জোর করে হবে না। তরুন ও নবীন মনে প্রেরনা ও মায়ার উদ্রেক সৃষ্টিকারী শিক্ষা এবং দেশপ্রেমে উজ্জীবিত হয় যে সে রকম শিক্ষার বড় প্রয়োজন। কিন্ত এ পরামর্শ কে দিবেন? কে লিখবেন? তিনিই তো কলূষিত! তাঁদের ছেলেমেয়ের ভবিষ্যৎ তাঁরা চিন্তা করেন কিভাবে পশ্চিমা দেশে পার করবেন? দেশের প্রতি ও মানব মায়ার প্রতি সত্য আবেগ ঊনাদের থাকলেই তো ঊনারা অন্যদেরকে জাগাতে পারবেন। সব আজ লেজুড়বৃত্তি এবং সম্পদ আহরন মুখী। অনেক নিরাপদ ও সম্পদ থাকা সত্বেও তা লুকিয়ে তাঁরা কম টাকায় সরকারী প্লট নেন আরও কতকিছু পাওয়ার আগ্রহ নিয়ে দিনগুনেন। ঊনাদের কাছ থেকে কখনো সত্য দেশপ্রেম ও মানবপ্রেম আশা করতে পারেন না।
তাই বলছি, আজ আমাদের সত্য বুদ্ধিজীবী, সত্যকবিরও বড় অভাব! বড় দূর্ভাগা আমরা! আপসোস! হে মহান, আপনি আমদের সংখ্যা গরিষ্ট সকলকে এ অত্যাচার এ নির্যাতন থেকে বাঁচান। তাঁরা সভ্যধারক এ দেশ ও জাতির বড় শত্রু! আমাদের সূরক্ষার জন্য তাঁদের হেদায়েত দিন! আমার জন্যও দোয়া চাই, আমি যেন কারো সাথে কোন তর্কে না জড়িয়ে যা বুঝি বা অনুভব করি তা যেন লিখে যেতে পারি! কোন অসৎ ঘৃনিত অহংকার যেন আমাকে পেয়ে না বসে অনেক ছোট হয়ে যেন এ পৃথিবী থেকে আমার বিদায় হয়। দয়াপূর্বক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: বুদ্ধিজীবির অভাব না।
তাদের বোবা বানিয়ে রাখা হয়েছে।

২| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬

গাজী ইলিয়াছ বলেছেন: সত্য বুদ্ধিজিবী বা ঈমানদারগন কখনো জেল জুলুমকে ভয় পাই না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.